পার্থক্য লেখাে: কেম ও বদ্বীপ Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
কেম ও বদ্বীপের পার্থক্য: কেম ও বদ্বীপের মধ্যে পার্থক্যগুলি হল —
বিষয় | কেম | বদ্বীপ |
গঠনকারী শক্তি | হিমবাহ ও জলধারার মিলিত সঞয়কার্যের ফলে গঠিত ত্রিকোণাকৃতি ভূমিরূপ। | নদীর সঞয়কার্যের ফলে গঠিত ত্রিকোণাকৃতি ভূমিরূপ। |
গঠনস্থল | পর্বতের পাদদেশে কেম গঠিত হয়। | নদীর মােহানায় বদ্বীপ গঠিত হয়। |
গঠনগত উপাদান | শিলাখণ্ড, নুড়ি, কাকর, বালি প্রভৃতি দ্বারা কেম গঠিত হয়, অর্থাৎ গঠনগত উপাদান মােটাহয়। | সূক্ষ্ম কাদা ও বালি দ্বারা বদ্বীপ গঠিত হয় l অর্থাৎ গঠনগত উপাদান সূক্ষ্ম । |
আয়তন | কেম আয়তনে ছােটো হয়। | বদ্বীপ সাধারণত বৃহদায়তন হয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।