দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে।

জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে। 

জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য: জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্যগুলি হল —

বিষয়জৈব ভঙ্গুর বর্জ্যজৈব অভঙ্গুর বর্জ্য
ধারণাযেসব বর্জ্য জীবাণু,ব্যাকটেরিয়া প্রভৃতি দ্বারা সহজে বিয়ােজিত হয় সেইসব বর্জ্যকে বলে জৈব ভঙ্গুর বর্জ। যেমন—শুকনাে ফুল, বাড়ির বাগানের লতাপাতা, শাকসবজির খােসা, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ প্রভৃতি।যেসব বর্জ্য বিয়ােজক দ্বারা সহজে বিশ্লেষিত হয় না, হয়, সেইসব বর্জ্যকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য। যেমন– স্প্রে ক্যান, প্লাস্টিক, কাচ, ধাতব টুকরাে প্রভৃতি। 
স্থায়িত্বএগুলি খুব সহজে প্রকৃতিতে মিশে যায়।এই ধরনের বর্জ্য প্রকৃতিতে সহজে মিশে যেতে পারে না।
শ্রেণি-বিভাগজৈব ভঙ্গুর বর্জ্য সাধারণভাবে একপ্রকারই হয়।এটি বিভিন্ন ধরনের হয়, যথা—বিষাক্ত বর্জ্য, পুনচক্রী বর্জ্য, কঠিন বর্জ্য প্রভৃতি।
প্রভাবএগুলি পরিবেশের পক্ষে প্রতি-কুল নয় বা পরিবেশমিত্র বর্জ্য।এই বর্জ্যগুলি পরিবেশ প্রতিকূল বা পরিবেশের শত্রু।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

7 thoughts on “জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখাে। ”

  1. ধন্যবাদ খুবই সহজ সরল ভাষায় লেখা পড়ে ভালোভাবে বুঝতে পেরেছি

    Reply

Leave a Comment