দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography খালের মাধ্যমে জলসেচের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী?

খালের মাধ্যমে জলসেচের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী? 

খালের মাধ্যমে জলসেচের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

খালের মাধ্যমে জলসেচের সুবিধা : 

1. সারাবছর কৃষিকাজ : খাল যদি নিত্যবহ হয় তবে সারাবছর ধরে জলসেচ করা যায়, অর্থাৎ সারাবছর কৃষিকাজ সম্ভব। 

2. কম রক্ষণাবেক্ষণ খরচ : খাল তৈরিতে প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তীকালে ওই খালের রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম।

3. পলি সঞ্চয় : নদীর পলি খালের জলের সঙ্গে আসে বলে কৃষিজমিতেও পলি সঞ্চয় ঘটে, তাই কৃষিজমি উর্বর হয়ে ওঠে।  

খালের মাধ্যমে জলসেচের অসুবিধা : 

1. সীমাবদ্ধ স্থান : কেবল সমভূমি অঞ্চলেই জলসেচ করা সম্ভব। 

2. লবণাক্ততা : এই পদ্ধতিতে অতিরিক্ত জলসেচ করা হয় বলে মাটি অনেকসময় লবণাক্ত হয়ে যায়। 

3. বন্যার সৃষ্ট : বর্ষাকালে খালের মধ্য দিয়ে অতিরিক্ত জলপ্রবাহ অনেকসময় বন্যার সৃষ্টি করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment