জলসম্পদের উৎস হিসেবে হ্রদ ও জলাশয়ের ভূমিকা লেখাে। 

জলসম্পদের উৎস হিসেবে হ্রদ ও জলাশয়ের ভূমিকা লেখাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

জলসম্পদের উৎস হিসেবে হ্রদ ও জলাশয়ের ভূমিকা : ভারতে ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য এবং জলনিৰ্গম ব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী হ্রদ এবং জলাশয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে— 

1. পানীয় জলের উৎস : হ্রদের জল পানীয় জলের প্রধান উৎস। 

2. বন্যা নিয়ন্ত্রণ : হ্রদ এবং জলাশয় স্থানীয়ভাবে অতিরিক্ত জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করে। 

3. কৃষিতে সহায়তা : এইসব জলাধারের জল শুষ্ক অঞ্চলে কৃষিতে সহায়তা করে।

4. ভৌমজলের ভাণ্ডার : জলাশয়ে জল ধরে রাখলে ভৌমজলের ভাণ্ডার ভরে ওঠে। 

5. জলজ প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য : জলজ প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য সৃষ্টিতে হ্রদ ও জলাশয়ের ভূমিকা রয়েছে। 

6. মৎস্য আহরণ : হ্রদে প্রচুর পরিমাণে মাছ জন্মায়। হ্রদ ও জলাশয় থেকে মৎস্য আহরণ করে অনেকেই জীবিকা নির্বাহ করে।

7.  জলপথ হিসেবে ব্যবহার : হ্রদ ও বড়াে বড়াে জলাশয়গুলি স্থানীয়ভাবে জলপথ হিসেবে ব্যবহৃত হয়। 

8. পর্যটন কেন্দ্র : পর্যটন কেন্দ্ররূপেও হ্রদ ও জলাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment