জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে এবং কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর: জেট বিমানগুলির চলাচল ও তার কারণ : জেট বিমানগুলি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে। এর কারণগুলি হল—
১। শান্ত অবস্থা: বায়ুমণ্ডলের এই স্তরে অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম ধূলিকণা ছাড়া জলীয় বাষ্প নেই বললেই চলে। তাই এই স্তরে কোনাে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের মতাে ঘটনাগুলি ঘটে না।
২। বায়ুপ্রবাহের অনুপস্থিতি: এই স্তরে বায়ুপ্রবাহ না থাকায় ঘর্ষণজনিত (friction) বাধা খুবই কম। এর ফলে মূল্যবান জ্বালানি তেলের সাশ্রয় হয়।
৩। জেট বায়ুপ্রবাহ: ঊর্ধ্ব ট্রপােস্ফিয়ার দিয়ে চলাচলকারী জেট বায়ু প্রবাহের জন্যও বিমানগুলির চলাচল করতে সুবিধা হয়। এসব কারণের জন্যই জেট বিমান স্ট্রাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
It is very good please send more