জেট বায়ু কত রকমের হয়?

জেট বায়ু কত রকমের হয়? Class 10 | Geography | 3 Marks

উত্তর: জেট বায়ুর প্রকারভেদ : জেট বায়ু তিন রকমের হয়, এগুলি হল— 

1) মেরুদেশীয় জেট বায়ু : উপক্ৰান্তীয় উচ্চচাপ থেকে আসা পশ্চিমা বায়ু ও মেরু অঞ্চল থেকে আসা উত্তর-পূর্ব মেরু বায়ুপ্রবাহের মিলন অঞলের ওপর উধ্ব ট্রপােস্ফিয়ারে 30°-60° উত্তর অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে যে জেট বায়ু প্রবাহিত হয়, তাকে মেরুদেশীয় জেট বায়ু বলে।

2) উপক্ৰান্তীয় জেট বায়ু : উপক্ৰান্তীয় অঞলে 25° থেকে 30° অক্ষরেখা বরাবর ঊর্ধ্ব ট্রপােস্ফিয়ারে যে জেট বায়ু প্রবাহিত হয়। সেটি হল উপক্ৰান্তীয় জেট বায়ু। মেরুদেশীয় জেট বায়ুর তুলনায় এই জেট বায়ু দুর্বল। 

3) ক্রান্তীয় জেট বায়ু: উত্তর গােলার্ধে গ্রীষ্মকালে আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ঊর্ধ্ব বায়ুমণ্ডলে পূর্ব থেকে পশ্চিমে ক্রান্তীয় জেট বায়ু বা পুবালি জেট বায়ু প্রবাহিত হয়। এটি দুর্বল এবং প্রধানত গ্রীষ্মকালে প্রবাহিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment