জেট বায়ু কী? এর বৈশিষ্ট্য লেখাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর: জেট বায়ু : ঊর্ধ্ব ট্রপােস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল, দ্রুতগতিসম্পন্ন, সংকীর্ণ, সর্পিলাকার বায়ুপ্রবাহকে জেট বায়ু বলে।
জেট বায়ুর বৈশিষ্ট্য : জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি হল—
1) জিওস্ট্রফিক বায়ু: ঊধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ুপ্রবাহ সমচাপরেখার সমান্তরালে প্রবাহিত হয়। তাই এটি জিওট্রফিক বায়ু নামে পরিচিত।
2) বায়ুর গতিবেগ: এটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী বায়ু। এই বায়ু ঘণ্টায় 100-500 কিমি বেগে প্রবাহিত হয়।
3) জেট স্ট্রিম: সংকীর্ণ ঝরনা বা নদীর মতাে প্রবাহিত হয় বলে একে জেট স্ট্রিম বা জেট প্রবাহ বলে।
4) জেট বায়ুপ্রবাহের দিক ও স্থান: এই বায়ু দুটি গােলার্ধেই 30°- 60° অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। তবে সূর্যের উত্তরায়ণ বা দক্ষিণায়নের সাথে জেট বায়ুপ্রবাহের কিছুটা স্থানপরিবর্তন হয়।
6) বায়ুর প্রকারভেদ : জেট বায়ু তিনপ্রকারের হয়— মেরুদেশীয় জেট বায়ু, উপক্ৰান্তীয় জেট বায়ু ও ক্রান্তীয় জেট বায়ু।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thank you ❤️so much⚡
Thanks a lot….