কী কী পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থের অপসারণ করা হয়?

কী কী পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থের অপসারণ করা হয়? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

কঠিন বর্জ্য পদার্থ অপসারণের পদ্ধতি: বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কঠিন বর্জ্য পদার্থের অপসারণ করা হয়, যেমন—

1) খােলাস্থানে স্তুপীকরণ: শহর, নগরের কঠিন বর্জ্যগুলিকে শহরের বাইরে কোনােস্থানে স্তুপাকারে জমানাে হয়। এটি প্রাচীন বর্জ্য ব্যবস্থাপনা। এতে পরিবেশ খুব দূষিত হয়। 

2) স্যানিটারি ল্যান্ডফিল: এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট স্থানে মাটির নীচে পর্যায়ক্রমে জৈব বর্জ্য পদার্থ ও মাটির পরপর কয়েকটি স্তরে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত সজ্জিত করা হয়। মাটির তলায় চাপা পড়ে থাকা ওই জৈব পদার্থ কালক্রমে বিয়ােজিত হয়ে তা থেকে মিথেন, অ্যামােনিয়া প্রভৃতি ল্যান্ডফিল গ্যাস উৎপন্ন হয়।

3) কম্পােস্টিং: মাটিতে পরিখা বা ট্রেঞ্চের মতাে লম্বা গর্ত করে তার মধ্যে নানা ধরনের জৈব বর্জ্য, পয়ঃপ্রণালী ও গবাদিপশুর মলমূত্র প্রভৃতি মিশিয়ে দেওয়া হয়। এরপর ওই বর্জ্য পদার্থ ব্যাকটেরিয়া দ্বারা বিয়ােজিত হয়ে কম্পােস্ট সারে পরিণত হয়। এ ছাড়া যান্ত্রিক পদ্ধতিতেও জৈব বর্জ্য থেকে কম্পােস্ট সার তৈরি করা হয়। 

4) পুড়িয়ে ফেলা: কোনাে কোনাে সময় সংগ্রহ করা বর্জ্যকে পুড়িয়ে ফেলা হয়। তবে যদিও প্লাস্টিক, পলিথিন প্রভৃতি দ্রব্য পােড়ালে ভয়ংকর বায়ুদূষণের সম্ভাবনা থাকে। 

6) ম্যানিওর পিট: বাড়ির আবর্জনা একটি গর্তের মধ্যে জমা করা হয়। গর্তটি আবর্জনাপূর্ণ হলে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাঁচ-ছয় মাস পরে ওই আবর্জনা জৈব সারে পরিণত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment