কালবৈশাখী সম্পর্কে সংক্ষেপে লেখাে। অথবা, কালবৈশাখীকে নরওয়েস্টার’ বলা হয় কেন?। Class 10 | Geography | 5 Marks
উত্তর: কালবৈশাখীর অবস্থান ও সময়কাল : গ্রীষ্মকালের অপরাহে পূর্ব-ভারতে বিশেষত পশ্চিমবঙ্গ, ওডিশা, অসম, বিহার, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে আগত স্থানীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিপাত ও কোনাে কোনাে সময় শিলাবৃষ্টিও হয়। একে বলা হয় কালবৈশাখী। এটি একটি আকস্মিক বায়ু।
সৃষ্টির কারণ : গ্রীষ্মকালে সকাল থেকে প্রখর সূর্যতাপে ছােটোনাগপুর। মালভূমি অঞলের পাথুরে ভূমি দ্রুত উত্তপ্ত হয়ে যায়। এর ফলে অপরাত্মের দিকে ওই অঞ্চলের বায়ুমণ্ডলে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। তারই প্রভাবে এই স্থানীয় ঘূর্ণিঝড় বা বজ্রঝড়ের উৎপত্তি হয়। সাধারণত এই বজ্রঝড় উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসে বলে একে ইংরেজিতে Norwester (নরওয়েস্টার) বলা হয়।
আবহাওয়াতে প্রভাব: কালবৈশাখীর মাধ্যমে বৃষ্টিপাত কম হলেও গ্রীষ্মের উত্তাপ কিছুটা হ্রাস পায় এবং এই বায়ু গ্রীষ্মকালীন ধান, পাট, সবজি, ফল প্রভৃতি চাষের পক্ষে বিশেষ সহায়ক হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।