প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Geography থেকে পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ Question Answers নিয়ে এসেছি। তোমাদের Class 11 এ 1st Semester Exam এর জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ।
Class 11 Geography – 1st Semester
পৃথিবীর অভ্যন্তরভাগ (Unit 2.2) – প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
MCQ Question Answers
পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ Question Answers
1. অগ্ন্যুৎপাতের মাধ্যমে নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থ আসলে—
Ans: ম্যাগমা
2. গুটেনবার্গ বিযুক্তি স্তরটি ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় অবস্থিত—
Ans: 2891 কিমি
3. মহাদেশীয় ভূত্বক যে উপাদানের প্রাধান্যযুক্ত—
Ans: Si + AL
4. পৃথিবীর কঠিন বহিরাবরণকে বলে—
Ans: ভূপৃষ্ঠ
5. পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রবাহিত হওয়া একমাত্র ভূমিকম্প তরঙ্গটি হল—
Ans: ‘P’ তরঙ্গ
6. পৃথিবীর মোট ব্যাসার্ধের অর্ধেকেরও বেশি বেধ যুক্ত ভূস্তরটি হল—
Ans: কেন্দ্রমণ্ডল
7. গভীরতা বৃদ্ধির সাথে গুরুমণ্ডল স্তরের ঘনত্ব—
Ans: বৃদ্ধি পায়
8. কনরাড বিযুক্তির সংলগ্ন স্তর দুটি হল—
Ans: সিয়াল ও সিমা
9. ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ প্রায়—
Ans: 6371 কিমি
10. মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল—
Ans: ব্যাসল্ট
11. ভূত্বক ও গুরুমণ্ডল মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত স্তরটিকে বলা হয়—
Ans: অ্যাসথেনোস্ফিয়ার
12. গুরুমণ্ডলের উপরিভাগকে বলা হয়—
Ans: ক্লোফেসিমা
13. সিয়াল স্তরটি মূলত যে ধরনের শিলা দিয়ে তৈরি —
Ans: গ্র্যানাইট
14. লেম্যান বিযুক্তি স্তরটি ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় অবস্থিত—
Ans: 5149 কিমি
15. ভূত্বক গঠনকারী প্রধান উপাদান হল—
Ans: অক্সিজেন
16. মহাদেশীয় ভূত্বকে যে দুটি উপাদানের প্রাধান্য থাকে, তা হল—
Ans: সিলিকন, অ্যালুমিনিয়াম
17. ভূত্বক ও গুরুমণ্ডল-এর মধ্যবর্তী বিযুক্তিরেখাটি হল—
Ans: মোহো বিযুক্তিরেখা
18. ভূত্বকের 100 কিমির মধ্যে তাপমাত্রা বৃদ্ধির হার-
Ans: 15° সে-30° সে/কিমি
19. উপকেন্দ্র থেকে যে কৌণিক দূরত্বে ভূকম্প ছায়াবলয়’ অবস্থান করে তা হল –
Ans: 104°-140°
20. মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা—
Ans: 5-7 কিমি
21. সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হল—
Ans: ‘L’ তরঙ্গ
22. ভূমিকম্পের ‘S’ তরঙ্গ সর্বাধিক গতিপ্রাপ্ত হয় —
Ans: নিম্ন গুরুমণ্ডলে
23. কত সালে কনরাড বিযুক্তিরেখা আবিষ্কৃত হয় ?
Ans: 1925 সালে
24. ভূমিকম্পের ‘P’ তরঙ্গ, ‘S’ তরঙ্গ ও ‘L’ তরঙ্গ পৃথিবীর যে অংশের ভেতর দিয়ে চলাচল করতে পারে তাকে কী বলে ?
Ans: ভুত্বক
25. ‘S’ তরঙ্গ পৃথিবীর কোন্ অংশ দিয়ে চলাচল করতে পারে না?
Ans: কেন্দ্রমণ্ডল
26. মহাসাগরের তলদেশের নিম্নাংশ মূলত যে জাতীয় শিলা দ্বারা গঠিত—
Ans: ব্যাসল্ট
27. গুরুমণ্ডলের ঊর্ধ্বসীমায় অবস্থিত বিযুক্তিতলটির নাম হল—
Ans: মোহো বিযুক্তি
28. পৃথিবীর গড় ঘনত্ব হল—
Ans: 5.5 গ্রাম / সেমি3
29. ভূত্বক যার ওপর ভাসমান অবস্থায় রয়েছে সেটি হল—
Ans: অ্যাসথেনোস্ফিয়ার
30. কেন্দ্রমণ্ডলের পদার্থসমূহ প্রচণ্ড তাপ ও চাপে রয়েছে—
Ans: স্থিতিস্থাপক বা সান্দ্র অবস্থায়
31. কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব—
Ans: 10-13 গ্রাম / ঘনসেমি
32. ক্লোফেসিমা স্তর হল—
Ans: ঊর্ধ্বগুরুমণ্ডল
33. ভূ-অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির গড় হার—
Ans: প্রতি 32 মিটার গভীরতায় 1° সে
34. পৃথিবীর মোট আয়তনের প্রায় 15 শতাংশ অধিকার করে আছে—
Ans: কেন্দ্রমণ্ডল
35. ‘S’ তরঙ্গ কোন্ স্তরে প্রবেশ করতে পারে না?
Ans: কেন্দ্ৰমণ্ডল
36. অশ্বমণ্ডল হল—
Ans: গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ
37. কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠন অনুযায়ী কী নামে পরিচিত ?
Ans: নিফে
38. ভূত্বকের ‘সিয়াল’ ও ‘সিমা’ স্তরের মাঝে যে বিযুক্তিতল অবস্থিত তার নাম হল –
Ans: কনরাড বিযুক্তিতল
39. প্রধানত কোন্ শিলা দ্বারা অ্যাসথেনোস্ফিয়ার গঠিত ?
Ans: পেরিডোটাইট
40. গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অধিকার করে আছে?
Ans: 82
41. ‘কেন্দ্রমণ্ডল’-এর মূল উপাদান হল—
Ans: নিকেল ও লোহা
42. ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গের সর্বনিম্ন গতি দেখা যায়—
Ans: সিয়াল স্তরে
43. পৃথিবীর সবচেয়ে ভারী, উন্নতম এবং অর্ধতরল ম্যাগমা দ্বারা গঠিত ভূস্তর হল—
Ans: কেন্দ্রমণ্ডল
44. ভূত্বকের গড় গভীরতা—
Ans: 40 কিমি
45. মহাদেশীয় ভূত্বক কোন্ শিলা দ্বারা গঠিত?
Ans: গ্র্যানাইট
46. গুরুমণ্ডলের গভীরতা কত ?
Ans: 2,900 কিমি
47. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের বিস্তার হল—
Ans: 2,900 6,371 কিমি
48. সিয়াল শিলাস্তর হল—
Ans: লঘু শিলাস্তর
49. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গড় উয়তা প্রায়—
Ans: 6,000 °সে
50. মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত, তা হল—
Ans: ব্যাসল্ট
51. সমগ্র কেন্দ্রমণ্ডলের ব্যাস প্রায়—
Ans: 7,000 কিমি
52. কোন্ ভূমিকম্প তরঙ্গ তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না ?
Ans: ‘S’ তরঙ্গ
53. কত সালে মোহো বিযুক্তিরেখা আবিষ্কৃত হয় ?
Ans: 1909 সালে
54. গুরুমণ্ডলের গড় উষ্ণতা প্রায়—
Ans: 2000 ° সে. – 3000° সে.
55. বিমিশ্র ভূত্বক কোথায় অবস্থান করে?
Ans: মহাসাগরীয় শৈলশিরায়
56. লেম্যান বিযুক্তি সংলগ্ন দুটি স্তর হল—
Ans: বহিঃ ও অন্তঃ কেন্দ্ৰমণ্ডল
57. গুরুমণ্ডলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায়—
Ans: 2900 কিমি
58. ‘Nife’ হল আসলে—
Ans: কেন্দ্ৰমণ্ডল
59. অ্যাসথেনোস্ফিয়ার সান্দ্র কেন?
Ans: অধিক উত্তাপ ও পেরিডোটাইটে জলের উপস্থিতির জন্য
60. কেন্দ্রমণ্ডলের ঠিক ওপরে থাকে—
Ans: গুরুমণ্ডল
61. ভূ-অভ্যন্তরে ক্লোফেসিমা স্তরটির বিস্তার প্রায়—
Ans: 637 কিমি
62. ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার ?
Ans: 30 কিলোমিটার
63. পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত?
Ans: 3,500 কিলোবার
Read Also
পাঠ্য বিষয় হিসেবে ভূগোল (Unit 1) MCQ Question Answer | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
পৃথিবীর উৎপত্তি (Unit 2.1) MCQ Question Answers | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
পৃথিবীর অভ্যন্তরভাগ (Unit 2.2) MCQ Question Answers | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।