কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলােচনা করাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks
উত্তর:-
আধুনিক সমাজব্যবস্থায় নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠান হল বিদ্যালয়। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কয়েকটি ভূমিকা উল্লেখ করা হল—
[1] কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক কর্মসূচি গ্রহণ : বিদ্যালয়ের পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলির মধ্যে এমন কিছু কাজ অন্তর্ভুক্ত করা হবে যা শিক্ষার্থীর কর্মশিক্ষা ও কর্মদক্ষতা বিকাশে সাহায্য করবে।
[2] প্রবণতা ও কর্মভিত্তিক কর্মসূচি গ্রহণ : শিক্ষার্থীরা যাতে তাদের প্রবণতা ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ধরনের কর্মভিত্তিক কাজ করতে পারে, বিদ্যালয়ের পক্ষ থেকে সেই সুযােগ সৃষ্টি করতে হবে।
[3] তাত্ত্বিক শিক্ষা ও কর্মশিক্ষার সমন্বয়সাধনের ব্যবস্থা: বিদ্যালয়ের আর-একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল তাত্ত্বিক শিক্ষা ও কর্মশিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা। শুধু তাই নয়, বিদ্যালয়ের পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কর্মসূচিতে তাত্ত্বিক শিক্ষা এবং কর্মশিক্ষা যাতে সমান গুরুত্ব পায়, সেদিকে নজর দিয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
[4] ব্যাবহারিক প্রয়ােজনভিত্তিক কর্মসূচি গ্রহণ : বিদ্যালয়ের অপর একটি ভূমিকা হল ছাত্রছাত্রীদের এমনসব কাজ করতে উৎসাহ দিতে হবে, যে কাজগুলির ব্যাবহারিক জীবনে মূল্য রয়েছে।
[5] সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের ক্ষেত্রে উৎসাহিত করা : আধুনিক শিক্ষা বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকে না | আধুনিক শিক্ষার সামাজিক লক্ষ্য এবং কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত করতে হবে | সেবামূলক কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হবে | সমাজের সঙ্গে একাত্ম হবে। সমাজের ভালােমন্দের সঙ্গে মিলেমিশে কাজ করার মানসিকতা তৈরি হবে। বিদ্যালয়ই শিক্ষার্থীদেরকে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে উদ্দীপিত করতে পারে।
[6] ব্যক্তিসত্তার বিকাশে সহায়তাদান: বিভিন্ন পরিবার থেকে ভিন্ন ভিন্ন চাহিদা, সামর্থ্য, রুচি ও আগ্রহ নিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের কর্মদক্ষতা অর্জনে সহায়ক বিভিন্ন কর্মসূচি শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদার পরিতৃপ্তি ঘটিয়ে তাদের দৈহিক, মানসিক, সামাজিক, ক্ষোভিক ও নৈতিক বিকাশে সহায়তা করে | এই বিকাশগুলি ছাত্রছাত্রীদের ব্যক্তিত্বকে উপযুক্ত মাত্রা দান করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Copy hochhe na keno ??
sorry we dont allow copy
Thank you
Eita 4marks er but kota point likhle valo hbe???
5 ta lekhleo cholbe kintu 6 ta lekhle beshi bhalo hoy
5 ta likhleii cholbe
Yes
Thank you ❤