দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography জনঘনত্বের তারতম্য অনুযায়ী ভারতের রাজ্যগুলির বণ্টন আলােচনা করাে

জনঘনত্বের তারতম্য অনুযায়ী ভারতের রাজ্যগুলির বণ্টন আলােচনা করাে

জনঘনত্বের তারতম্য অনুযায়ী ভারতের রাজ্যগুলির বণ্টন আলােচনা করাে
অথবা, জনঘনত্ব অনুযায়ী রাজ্যগুলির শ্রেণিবিভাগ করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

জনঘনত্বের তারতম্য অনুযায়ী ভারতের রাজ্যগুলির বণ্টন 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-সহ ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন কারণে জনঘনত্বের তারতম্য লক্ষ করা যায়। জনঘনত্বের ভিত্তিতে ভারতের রাজ্যগুলিকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা— 

1. অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল: জনঘনত্ব: প্রতি বর্গকিমিতে 800 জনের বেশি। অন্তর্গত রাজ্যসমূহ: বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ। অন্তর্গত কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ: দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি (পণ্ডিচেরি), লাক্ষাদ্বীপ এবং দমন ও দিউ। কারণ: শিল্প ও বাণিজ্যের প্রসার, প্রশাসনিক ক্রিয়াকলাপ প্রভৃতি। 

2. অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল: জনঘনত্ব: প্রতি বর্গকিমিতে 401-800 জন। অন্তর্গত রাজ্যসমূহ: পাঞ্জাব, তামিলনাড়ু, হরিয়ানা, ঝাড়খণ্ড। অন্তর্গত কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ: দাদরা ও নগর হাভেলি। কারণ: কৃষিপ্রধান এই রাজ্যগুলিতে শিল্প, বাণিজ্য ও যােগাযােগ ব্যবস্থার প্রভূত উন্নতি।

3. মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল: জনঘনত্ব: প্রতি বর্গকিমিতে 201-400 জন। অন্তর্গত রাজ্যসমূহ: ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাত, অর্ধপ্রদেশ (অবিভক্ত), কর্ণাটক, ত্রিপুরা, অসম, গােয়া, মধ্যপ্রদেশ ও রাজস্থান। কারণ:কৃষি ও শিল্পে উন্নতি, খনিজ সম্পদের উত্তোলন। 

4. স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল: জনঘনত্ব: প্রতি বর্গকিমিতে 101-200 জন। অন্তর্গত রাজ্যসমূহ: হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ছত্তিশগড় এবং জম্মু ও কাশ্মীর। কারণ: বন্ধুর ও পর্বতময় দুর্গম ভূপ্রকৃতি, অনুর্বর মৃত্তিকা, প্রতিকূল ও শীতল জলবায়ু, কৃষিজমির অভাব।

5. অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল: জনঘনত্ব: প্রতি বর্গকিমিতে 100 জনের কম। অন্তর্গত রাজ্যসমূহ: সিকিম, মিজোরাম ও অরুণাচল প্রদেশ। অন্তর্গত কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কারণ: জলবায়ু ও ভূপ্রকৃতির বিরূপতার জন্য জীবনধারণের সমস্যা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!