জেট বায়ু বা জেট স্ট্রিমের গুরুত্ব লেখাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর: জেট বায়ু বা জেট স্ট্রিমের গুরুত্ব : জেট স্ট্রিম ঊধ্ব ট্রপােস্ফিয়ার দিয়ে প্রবাহিত হলেও বায়ুমণ্ডলের নিম্নস্তরে এর প্রভাব যথেষ্ট। জেট স্ট্রিমের গুরুত্বগুলি হল—
1) ঘূর্ণাবাতের সৃষ্টি: জেট বায়ুর প্রভাবে নাতিশীতােয় অঞ্চলে ঘূর্ণবাতের সৃষ্টি হয়।
2) মৌসুমি বায়ুর আগমন: ভারত-সহ দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাবর্তন জেট বায়ুর ওপর নির্ভরশীল।
3) বিমান চলাচল: জেট বায়ুপ্রবাহের ওপর নির্ভর করে বিমানগুলি সময় ও জ্বালানি বাঁচায়।
4) বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের নিয়ন্ত্রণ: পৃথিবীর বিভিন্ন অংশে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের পরিমাণ জেট বায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়।
5) তাপের সমতাবিধান: জেটবায়ু পরােক্ষভাবে বিশ্বব্যাপী তাপের সমতা বিধান করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।