জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য: জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্যগুলি হল —
বিষয় | জৈব ভঙ্গুর বর্জ্য | জৈব অভঙ্গুর বর্জ্য |
ধারণা | যেসব বর্জ্য জীবাণু,ব্যাকটেরিয়া প্রভৃতি দ্বারা সহজে বিয়ােজিত হয় সেইসব বর্জ্যকে বলে জৈব ভঙ্গুর বর্জ। যেমন—শুকনাে ফুল, বাড়ির বাগানের লতাপাতা, শাকসবজির খােসা, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ প্রভৃতি। | যেসব বর্জ্য বিয়ােজক দ্বারা সহজে বিশ্লেষিত হয় না, হয়, সেইসব বর্জ্যকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য। যেমন– স্প্রে ক্যান, প্লাস্টিক, কাচ, ধাতব টুকরাে প্রভৃতি। |
স্থায়িত্ব | এগুলি খুব সহজে প্রকৃতিতে মিশে যায়। | এই ধরনের বর্জ্য প্রকৃতিতে সহজে মিশে যেতে পারে না। |
শ্রেণি-বিভাগ | জৈব ভঙ্গুর বর্জ্য সাধারণভাবে একপ্রকারই হয়। | এটি বিভিন্ন ধরনের হয়, যথা—বিষাক্ত বর্জ্য, পুনচক্রী বর্জ্য, কঠিন বর্জ্য প্রভৃতি। |
প্রভাব | এগুলি পরিবেশের পক্ষে প্রতি-কুল নয় বা পরিবেশমিত্র বর্জ্য। | এই বর্জ্যগুলি পরিবেশ প্রতিকূল বা পরিবেশের শত্রু। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Nice
ধন্যবাদ
ধন্যবাদ খুবই সহজ সরল ভাষায় লেখা পড়ে ভালোভাবে বুঝতে পেরেছি
Same
অনেক ভালো হয়েছে 😍
লেখাটা ভালো আছে
Khub valo lekha ache