প্রশ্ন : জীবনের ঝরাপাতা’ গ্রন্থটিতে কার জীবনী ফুটে উঠেছে? তার সম্পর্কে কী জানাে? 2 Marks
উত্তর : জীবনের ঝরাপাতা’ গ্রন্থটিতে সরলাদেবী চৌধুরানির জীবনী ফুটে উঠেছে।
সরলাদেবী চৌধুরানি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগনি ও একজন জাতীয়তাবাদী নেত্রী। তিনি দেশপ্রেম ও স্বাদেশিকতার জাগরণের জন্য বীরাষ্টমী ব্রত’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘প্রতাপাদিত্য উৎসব’ ও ‘উদয়াদিত্য উৎসব’ সংগঠিত করেছিলেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।