খালের মাধ্যমে জলসেচের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
খালের মাধ্যমে জলসেচের সুবিধা :
1. সারাবছর কৃষিকাজ : খাল যদি নিত্যবহ হয় তবে সারাবছর ধরে জলসেচ করা যায়, অর্থাৎ সারাবছর কৃষিকাজ সম্ভব।
2. কম রক্ষণাবেক্ষণ খরচ : খাল তৈরিতে প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তীকালে ওই খালের রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম।
3. পলি সঞ্চয় : নদীর পলি খালের জলের সঙ্গে আসে বলে কৃষিজমিতেও পলি সঞ্চয় ঘটে, তাই কৃষিজমি উর্বর হয়ে ওঠে।
খালের মাধ্যমে জলসেচের অসুবিধা :
1. সীমাবদ্ধ স্থান : কেবল সমভূমি অঞ্চলেই জলসেচ করা সম্ভব।
2. লবণাক্ততা : এই পদ্ধতিতে অতিরিক্ত জলসেচ করা হয় বলে মাটি অনেকসময় লবণাক্ত হয়ে যায়।
3. বন্যার সৃষ্ট : বর্ষাকালে খালের মধ্য দিয়ে অতিরিক্ত জলপ্রবাহ অনেকসময় বন্যার সৃষ্টি করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।