দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography লাডাক পর্বতশ্রেণি ও লাডাক মালভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও।

লাডাক পর্বতশ্রেণি ও লাডাক মালভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও।

লাডাক পর্বতশ্রেণি ও লাডাক মালভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

লাডাক পর্বতশ্রেণি : কাশ্মীরে হিমাদ্রি বা হিমগিরি বা প্রধান হিমালয়ের উত্তরে এবং কারাকোরামের দক্ষিণে প্রায় 350 কিমি দীর্ঘ যে পর্বতশ্রেণিটি আছে, তার নাম লাডাক পর্বতশ্রেণি। 

বৈশিষ্ট্য : 1. লাডাক মালভূমির দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিমে এই পর্বতশ্রেণি বিস্তৃত। 2. এই পর্বতশ্রেণিতে অনেকগুলি 6000 মিটারেরও বেশি উঁচু ক্ষয়িষ্ণু পর্বতশৃঙ্গ দেখা যায়। 3. হিমালয় পর্বতশ্রেণি সৃষ্টির সময় টেথিস সাগরে সঞ্চিত পলি থেকে লাডাক পর্বতশ্রেণিটিও সৃষ্টি হয়েছিল। 4. হিমবাহের ক্ষয়কাজের ফলে এই পর্বতশ্রেণি বর্তমানে ভীষণভাবে ক্ষয়িত ও ব্যবচ্ছিন্ন হয়ে গিয়েছে। 

লাডাক মালভূমি: লাডাক পর্বতশ্রেণির উত্তর-পূর্বে লাডাক মালভূমি অবস্থিত। 

বৈশিষ্ট্য : 1. এর গড় উচ্চতা 4300 মিটারেরও বেশি। 2. এটি ভারতের সর্বোচ্চ মালভূমি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment