কী কী অবস্থায় নদী সঞ্চয় করে? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
নদীতে সঞ্চয়ের বিভিন্ন অবস্থা : প্রধানত চারটি অবস্থায় নদী সঞ্জয় করে। এগুলি হল—
1. জলের পরিমাণ কমে যাওয়া : নদীতে জলের পরিমাণ কমে গেলে নদী সঞ্চয় করে। নদীতে জলের পরিমাণ কমে যায় কয়েকটি বিশেষ অবস্থায়; যেমন—[i] কম বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে নদী প্রবেশ করলে, [ii] খরার সময়ে, [iii] বৃষ্টিহীন ঋতুতে এবং [iv] চুনাপাথর, বেলেপাথর প্রভৃতি সচ্ছিদ্র প্রস্তরগঠিত অঞলের ওপর দিয়ে প্রবাহিত হলে।
2. ভূমির ঢাল কমে যাওয়া : ভূমির ঢাল কম হলে, অর্থাৎ নদীর গতিবেগ কমে গেলে নদী সঞ্চয় করে।
3. বােঝা বেড়ে যাওয়া : নদীতে বােঝার পরিমাণ বেড়ে গেলে নদী সঞয় করে।
4. হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া : কোনাে হ্রদের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে নদী সঞ্চয় করে। এইভাবে নদী প্রবাহিত হওয়ার সময় পার্বত্য অঞলে বড়াে বড়াে পাথরখণ্ড, আর সমভূমিতে ও মােহানার কাছে বালি, কাদা, পলি প্রভৃতি সঞ্জিত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Sir phot lagbe na geography Tay
3 number er question a lagbe na