খেলার ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে। অথবা, তুমি খেলার ইতিহাস চর্চাকে কীভাবে ব্যাখ্যা করবে।

প্রশ্ন: খেলার ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে।

অথবা, তুমি খেলার ইতিহাস চর্চাকে কীভাবে ব্যাখ্যা করবে। (প্রশ্নের মান ৪)

উত্তর: মানব সভ্যতায় খেলাধুলার চর্চা বহুদিনের। এই খেলাধুলার ইতিহাস চর্চা মানব সমাজকে নানাভাবে প্রভাবিত করে আসছে। তাই সামাজিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব তাৎপর্যপূর্ণ।

১) খেলাধুলা ও দেশাত্মবােধ: খেলাধুলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে একটি মানুষ বুঝতে পারে যে কীভাবে একটি পরাধীন জাতির মধ্যে জাতীয়তাবােধ গড়ে ওঠে। যেমন ১৯১১ খ্রিষ্টাব্দে মােহনবাগান ফুটবল দল শ্বেতাঙ্গ ইংরেজ দলকে হারিয়ে ভারতীয়দের মধ্যে দেশাত্মবােধ জাগিয়ে তুলেছিল।

২) সামাজিক ঐক্য: খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে কোন দেশের মানুষের ভেদাভেদ ভুলে বৃহত্তর সামাজিক ও রাষ্ট্রীয় ঐক্যের মনােভাব গড়ে তােলে। যেমন- প্রাক-স্বাধীনতা যুগে বিভিন্ন প্রদেশের সমন্বয়ে গড়ে ওঠা দল ভারতীয়দের ঐক্যবদ্ধ করে তােলে।

৩) যৌথ উদ্যোগ: খেলাধুলা হল একটি যৌথ প্রয়াস। এর ইতিহাস যৌথ উদ্যোগের সুবিধা ও মনােভাব প্রতিফলিত করে। সুতরাং এই ইতিহাস চর্চায় যে কোন দেশবাসীর মনে একতা বােধ গড়ে তােলে।

৪) বিশ্ব-ভ্রাতৃত্ববােধ: খেলাধুলার ইতিহাস চর্চা করে জানা যায় যে সুদুর অতীতের গ্রীসের অলিম্পিক প্রতিযােগিতা থেকে শুরু করে অদ্যাবধি যে কোন আন্তর্জাতিক প্রতিযােগিতা মানুষের মনে এক সর্বজনীন ভ্রাতৃত্ববােধ ও প্রীতির বাতাবরণ গড়ে তোলে।

Read Also

সােমপ্রকাশ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে। অথবা, কোন অপরাধে সােমপ্রকাশ পত্রিকা নিষিদ্ধ ঘােষিত হয়

খেলার ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে। অথবা, তুমি খেলার ইতিহাস চর্চাকে কীভাবে ব্যাখ্যা করবে।

সমাজসংস্কার আন্দোলনে রাজা রামমােহন রায়ের ভূমিকা আলােচনা কর ?

মুসলিম সমাজের অগ্রগতিতে আলীগড় আন্দোলন বা সৈয়দ আহমেদ খানের অবদান আলােচনা করাে

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “খেলার ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে। অথবা, তুমি খেলার ইতিহাস চর্চাকে কীভাবে ব্যাখ্যা করবে।”

Leave a Comment