জায়র বা চক্ৰগতি বা কুণ্ডলী কী?

জায়র বা চক্ৰগতি বা কুণ্ডলী কী? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

ধারণা: লাতিন শব্দ ‘gyre’-এর অর্থ গােল বা গােলাকার পথ। তাই জায়র বলতে জলরাশির চক্ৰগতিকেই বােঝায়। প্রতিটি মহাসাগরেই সমুদ্রস্রোতগুলির গতিপথ অনুসরণ করলে একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। বৈশিষ্ট্যটি হল জায়র (gyre) বা চক্রগতি অর্থাৎ সমুদ্রের জলরাশির চক্রাকার গতি।

উৎপত্তি: পৃথিবীব্যাপী নিয়ত বায়ুপ্রবাহের চলাচল ও পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উৎপন্ন কোরিওলিস শক্তির ফলে ক্রান্তীয় উচ্চচাপ বলয় ও মরুদেশীয় নিম্নচাপ বলয়ের চারপাশে সমুদ্রের বিপুল পরিমাণ জলরাশি ঘুরতে থাকে। আর এভাবেই সমুদ্রে জায়র বা চক্ৰগতি বা কুণ্ডলীর সৃষ্টি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “জায়র বা চক্ৰগতি বা কুণ্ডলী কী?”

Leave a Comment