HS Political Science Suggestion 2022 PDF Download for Higher Secondary According To Reduced Syllabus. In this article, we will provide the 2022 HS Exam Political Science Suggestion with 90% common. Also, we will show the question pattern for Higher Secondary Political Science Exam. All questions provided here are marks of 5
2022 HS Exam Political Science Syllabus
Click Here To Download 2022 HS Examination Reduced Syllabus
2022 HS Exam Political Science Question Pattern
2022 HS Exam Routine
Click Here To Download 2022 HS Examination Routine
HS Political Science Suggestion 2022
এখানে আমরা সংশোধিত সিলেবাস অনুযায়ী 2022 HS Exam Political Science Suggestion নিয়ে এসেছি। প্রতিটি প্রশ্নের মান ৫। আশা করি এই সাজেশন থেকেই ৯০% কমন পেয়ে যাবে। চাইলে এই সাজেশন এর PDF ও ডাউনলোড করে নিতে পারো। নীচে PDF Download লিঙ্ক দেওয়া রয়েছে।
প্রথম অধ্যায়
আন্তর্জাতিক সম্পর্ক
1. ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলােচনা করাে।
2. জাতীয় স্বার্থ কাকে বলে? বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা উল্লেখ করাে। ***
3. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশধারা সংক্ষেপে আলােচনা করাে।***
অথবা, শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের উপর একটি সংক্ষিপ্ত আলােচনা করাে।
পঞ্চম অধ্যায়
কয়েকটি প্রধান রাজনৈতিক উদ্দেশ্য
1. শ্রেণিসংগ্রাম ও বিপ্লব সম্পর্কিত মার্কসীয় তত্ত্বটি ব্যাখ্যা করাে।***
2. কার্ল মাকর্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলােচনা করাে।**
3. উদারনীতিবাদ বলতে কী বােঝাে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করাে। ***
অথবা, উদারনীতিবাদের মূলসূত্রগুলি ব্যাখ্যা করাে।
অথবা, উদারনীতিবাদ বলতে কী বােঝাে? এর মূলনীতিগুলি কী?
4. গান্ধিজির রাজনৈতিক দর্শনের মুলসুত্রগুলি আলোচনা করো।
সপ্তম অধ্যায়
ভারতের শাসন বিভাগ
1. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী, পদমযাদা আলােচনা করাে।
2. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদা আলােচনা করাে।***
3. রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা আলােচনা করাে। *
অথবা, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ব্যাখ্যা করাে।
অথবা, ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
অথবা, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলােচনা করাে।
অষ্টম অধ্যায়
ভারতের আইন বিভাগ
1. রাজ্যসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলােচনা করাে । ***
2. ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করাে। ***
3. লােকসভার স্পিকারের ভূমিকা আলােচনা করাে।***
অথবা, লােকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলােচনা করাে।
অথবা, লােকসভার স্পিকারের ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদা সংক্ষেপে লেখাে।
4. অর্থবিল কাকে বলে? লােকসভায় কীভাবে অর্থবিল পাশ হয়?**
নবম অধ্যায়
ভারতের বিচার বিভাগ
1. ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ও কার্যাবলি ব্যাখ্যা করাে। ***
2. ক্রেতা সুরক্ষা আদালত ও লােক আদালতের সম্পর্কে একটি টীকা লেখাে।**
3. হাইকোর্টের গঠন ও কার্যাবলি ব্যাখ্যা করাে।* * *
4. ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলােচনা করাে।
5. রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলি আলােচনা করাে।*
অথবা, পশ্চিমবঙ্গের বিধানসভার ক্ষমতা ও কার্যাবলি লেখাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।