‘খাদার’ ও ‘ভাঙ্গার’ বলতে কী বােঝায়?

‘খাদার’ ও ‘ভাঙ্গার’ বলতে কী বােঝায়? Class 10 | Geography | 3 Marks

উত্তর: উত্তর ভারতের সমভূমি অঞলে, বিশেষত গঙ্গা সমভূমিতে দুধরনের পলিমাটি দেখা যায় — [1] খাদার ও [2] ভাঙ্গার।

খাদার : সংজ্ঞা: নদীর উভয় তীরের নতুন প্লাবনভূমিতে অর্থাৎ নদীর । কাছাকাছি অঞলে যে নতুন পলি দেখা যায়, তাকে খাদার বলে।

বৈশিষ্ট্য: [i] বন্যার ফলে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। [ii] এতে পলির ভাগ বেশি থাকে। [iii] এর রং ধূসর হয়।[iv] এই মৃত্তিকার গ্রথন সূক্ষ্ম হয় । [v] খাদার মৃত্তিকা আর্দ্রতা ধারণে এবং এই মাটি ভেজা অবস্থায় চটচটে হয়।

ভাঙ্গার : নদী থেকে কিছু দূরে উচ্চ অংশে পুরােনাে জমিতে যে মাটি দেখা যায়, তাকে ভাঙ্গার বলে।

বৈশিষ্ট্য: [i] এই মাটিতে চুন-জাতীয় পদার্থ বেশি থাকে। [ii] এর জল্ধারাণক্ষমতা কম হয়। [iii] এর রং গাঢ়  হয়। [iv] এই মাটিতে বালির ভাগ বশি থাকায় এর উর্বরতা তুলনামূলকভাবে কম হয়। [v] এই মাটির গ্রথন স্থূল হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment