HS Sociology Suggestion 2024 | উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪

প্রিয় ছাত্রছাত্রীরা, 2024 এ তোমরা যারা উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা HS Sociology Suggestion 2024 নিয়ে এসেছি।

HS Sociology Suggestion 2024 | উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪

এই সাজেশন টি এমন ভাবে প্রস্তুত করা হয়েছে যাতে তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষা দুটোতেই এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাও। এখানে 8 মার্কের বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি যে আমাদের HS Sociology Suggestion 2024 তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্য করবে। ধন্যবাদ

HS Sociology Suggestion 2024

উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪


HS Sociology Suggestion 2024

প্রথম অধ্যায় – ভারতবর্ষে সমাজতত্ত্ব

1. ভারতবর্ষে তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। **

2. ভারতে সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। জি. এস. ঘুরে সম্পর্কে যা জান লেখো। ***

3. সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? এই প্রসঙ্গে রনজিত গুহর ভূমিকা লেখো।

4. ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়? এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজ বিজ্ঞানীদের ভূমিকা লেখো।

5. ভারতবর্ষে সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো। ভারতবর্ষে দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো। ***

6. দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়? এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিক গনের ভূমিকা আলোচনা করো। **

7. কাঠামো বিক্রয়বাদী তত্ত্বের মৌলিক ভিত্তি গুলি লেখো। ভারতীয় সমাজ অধ্যায়নে এম. এন. শ্রীনিবাস এর ভূমিকা আলোচনা করো।

দ্বিতীয় অধ্যায় – ভারতীয় সমাজ কাঠামো ও প্রক্রিয়া

1. পরিবারের সংজ্ঞা দাও। ভারতবর্ষের যৌথ পরিবার ব্যবস্থা ভাঙ্গনের কারণগুলো লেখো। ***

2. ভারতে যৌথ পরিবারে কাঠামোগত এবং কার্যাকরী পরিবর্তন গুলো লেখো। 

3. যজমানি ব্যবস্থা কাকে বলে? যজমানি ব্যবস্থার ইতিবাচিক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। **

4. স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য লেখো। যজুমানি ব্যবস্থা ভেঙে পড়ার কারণ কি? যজুমানি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।

5. পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে আলোচনা করো।

তৃতীয় অধ্যায় – সমাজ কাঠামোর পরিবর্তন সমূহ

1. জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো।

2. বর্তমান ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো।

3. জাতি ব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য লেখো। ***

4. ভারতে বর্ণ পদ্ধতির সম্পর্কে ড: আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। **

5. মৌলানা আবুল কালাম আজাদের ধর্ম সম্বন্ধে ভাবনা লেখো। আধুনিক ভারতীয় সমাজে এই ভাবনা কতখানি প্রযোজ্য।

6. ঋষি অরবিন্দ কে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো।

7. শিক্ষা বলতে কী বোঝো? গোখলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। ***

8. শিক্ষা বলতে কী বোঝো? মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো।’

9. শিক্ষা বলতে কী বোঝো? সমাজে শিক্ষার কার্যাবলী আলোচনা করো।

10. শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বর্তমান ভারতীয় সমাজে এর প্রাসঙ্গিক আলোচনা করো।

চতুর্থ অধ্যায় – সমকালীন সামাজিক বিষয়াদি/সমস্যা

1. ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণ গুলি লেখো। নিরক্ষরতা দূরীকরণ কিভাবে করা যায় লেখো। ***

2. জনবিস্ফোরণ বলতে কী বোঝো? ভারতের জনবিস্ফোরণের ফলাফল আলোচনা করো। **

3. বেকারত্ব বলতে কী বোঝো? ভারতবর্ষে বেকারত্ব সমস্যার কারণ আলোচনা করো। ***

4. ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল আলোচনা করো। **

5. দুর্নীতি বলতে কী বোঝো? দুর্নীতির বৈশিষ্ট্য আলোচনা করো।’

6. বিপন্ন পরিবেশ বলতে কী বোঝো? ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ আলোচনা করো। **

7. গণমাধ্যম বলতে কী বোঝো? সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো।

PDF Link

128 KB

Read Also

HS History Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

HS Education Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৪

HS Sociology Suggestion 2024 | উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪

HS Political Science Suggestion 2024 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment