জাপানের উপকূলের কাছে মৎস্যক্ষেত্র দেখা যায় কেন? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
জাপানের উপকূলের কাছে মৎস্যক্ষেত্র দেখা যাওয়ার কারণ: জাপানের উপকূলের কাছে মৎস্যক্ষেত্র দেখা যাওয়ার কারণগুলি হল—
1) উষ্ণ ও শীতল স্রোতের মিলন: উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে জাপান অবস্থিত এবং এই দেশটির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে উষ্ণ কুরোশিয়াে বা জাপান স্রোত এবং শীতল ওয়াশিয়াে বা কিউরাইল স্রোত। সুমেরু মহাসাগর থেকে আগত শীতল কিউরাইল স্রোতের সঙ্গে বড়াে বড়াে হিমশৈলও থাকে, যেগুলি জাপানের উপকূলের কাছাকাছি উষ্ণ কুরোশিয়াে স্রোতের সংস্পর্শে এসে গলে যায়। যার ফলে এখানে মগ্নচড়ার সৃষ্টি হয়, যা মৎস্যক্ষেত্র গড়ে ওঠার জন্য আদর্শ। বিস্তৃত অগভীর মহীসােপান: হিমশৈলবাহিত বিভিন্ন পদার্থ, যেমন—শৈবাল, কাদা, বালি, পাথর ইত্যাদি এখানকার মহীসােপানে সঞ্চিত হতে থাকে। এইভাবে দীর্ঘকাল ধরে জমা হয়ে জাপানের উপকূলের অদূরে অনেক অগভীর মগ্নচড়া সৃষ্টি হয়েছে, যা মৎস্যক্ষেত্র গড়ে ওঠার জন্য আদর্শ।
2) প্ল্যাংকটনের প্রাচুর্য: অগভীর মগ্নচড়ার জন্য এখানে মাছের খাদ্য প্ল্যাংকটন প্রচুর পরিমাণে জন্মায়। এজন্য জাপানের উপকূলের কাছে বিভিন্ন ধরনের মাছের ব্যাপক সমাবেশ ঘটে এবং সমগ্র এলাকাটি মৎস্যক্ষেত্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।