দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography জিওস্টেশনারি বা ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য কী?

জিওস্টেশনারি বা ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য কী?

জিওস্টেশনারি বা ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য কী? Class 10 | Geography | 3 Marks

উত্তর: জিওস্টেশনারি বা ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য:

ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্যগুলি হল—
১) অবস্থান: এগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিমি উচ্চতায় নিরক্ষরেখার ঠিক সােজাসুজি ওপরে প্রতিস্থাপন করা হয় এবং সেখানেই অবস্থান করে।
২) আবর্তনের দিক ; পৃথিবী যেদিকে ঘােরে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে; এরাও 24 ঘণ্টায় একইভাবে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে।
৩) সম্পূর্ণ চিত্র সংগ্রহ: অনেক ওপরে থাকে বলে এগুলির মাধ্যমে একটি গােলার্ধের (পৃথিবীর অর্ধাংশের) সম্পূর্ণ চিত্র সংগ্রহ করা যায়।
৪) প্রচুর সংখ্যক ছবি সরবরাহ: একই জায়গায় অবস্থান করে প্রতি। ঘণ্টায় এই উপগ্রহগুলি প্রচুর ছবি তুলে পাঠায়। এর ফলে আবহবিদদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সহজ হয়। ভারতে INSAT Series-এর উপগ্রহগুলি এই ধরনের।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!