ক্যালকাটা স্কুল বুক সােসাইটির উদ্যোগে ছাপাখানা ও শিক্ষার বিস্তার বিশ্লেষণ করাে।

ক্যালকাটা স্কুল বুক সােসাইটির উদ্যোগে ছাপাখানা ও শিক্ষার বিস্তার বিশ্লেষণ করাে। 4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : বাংলায় ছাপাখানা ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ক্যালকাটা স্কুল বুক সােসাইটির উদ্যোগ ছিল খুব তাৎপর্যপূর্ণ। 

স্কুল বুক সােসাইটির উদ্যোগ : ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল বুক সােসাইটির (১৮১৭ খ্রি.) উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় স্কুল-পাঠ্যপুস্তক ছাপানাে এবং শিক্ষার্থীদের কাছে তা সরবরাহ করা। 

১) নিজস্ব ছাপাখানা : স্কুল বুক সােসাইটি শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে কলকাতার সার্কুলার রােডে নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করা ছাড়াও শ্রীরামপুর মিশন প্রেস-সহ অন্যান্য প্রেসেও বই ছাপানাের ব্যবস্থা করেছিল। 

২) বাংলা ভাষার প্রাধান্য : এই সােসাইটি অন্যান্য ভাষায় ছাপানাে বইয়ের পাশাপাশি বাংলা ভাষাতেও পাঠ্যপুস্তক প্রকাশ করে। এই সােসাইটি প্রথম চার বছরে (১৮১৭-২১ খ্রি:) বাংলা ভাষাতে ১৯টি বইয়ের ৭৯,৭৫০ টি কপি মুদ্রণ ও বিপণনের ব্যবস্থা করে।

৩) মুদ্রণের মাননান্নয়ন : এই সােসাইটি বাংলা ভাষার ক্ষেত্রে ইংরেজি প্রথানুযায়ী যতিচিহ্নের ব্যবহারের পাশাপাশি বাংলা গ্রন্থের মুদ্রণে ছবি, মানচিত্র, নকশার ব্যবহার শুরু করে বাংলা ভাষার উন্নতিসাধন এবং বাংলা মুদ্রণের মানােন্নয়নে সচেষ্ট হয়।

উপসংহার : এভাবে বাংলার ছাপাখানার ইতিহাসে স্কুল বুক সােসাইটির উদ্যোগে বাংলায় ইতিহাস, ভূগােল, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, অভিধান, ব্যাকরণ প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের প্রবর্তন ঘটে। এই ঘটনা শিক্ষক ও ছাত্রসমাজের কাছে পাশ্চাত্যের জ্ঞানজগৎ-এর দরজা খুলে দেয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment