এখানে আমরা HS History Suggestion 2023 PDF নিয়ে এসেছি। প্রতিটি প্রশ্নের মান ৮ । আশা করি এই সাজেশন থেকেই ৯০% কমন পেয়ে যাবে। চাইলে এই সাজেশন এর PDF ও ডাউনলোড করে নিতে পারো। নীচে PDF Download লিঙ্ক দেওয়া রয়েছে।
HS History Suggestion 2023 PDF Download for Higher Secondary According To WBCHSE Syllabus. In this article, we will provide the 2023 HS Exam History Suggestion with 90% common. Also, we will show the question pattern for Higher Secondary History Exam. All questions provided here are marks of 1/8
HS History Suggestion 2023 PDF
উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
প্রথম অধ্যায়: অতীত স্মরণ
দ্বিতীয় অধ্যায়ঃ উনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর সংস্থাপন
1.উপনিবেশবাদ বলতে কী বােঝ । উপনিবেশ স্থাপনের কারণ গুলাে কি কি।
2. সাম্রাজ্যবাদ বলতে কি বােঝ। সম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি।
3.উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন এর তত্ত্ব আলােচনা করাে l
4.নয়া উপনিবেশবাদ কি। নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য লেখ।
5. উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখ l
6. উপনিবেশিক সমাজের জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলােচনা করাে।
7.নয়া উপনিবেশবাদ কি। নয়া উপনিবেশবাদের লেনিন এর তত্ত্ব আলােচনা করাে।
তৃতীয় অধ্যায়ঃ উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
1.ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও।
2.পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখ l
3.ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক কেমন ছিল l
4. ভারতের রেলপথ প্রবর্তন এর উদ্দেশ্য ও প্রভা লেখ l
5.অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলােচনা করাে।
অধ্যায় : সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া
1.চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখ l
2.বাংলার নবজাগরণের প্রকৃতি আলােচনা করাে সীমাবদ্ধতা সহ।
3. উনিশ শতকে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এর কারণ কি। ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে এদের অবদান কি ছিল।
4.উনিশ শতক থেকে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে সরকারি নীতি গুলাে কি কি বা ইংরেজ কোম্পানির শিক্ষানীতি কেমন ছিল।
5. দলিত বলতে কি বােঝাে। ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিতদের বিবরণ দাও
অথবা ভারতের দলিত রাজনীতি উদ্ভবের কারণ l বিকাশ সম্পর্কে আলােচনা করাে।
পঞ্চম অধ্যায়: ঔপনিবেশিক ভারতের শাসন
1.লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব লেখ l
2.বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও প্রভাব লেখ l
3.1935 সালের ভারত শাসন আইন সম্পর্বে যা জানাে লেখ।
4.জালিওনাবাগ এর হত্যাকান্ড প্রেক্ষাপট গুরুত্ব ও ভারতীয়দের প্রতিক্রিয়া সম্পর্কে আলােচনা করাে।
ষষ্ঠ অধ্যায় :দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ
1. ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ এর ভূমিকা লেখ l
2. ভারতছাড়াে আন্দোলনের প্রেক্ষাপট আলােচনা করাে এবং এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ l
3. মন্ত্রী মিশনের পরিকল্পনা কি ছিল এর উদ্দেশ্য ও প্রভাব লেখ।
সপ্তম অধ্যায়ঃ ঠান্ডা লড়াইয়ের যুগ
1.ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াই এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করাে।
2. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে লেখ l
3.সুয়েজ সংকটের সংক্ষিপ্ত বর্ণনা দাও l
4. জোট নিরপেক্ষ আন্দোলন কি জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখ l
5.কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
অষ্টম অধ্যায়ঃ বি উপনিবেশীকরন
1.বি উপনিবেশীকরন বলতে কী বােঝাে। এর কারণ ও ফলাফল উল্লেখ করাে। বা এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করাে
2. সার্ক কিভাবে গঠিত হয় এর উদ্দেশ্য ও গুরুত্ব আলােচনা করাে।
3.ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণের কারণ কি। এই কর্মসূচির পরিচয় দাও।
4.আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা লেখ।
5.স্বাধীন ভারতের পরিকল্পিত অর্থনীতির সূচনা হয় কিভাবে প্রথম তিনটি পরিকল্পনা সম্পর্কে আলােচনা করাে।ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণ কি ছিল।
6.স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলােচনা করাে l
Read Also
HS History Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
সুন্দর
Thanks
Thanks
Download PDF options nahi AA raha hai