জল সংরক্ষণ কী? জল সংরক্ষণের গুরুত্ব লেখাে। 

জল সংরক্ষণ কী? জল সংরক্ষণের গুরুত্ব লেখাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

জলসংরক্ষণ : পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ সীমিত। কিন্তু তা সত্ত্বেও আমাদের চারপাশে বিভিন্নভাবে বিপুল পরিমাণে জলের অপচয় হয় বা জল দূষিত হয়ে ব্যবহারের অনুপযােগী হয়ে পড়ে। এজন্য, যে বৈজ্ঞানিক উপায়ে একদিকে জলের অপচয় রােধ করা যায় এবং অন্যদিকে জলের প্রাকৃতিক ও রাসায়নিক ধর্ম বা উপযােগিতা বজায় রাখা যায়। এর ফলস্বরূপ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রয়ােজনমতাে জলের চাহিদা মেটানাে যায়, তাকেই বলে জল সংরক্ষণ। 

জল সংরক্ষণের গুরুত্ব : 

1. পানীয় জলের জোগান বজায় রাখা : বর্তমানে পানযােগ্য স্বাদুজলের বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে এই জলের জোগান বজায় রাখা খুব জরুরি। 

2. কৃষিকাজে জলের চাহিদা পুরণ : কৃষিকাজে জলের চাহিদা পূরণের জন্য জল সংরক্ষণ অত্যন্ত দরকারি। 

3. শিল্প ও বিভিন্ন অর্থনৈতিক কাজে জলের জোগান বজায় রাখা : শিল্প ও বিভিন্ন অর্থনৈতিক কাজে পর্যাপ্ত জলের জোগান বজায় রাখার জন্য জল সংরক্ষণ একান্ত প্রয়ােজন। 

এ ছাড়া, ভবিষ্যতে পর্যাপ্ত স্বাদু জলের জোগান নিশ্চিত করার জন্যও জল সংরক্ষণ করা দরকার।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

4 thoughts on “জল সংরক্ষণ কী? জল সংরক্ষণের গুরুত্ব লেখাে। ”

Leave a Comment