কুয়াশা এবং শিশির অধঃক্ষেপণ নয় কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর: কুয়াশা এবং শিশির অধঃক্ষেপণ না হওয়ার কারণ: অধঃক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মাধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে। কিন্তু, শিশির কোনােপ্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সারারাত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাসের ওপর, গাছের পাতায় জলবিন্দুর আকারে জমা হয়। তাই এটি অধঃক্ষেপণ নয়। আর, শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠসংলগ্ন বায়ুও ঠান্ডা, হয়। তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌছােলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমিসংলগ্ন অংশে ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশা ওপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে এটিও অধঃক্ষেপণ নয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
It’s very helpful
Thanks a lot
Thank you so much 🌼🥰