জীবের স্বাস্থ্যের ওপর বর্জ্য কী প্রভাব ফেলে

জীবের স্বাস্থ্যের ওপর বর্জ্য কী প্রভাব ফেলে? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

জীবের স্বাস্থ্যের ওপর বর্জ্য পদার্থের প্রভাব: হাসপাতাল, নার্সিংহােম-সহ বিভিন্ন প্রকার চিকিৎসা প্রতিষ্ঠান, পৌরসভা প্রভৃতি থেকে নির্গত বর্জ্য নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে। এর মাধ্যমে 1) কৃমি, 2) ফুসফুসের রােগ, 3) টিটেনাস, 4) হেপাটাইটিস-বি, 5) পেপটিক আলসার, 6) নানা ধরনের চামড়ার রােগ, 7) নানা ধরনের পেটের রােগ, 8) জন্ডিস, 9) চোখের অসুখ, 10) টাইফয়েড ও আরও অন্যান্য সংক্রামক রােগ ছড়াতে পারে। উপযুক্ত সময়ে বর্জ্য সরিয়ে না নিলে ইদুর, ছুঁচো ও অন্যান্য জীবাণু বাহকদের সংখ্যা বেড়ে যায় ও রােগ সংক্রমণের আশঙ্কা তৈরি  হয়। এ ছাড়া এইসব বর্জ্য স্থূপাকারে রাস্তার ধারে জমে থাকলে তা দৃশ্যদূষণও ঘটায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment