দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography জোয়ারভাটা নদীর নাব্যতাকে কীভাবে প্রভাবিত করে

জোয়ারভাটা নদীর নাব্যতাকে কীভাবে প্রভাবিত করে

জোয়ারভাটা নদীর নাব্যতাকে কীভাবে প্রভাবিত করে? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

নদীর নাব্যতার ওপর জোয়ারভাটার প্রভাব: নদীর নাব্যতার ওপর জোয়ারভাটার প্রভাবগুলি হল— 

1) সঞ্চিত পলি অপসারণ: জোয়ারের সময় সমুদ্রের জল নদীর মধ্যে প্রবেশ করলে নদীখাতে সঞ্চিত পলি অপসারণ করে নদীর নাব্যতা বৃদ্ধি করে। 

2) জলের পরিমাণ বৃদ্ধি: জোয়ারের ফলে নদীতে জলের পরিমাণ বেড়ে যায়। এর ফলে বড়াে বড়াে জাহাজ মালপত্র নিয়ে নদীবন্দরে প্রবেশ করতে পারে। আবার ভাটার সময় জাহাজগুলি নদীবন্দর থেকে সমুদ্রে ফিরে যেতে পারে। 

3) আবর্জনামুক্ত নদীখাত: ভাটার টানে নদীর পলি ও আবর্জনা সমুদ্রে গিয়ে পড়লে নদীখাত গভীর হয়। অবশ্য কিছু ক্ষেত্রে জোয়ারের জলের মাধ্যমে আসা পলি জমে নদীগর্ভ অগভীরও হয়ে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!