Class 10 Class 10 Geography জৈব অভঙ্গুর বর্জ্য কী? পরিবেশে এদের প্রভাব কেমন?

জৈব অভঙ্গুর বর্জ্য কী? পরিবেশে এদের প্রভাব কেমন?

জৈব অভঙ্গুর বর্জ্য কী? পরিবেশে এদের প্রভাব কেমন? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

জৈব অভঙ্গুর বর্জ্য: যেসব বর্জ্য জীব দ্বারা বা প্রাকৃতিক পদ্ধতিতে বিশ্লেষিত হয় না, ফলে দীর্ঘদিন প্রকৃতিতে অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, সেগুলি জৈব অভঙ্গুর বর্জ্য নামে পরিচিত। 

প্রকারভেদ: এগুলি দুই ধরনের হয়— 

1) বিষাক্ত বর্জ্য: অব্যবহার্য রং, রাসায়নিক পদার্থ, বালব, টিউব, সি এফ এল বালব, কীটনাশক প্রভৃতি এই ধরনের বর্জ্য। 

2) পুনর্নবীকরণযােগ্য বর্জ্য: প্লাস্টিক, শ্যাম্পুর পাতা, নানা ধরনের বােতল, বিদ্যুতের তার, লােহা, অ্যালুমিনিয়াম, তামা প্রভৃতি ধাতব সামগ্রী এ জাতীয় বর্জ্য। 

পরিবেশে জৈব ও অভঙ্গুর বর্জ্যের প্রভাব: জৈব অভঙ্গুর বর্জ্য অবিশ্লেষ্য বলে বহু দিন প্রকৃতিতে একই অবস্থায় থেকে যায়। তাই এগুলি পরিবেশে বিপদের কারণ। তবে বর্তমানে এই ধরনের বেশ কিছু বর্জ্য পদার্থকে আলাদা করে নিয়ে সেগুলি দিয়ে বিভিন্ন পুনর্নবীকরণ বা পুনরাবর্তনশীল পদ্ধতিতে ব্যবহারযােগ্য সামগ্রী তৈরি করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন বর্জ্যের পরিমাণ হ্রাস পাচ্ছে, অন্যদিকে তেমন সম্পদ পুনরুদ্ধার সম্ভব হচ্ছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment