দশম শ্রেনী (মাধ্যমিক) ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।

ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।

ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। Class 10 | Geography | 3 Marks

ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য : ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি হল— 

1) ঘূর্ণবাতের চক্ষু: ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে, সেই অংশটিকে বলে ঘূর্ণবাতের চক্ষু। 

2 আবহাওয়া: ঘূর্ণবাতের কেন্দ্রে প্রধানত পরিষ্কার আকাশ থাকে এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। কিন্তু কেন্দ্রের চারপাশে তুমুল ঝড়-বৃষ্টি হয়। 

3) মেঘের উপস্থিতি: ঘূর্ণবাত কেন্দ্রের চারপাশে সাধারণত ঘন কিউমুলােনিম্বাস মেঘ থাকে। 

4) উর্ধ্বমুখী বায়ু : চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু নিম্নচাপের দিকে প্রবলবেগে ছুটে যায় এবং ঘুরতে ঘুরতে নিম্নচাপের কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। তবে কেন্দ্রে প্রবেশেরআগেই ওই বায়ু ঊর্ধ্বগামী হয়।

5) বায়ুপ্রবাহের দিক: নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসার সময়। উত্তর গােলার্ধে ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে বা বামাবর্তে এবং দক্ষিণ গােলার্ধে ঘড়ির কাঁটার গতির দিকে বা দক্ষিণাবর্তে বেঁকে বায়ু প্রবাহিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment