জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করাে। অথবা, জোয়ারভাটা কীভাবে সংঘটিত হয়, তা চিত্র-সহ আলােচনা করাে।

জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করাে। অথবা, জোয়ারভাটা কীভাবে সংঘটিত হয়, তা চিত্র-সহ আলােচনা করাে। Class 10 | Geography (বারিমণ্ডল) | 5 Marks

উত্তর:-

জোয়ারভাটা সৃষ্টির কারণ 

সাগর-মহাসাগরের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় স্ফীত বা ফুলে ওঠে এবং অন্য জায়গায় অবনমিত হয় বা নেমে যায়। জলরাশির এই ফুলে ওঠা বা স্ফীতিকে জোয়ার এবং অবনমন বা নেমে যাওয়াকে ভাটা বলা হয়। বিজ্ঞানীদের মতে, প্রধানত দুটি কারণে জোয়ারভাটার সৃষ্টি হয়, যথা— 

1) পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল: নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে, এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে। সুতরাং গ্রহ, উপগ্রহ, সূর্য প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্কই পরস্পরকে আকর্ষণ করে। এই হিসেবে চাদ, সূর্য ও পৃথিবী একে অপরকে আকর্ষণ করে। তবে সূর্যের তুলনায় পৃথিবীর ওপর চাদের আকর্ষণ বল বেশি হয়। যদিও চাদের তুলনায় সূর্যের ভর প্রায় 260 লক্ষ গুণ বেশি কিন্তু পৃথিবী থেকে চাঁদ যত দূরে আছে, সূর্য রয়েছে তার থেকে প্রায় 389 গুণ বেশি দূরে (চাঁদ ও পৃথিবীর দূরত্ব প্রায় 3 লক্ষ 84 হাজার কিমি কিন্তু সূর্য ও পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিমি)। এজন্য জোয়ারভাটা সৃষ্টির ক্ষেত্রে চাদের আকর্ষণ সূর্যের আকর্ষণের প্রায় 2.2গুণ বেশি। তাই প্রধানত চাদের আকর্ষণে পথিবীর জলরাশি ফুলে ওঠে অর্থাৎ জোয়ার হয়। সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও তা অতটা বেশি বা প্রবল আকার ধারণ করে না। তবে পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে জোয়ারের তীব্রতা বেশি হয়।

চিত্র :

জোয়ারভাটা সৃষ্টির কারণ
জোয়ারভাটা সৃষ্টির কারণ

2) পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিগ বল: পৃথিবীর আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠে একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিগ বলের সৃষ্টি হয়। এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। এই বল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। এজন্য চাদের আকর্ষণে যেখানে জোয়ার হয় তার ঠিক বিপরীত দিকে বা প্রতিপাদ স্থানে চাদের মহাকর্ষ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাব বেশি কার্যকরী হওয়ায় জোয়ারের সৃষ্টি হয়।

উপযুক্ত দুটি কারণে পৃথিবীর যে দুটি স্থানে জলস্ফীতি ঘটে বা জোয়ারের সৃষ্টি হয় ঠিক তার সমকোণে অবস্থিত দুটি স্থান থেকে জল জোয়ারের দিকে সরে যায়। ফলে ওই স্থান দুটির জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

8 thoughts on “জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করাে। অথবা, জোয়ারভাটা কীভাবে সংঘটিত হয়, তা চিত্র-সহ আলােচনা করাে।”

Leave a Comment