প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Koshe Dekhi 1.3 Class 7 Solution নিয়ে এসেছি। তোমাদের সপ্তম শ্রেণির গণিতপ্রভা পাঠ্যবইতে পূর্বপাঠের পুনরালোচনা অধ্যায়ে কষে দেখি 1.3 থেকে কিছু অঙ্ক রয়েছে। সেগুলির খুবই সহজ সমাধান আমরা এখান করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।
কষে দেখি 1.3
পূর্বপাঠের পুনরালোচনা
Koshe Dekhi 1.3 Class 7 Solution | কষে দেখি 1.3 Class 7 সমাধান
1. নীচের সংখ্যারেখা থেকে মান নির্ণয় করি :
(i) (+6) + (+3) = [ ]
সমাধান:

∴ (+6) + (+3) = +9 Ans.
(ii) (+3) + (+6) = [ ]
সমাধান:

∴ (+3) + (+6) = +9 Ans.
(iii) (+2) + (-2) = [ ]
সমাধান:

∴ (+2) + (-2) = 0 Ans.
(iv) (-4) + (+4) = [ ]
সমাধান:

∴ (-4) + (+4) = 0 Ans.
(v) (+3) + (-6) = [ ]
সমাধান:

∴ (+3) + (-6) = -3 Ans.
(vi) (+3) – (-6) = [ ]
সমাধান:

∴ (+3) – (-6) = +9 Ans.
(vii) (+6) – (-9) = [ ]
সমাধান:

∴ (+6) – (-9) = +15 Ans.
(viii) (-6) + (-3) = [ ]
সমাধান:

∴ (-6) + (-3) = -9 Ans.
(ix) (-6) + (-5) = [ ]
সমাধান:

∴ (-6) + (-5) = -11 Ans.
(x) (-4) – (-4) = [ ]
সমাধান:

∴ (-4) – (-4) = 0 Ans.
২. সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই।
সমাধান:
প্রথম উদাহরণ : (+4) + (-3) = [ ]

∴ (+4) + (-3) = +1
দ্বিতীয় উদাহরণ : (-3) + (+4) = [ ]

∴ (-3) + (+4) = +1
এখানে প্রথম উদাহরণ ও দ্বিতীয় উদাহরণ, (+4) + (-3) = (-3) + (+4) = +1
সুতরাং সংখ্যারেখাতে যোগের বিনিময় নিয়ম মেনে চলে। Ans.
3. সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি।
সমাধান:
প্রথম উদাহরণ : (+2) – (-3) = [ ]

∴ (+2) – (-3) = +5
দ্বিতীয় উদাহরণ : (-3) – (+2) = [ ]

∴ (-3) – (+2) = -5
এখানে প্রথম উদাহরণ (+2) – (-3) = +5 ও দ্বিতীয় উদাহরণ (-3) – (+2) = -5
সুতরাং সংখ্যারেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। Ans.
৪. নিজেরা সংখ্যারেখার সাহায্যে যাচাই করি —
(i) (+2) + {(+3) + (+5)} = {(+2) + (+3)} + (+5)
সমাধান:
বামপক্ষ (L.H.S.):
(+2) + {(+3) + (+5)} =

∴ (+2) + {(+3) + (+5)} = +10
ডানপক্ষ (R.H.S.):
{(+2) + (+3)} + (+5) =

∴ {(+2) + (+3)} + (+5) = +10
∴ (+2) + {(+3) + (+5)} = {(+2) + (+3)} + (+5) প্রমাণিত। Ans.
(ii) (-8) + {(-2) + (+6)} = {(-8) + (-2)} + (+6)
সমাধান:
বামপক্ষ (L.H.S.):
(-8) + {(-2) + (+6)} =

∴ (-8) + {(-2) + (+6)} = -4
ডানপক্ষ (R.H.S.):
{(-8) + (-2)} + (+6) =

∴ {(-8) + (-2)} + (+6) = -4
∴ (-8) + {(-2) + (+6)} = {(-8) + (-2)} + (+6) প্রমাণিত। Ans.
(iii) (+2) – {(+3) – (-5)} ≠ {(+2) – (+3)} – (-5)
সমাধান:
বামপক্ষ (L.H.S.):
(+2) – {(+3) – (-5)} =

∴ (+2) – {(+3) – (-5)} = -6
ডানপক্ষ (R.H.S.):
{(+2) – (+3)} – (-5) =

∴ {(+2) – (+3)} – (-5) = +4
∴ (+2) – {(+3) – (-5)} ≠ {(+2) – (+3)} – (-5) প্রমাণিত। Ans.
(iv) (-8) – {(-2) – (+6)} ≠ {(-8) – (-2)} – (+6)
সমাধান:
বামপক্ষ (L.H.S.):
(-8) – {(-2) – (+6)} =

∴ (-8) – {(-2) – (+6)} = 0
ডানপক্ষ (R.H.S.):
{(-8) – (-2)} – (+6) =

∴ {(-8) – (-2)} – (+6) = -12
∴ (-8) – {(-2) – (+6)} ≠ {(-8) – (-2)} – (+6) প্রমাণিত। Ans.
আরো পড়ুন
Koshe Dekhi 1.1 Class 7 | কষে দেখি 1.1 Class 7 | পূর্বপাঠের পুনরালোচনা
Koshe Dekhi 1.2 Class 7 | কষে দেখি 1.2 Class 7 | পূর্বপাঠের পুনরালোচনা
Koshe Dekhi 1.3 Class 7 | কষে দেখি 1.3 Class 7 | পূর্বপাঠের পুনরালোচনা
Class 7 Koshe Dekhi 1.4 Solution | কষে দেখি 1.4 Class 7 সমাধান
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।