জলপ্রপাতের শ্রেণিবিভাগ করাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
জলপ্রপাতের শ্রেণিবিভাগ : ভূবিজ্ঞানীরা নদীখাতে জলের পরিমাণ ও ভূমির ঢাল অনুসারে জলপ্রপাতকে তিনটি শ্রেণিতে ভাগ করেন। এগুলি হল— 1. র্যাপিড, 2. কাসকেড, 3. ক্যাটারাক্ট।
1. র্যাপিড : জলপ্রপাতের ঢাল কম হলে তাকে র্যাপিড বলা হয়। এই ধরনের জলপ্রপাতের উচ্চতা মাত্র কয়েক মিটার হয়।
উদাহরণ : ছােটোনাগপুরের মালভূমি অঞলে এরকম জলপ্রপাত প্রায়ই দেখা যায়।
2. কাসকেড : যখন কোনাে জলপ্রপাতের জল অজস্র ধারায় বা সিঁড়ির মতাে ঢাল বেয়ে ধাপে ধাপে নীচের দিকে নামে, তখন তার নাম কাসকেড।
উদাহরণ : রাঁচির জোনা জলপ্রপাত।
3. ক্যাটারাক্ট : জলপ্রপাত যখন প্রবলবেগে, ভয়ংকরভাবে ফুলেফেঁপে উত্তাল জলরাশি নিয়ে অতল গহ্বরে ঝাপিয়ে পড়ে, তখন তার নাম ক্যাটারাক্ট।
উদাহরণ : আফ্রিকার নীল নদে খাম থেকে আসােয়ান পর্যন্ত অংশে মােট 6টি ক্যাটারাক্ট দেখা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।