দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্যের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করাে।

জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্যের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করাে।

জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্যের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

জৈব বর্জ্য ও অজৈব বর্জ্যের মধ্যে পার্থক্য: জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্যের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল— 

বিষয়জৈব বর্জ্যঅজৈব বর্জ্য
উৎসবিভিন্ন প্রকার প্রাণী ও উদ্ভিদদেহ, ফল, ফুল প্রভৃতি থেকে জৈব বর্জ্য সৃষ্টি হয়।ধাতব টুকরাে, প্লাস্টিক,পলিথিন, ইমারতি দ্রব্য, কাচ, বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য, গ্যাসীয় পদার্থ প্রভৃতি থেকে অজৈব বর্জ্য সৃষ্টি হয়।
প্রকৃতিএগুলি ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি দ্বারা বিশ্লেষিত হয়, অর্থাৎ জৈব ভঙ্গুর বর্জ্য।এগুলি কোনােরূপ অণুজীব দ্বারা বিশ্লেষিত হয় না, অর্থাৎ এগুলি জৈব অভঙ্গুর।
স্থিতিশীলতাএগুলি পচে দ্রুত মাটিতে মিশে যায়।কঠিন বর্জ্যগুলি দীর্ঘকাল অক্ষত থাকে আর তরল ও গ্যাসীয় বর্জ্যগুলি মাটি, জল ও বায়ুতে মিশে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment