জৈবিক প্রেষণার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করে l প্রধান তিনটি জৈবিক প্রেষণা ও তাদের শারীর- বৃত্তীয় কারণ সম্বন্ধে আলােচনা করাে। 2 + 6 Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks
উত্তর:-
জৈবিক প্রেষণার বৈশিষ্ট্য : জৈবিক প্রেষণাগুলি জীবনধারণের জন্য অত্যন্ত প্রয়ােজনীয়। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল—
[1] জৈবিক প্রেষণাগুলি মূলত প্রাণীর শারীরিক প্রয়ােজন থেকে উদ্ভূত হয়।
[2] এই-জাতীয় প্রেষণাগুলি একই গােষ্ঠীভুক্ত সকল প্রাণীর মধ্যে সমানভাবে থাকে।
[3] জৈবিক প্রেষণাগুলি প্রাণীর দেহের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। এর ফলে প্রাণী অস্থিরতা দূরীকরণে অগ্রসর হয়।
[4] জৈবিক প্রেষণা দৈহিক ও শারীরবৃত্তীয় বিভিন্ন ক্রিয়ার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয়।
[5] এই জাতীয় প্রেষণাগুলি জন্মগত, এগুলি অর্জিত নয়।
তিনটি জৈবিক প্রেষণা ও তাদের শারীরবৃত্তীয় কারণ : প্রধান তিনটি জৈবিক প্রেষণা হল ক্ষুধা, তৃষা ও যৌন আকাঙ্ক্ষা। নীচে এই তিনটি জৈবিক প্রেষণা ও তাদের শারীরবৃত্তীয় কারণগুলি আলােচনা করা হল —
[1] ক্ষুধা (Hunger): প্রত্যেক প্রাণীর মধ্যেই ক্ষুধার তাড়না অনুভূত হয়। খাদ্যগ্রহণের মধ্য দিয়ে মুধা দূরীভূত হয়। ক্ষুধা প্রেষণার জন্য মূলত পাকস্থলীকে দায়ী করা হয়। পাকস্থলীতে খাদ্যের অভাব দেখা দিলে, পাকস্থলীর পেশিগুলি বারে বারে সংকুচিত-প্রসারিত হয়। ফলে প্রাণীর মধ্যে ক্ষুধার জ্বালা অনুভূত হয়। বিজ্ঞানীদের মতে, হাইপােথ্যালামাসের কয়েকটি বিশেষ অংশ ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে।
ক্ষুধার শারীরবৃত্তীয় কারণ: i. পাকস্থলীতে উপযুক্ত পরিমাণ খাদ্যের অভাব l ii. দেহের মধ্যে পুষ্টির অভাব। iii. রক্তে শর্করার পরিমাণ হ্রাস।
[2] তৃষ্ণা (Thirst): তৃষ্ণা একটি অতি শক্তিশালী শারীরবৃত্তীয় প্রেষণা | জল পানের দ্বারা আমরা এই প্রেষণাটি নিবারণ করে থাকি। মলমূত্র, ঘাম ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে প্রচুর জল নির্গত হয়। দেহে জলের ঘাটতি দেখা দিলে জলপানের ইচ্ছা জাগে অর্থাৎ, তৃয়ার তাড়না দেখা দেয়।
তৃষ্ণার শারীরবৃত্তীয় কারণ: i. পাকস্থলীতে উপযুক্ত পরিমাণ জলের অভাব। ii. মূত্র, ঘাম ও নিশ্বাসের সঙ্গে দেহ থেকে জলের নির্গমন। iii. বিপাকক্রিয়া পরিচালনায় জলের ব্যবহার।
[3] যৌন আকাঙ্ক্ষা (Sexual Urge): জৈবিক প্রেষণার মধ্যে অন্যতম প্রেষণা হল যৌন আকাঙ্ক্ষা। এই প্রেষণাটি যৌন হরমােনের দ্বারা প্রভাবিত হয়। যৌন হরমােনগুলির প্রভাবে নারী ও পুরুষ পরস্পরের সান্নিধ্য কামনা করে। নারী ও পুরুষের মধ্যে যৌন প্রেষণার উদ্রেক ঘটে।
যৌন প্রেষণার শারীরবৃত্তীয় কারণ: i. বিভিন্ন প্রকার যৌন হরমােনের ক্রিয়া। ii. নতুন অপত্য সৃষ্টি অর্থাৎ বংশবৃদ্ধি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।