জনসংখ্যা বৃদ্ধির সাথে ধারণযােগ্য উন্নয়নের সম্পর্ক কতখানি?

জনসংখ্যা বৃদ্ধির সাথে ধারণযােগ্য উন্নয়নের সম্পর্ক কতখানি?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

জনসংখ্যা বৃদ্ধির সাথে ধারণাহযােগ্য উন্নয়নের সম্পর্ক: ধারণযােগ্য উন্নয়ন হল সেই ধরনের উন্নয়ন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অক্ষুন্ন রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়। আর এই ধারণযােগ্য উন্নয়ন তখনই সম্ভব যখন দেশের সম্পদের জোগানের সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু জনসংখ্যা অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি পেলে সম্পদের ওপর অত্যধিক চাপ সৃষ্টি হয়। তখন খনিজ, বনজ, জলজ, কৃষিজ, শিল্পজ প্রভৃতি সম্পদগুলির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পায় এবং পরিবেশদূষণ তথা পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা সম্ভব হয় না, অর্থাৎ ধারণযােগ্য উন্নয়ন ব্যাহত হয়। 

1901 সালে ভারতের জনসংখ্যা ছিল প্রায় 24 কোটি। এর 100 বছর পরে 2001 সালে ওই জনসংখ্যা বেড়ে হয় প্রায় 103 কোটি অর্থাৎ 100 বছরে – জনসংখ্যা বেড়েছে প্রায় 330%। 2011 সালের সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা আরও বেড়ে হয়েছে প্রায় 121.02 কোটি। সুতরাং, এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে খাদ্য এবং অন্যান্য সম্পদের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাবে এবং পরিবেশের ওপর অভাবনীয় চাপ পড়বে। সেই চাহিদা মেটাতে দেশের অধিকাংশ সম্পদই নিঃশেষিত হবে। ফলে তখন এক চরম বিপর্যয় নেমে আসবে। সেই অবস্থা যাতে না হয় তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের জোগান অক্ষুন্ন রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অর্থাৎ ধারণযােগ্য উন্নয়ন বজায় রাখতে ভারতের জনসংখ্যাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা অত্যন্ত প্রয়ােজনীয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment