কেম ও বদ্বীপ এর মধ্যে পার্থক্য লেখাে।

পার্থক্য লেখাে: কেম ও বদ্বীপ  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

কেম ও বদ্বীপের পার্থক্য: কেম ও বদ্বীপের মধ্যে পার্থক্যগুলি হল —

বিষয়কেম বদ্বীপ 
গঠনকারী শক্তিহিমবাহ ও জলধারার মিলিত সঞয়কার্যের ফলে গঠিত ত্রিকোণাকৃতি ভূমিরূপ। নদীর সঞয়কার্যের ফলে গঠিত ত্রিকোণাকৃতি ভূমিরূপ।
গঠনস্থলপর্বতের পাদদেশে কেম গঠিত হয়।নদীর মােহানায় বদ্বীপ গঠিত হয়। 
গঠনগত উপাদানশিলাখণ্ড, নুড়ি, কাকর, বালি প্রভৃতি দ্বারা কেম গঠিত হয়, অর্থাৎ গঠনগত উপাদান মােটাহয়।সূক্ষ্ম কাদা ও বালি দ্বারা বদ্বীপ গঠিত হয় l অর্থাৎ গঠনগত উপাদান সূক্ষ্ম ।
আয়তনকেম আয়তনে ছােটো হয়।বদ্বীপ সাধারণত বৃহদায়তন হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment