ক্রান্তীয়-উপক্ৰান্তীয় অঞ্চলে উষ্ণ মরুভূমি সৃষ্টির কারণ কী?

বায়ুচাপ বলয় বলতে কী বােঝ? বায়ুমণ্ডলে কী কী বায়ুচাপ বলয় আছে? Class 10 | Geography | 3 Marks

উত্তর: ক্রান্তীয়-উপক্ৰান্তীয় অঞ্চলে উষ্ণ মরুভূমি সৃষ্টির কারণ : আফ্রিকার সাহারা ও কালাহারি, দক্ষিণ আমেরিকার আটাকামা, ভারত-পাকিস্তানের | থর, উত্তর আমেরিকার সােনােরান, এশিয়ার আরবের মরুভূমি প্রভৃতি পৃথিবীবিখ্যাত উষ্ণ মরুভূমিগুলি ক্রান্তীয়-উপক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে। এই মরুভূমিগুলি সৃষ্টির কারণ হল— 

1) বায়ুর উচ্চচাপ: ক্রান্তীয়-উপক্ৰান্তীয় অঞল কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের অন্তর্গত। এই ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের বায়ু ক্রমশ নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফলে উষ্ণতা ও জলীয় বাষ্প ত্যাগ করার পরিবর্তে বায়ুর জলীয় বাষ্প গ্রহণ ও ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। 

2) বৃষ্টিপাতের অভাব: ক্রান্তীয়-উপক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ থাকায় জলীয় বাম্পপুণ হালকা বায়ু প্রবেশ করতে পারে না। এজন্য এইসব  অঞ্চলে বৃষ্টিপাত বিশেষ হয় না। বৃষ্টিহীন অঞ্চলে অবস্থিত হওয়ায় এইসব অঞ্চলে বিস্তৃত উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment