কারাকোরাম পর্বতশ্রেণির সংক্ষিপ্ত পরিচয় দাও। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
পরিচয় : কাশ্মীরের উত্তর-পশ্চিম দিকে লাডাক পর্বতশ্রেণির উত্তরে কারাকোরাম পর্বতশ্রেণি অবস্থিত। টেথিস সাগরে সঞ্চিত পলি থেকে হিমালয় ও লাক পর্বতশ্রেণি সৃষ্টির সময় এই কারাকোরাম পর্বতশ্রেণিরও উত্থান ঘটেছিল।
বৈশিষ্ট্য : 1. এই পর্বতশ্রেণিটি প্রায় 400 কিমি দীর্ঘ। 2. এখানে কতকগুলি সুউচ্চ শৃঙ্গ আছে, যেমন—গডউইন অস্টিন K2 (8611 মি, ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ), গ্যাসেরব্রুম-I বা হিডেন পিক, ব্রড পিক, গ্যাসেরব্রুম-II প্রভৃতি। 3. এখানে অনেকগুলি হিমবাহ আছে, যেমন— সিয়াচেন, হিসপার, বলটারাে, রিমাে প্রভৃতি। এগুলির মধ্যে সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ (76 কিমি)। 4. কারাকোরামের কোনাে কোনাে অংশে সারাবছর বরফ জমে থাকে বলে এই পর্বতকে ‘বসুধার ধবলশীর্ষ’ বলা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।