কয়েকটি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার নাম করাে। 

কয়েকটি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার নাম করাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

কয়েকটি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা: ভারতের কয়েকটি উল্লেখযােগ্য বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা হল—  

1. ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা: পাঞ্জাবে বিপাশা ও শতদ্রু নদীকে কেন্দ্র করে গঠিত হয়েছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। এটি ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা। 

2. হিরাকুদ পরিকল্পনা: ওডিশা রাজ্যের মহানদীর ওপর জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি উদ্দেশ্যে রূপায়িত হয়েছে হিরাকুদ পরিকল্পনা। 

3. ময়ূরাক্ষী প্রকল্প: ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের প্রায় সীমানায়, ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোরে ময়ূরাক্ষী নদীর ওপর নদীবাঁধ এবং পশ্চিমবঙ্গের সিউড়ির তিলপাড়ায় সেচবাঁধ তৈরি হয়েছে। এখানকার সেচবাঁধগুলির সাহায্যে বীরভূম, মুরশিদাবাদ, নদিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায় জলসেচ করা হয়। 

4. কোশী পরিকল্পনা: বিহারের কোশী নদীর ওপর কোশী নদী উপত্যকা পরিকল্পনা রূপায়িত হয়েছে। 

5. গণ্ডক পরিকল্পনা: উত্তরপ্রদেশ ও বিহারের যৌথ উদ্যোগে গণ্ডক নদীর ওপর গণ্ডক পরিকল্পনা রূপায়িত হয়েছে। 

6. নাগার্জুন সাগর পরিকল্পনা: তেলেঙ্গানায় কৃয়া নদীকে কেন্দ্র করে রূপায়িত নাগার্জুন সাগর পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment