প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Life Science ABTA Test Paper Solution 2026 নিয়ে এসেছি। তোমরা যারা ২০২৬ এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই সমাধানটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সহায়তা করবে।
LIFE SCIENCE
Page – 107
Life Science ABTA Test Paper Solution 2026
বিভাগ-‘ক’
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : 1×15=15
1.1 লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল— (a) কেমোন্যান্টি (b) সিসমোন্যাস্টি (c) থার্মোন্যাস্টি (d) ফোটোন্যাস্টি
উত্তর: (b) সিসমোন্যাস্টি
1.2 ডায়াবেটিস মেলিটাস-এ আক্রান্ত ব্যক্তি নিচের কোন্ হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম— (a) অ্যাড্রেনালিন (b) ইনসুলিন (c) থাইরক্সিন (d) টেস্টোস্টেরন
উত্তর: (b) ইনসুলিন
1.3 নীচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? (a) র্যানভিয়ারের পর্ব (b) নিজল দানা (c) মায়োলিন সিদ্ (d) স্বোয়ান কোশ
উত্তর: (b) নিজল দানা (এটি ডেনড্রন বা কোশদেহে থাকে)
1.4 দ্বৈত নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো— (a) পাপড়ি (b) এন্ডোস্পার্ম (c) ফুল (d) পুংকেশর
উত্তর: (b) এন্ডোস্পার্ম (বা শস্য)
1.5 তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় ভগিনী ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হল— (a) প্রফেজ (b) অ্যানাফেজ (c) টেলোফেজ (d) মেটাফেজ
উত্তর: (b) অ্যানাফেজ
1.6 মানব বিকাশের 10-19 বছর-এর পর্যায়কে বলা হয়— (a) কিশোর (b) সদ্যজাত (c) বয়ঃসন্ধি (d) বার্ধক্য
উত্তর: (c) বয়ঃসন্ধি
1.7 মটর গাছের ফুলে যখন Vv x Vv সংকরায়ন সংঘটিত হয় তখন F1 জনুতে উৎপন্ন ফুলের ফিনোটাইপ হবে— (a) সবগুলোই বেগুনী (b) সমস্ত ফুলই সাদা (c) ৫০ শতাংশ বেগুনী ও ৫০ শতাংশ সাদা ফুল (d) ৭৫ শতাংশ বেগুনী ও ২৫ শতাংশ সাদা ফুল
উত্তর: (d) ৭৫ শতাংশ বেগুনী ও ২৫ শতাংশ সাদা ফুল
1.8 থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? (a) অটোজোম বাহিত রোগ (b) সেক্স ক্রোমোজোম বাহিত রোগ (c) ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন (d) বংশগতি সম্পর্কিত
উত্তর: (b) সেক্স ক্রোমোজোম বাহিত রোগ
1.9 ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি হলো— (a) ইওহিপ্পাস (b) প্লিওহিপ্পাস (c) মেরিচিপ্পাস (d) ইকুয়াস
উত্তর: (a) ইওহিপ্পাস
1.10 বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ হল— (a) Bb (b) bb (c) BB (d) Bb ও bb উভয়ই
উত্তর: (c) BB
1.11 ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ এই তত্ত্বের প্রস্তাবক হলেন— (a) মেন্ডেল (b) ল্যামার্ক (c) ডারউইন (d) ওয়েইসম্যান
উত্তর: (b) ল্যামার্ক
1.12 ফাইলোক্ল্যাড (পর্ণকাণ্ড) দেখা যায় কোন উদ্ভিদে? (a) অর্কিড়ে (b) পদ্মে (c) সুন্দরী গাছে (d) ক্যাকটাসে
উত্তর: (d) ক্যাকটাসে
1.13 ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কোন সালে? (a) 1792 সালে (b) 1973 সালে (c) 1974 সালে (d) 1975 সালে
উত্তর: (b) 1973 সালে
1.14 কোন একটি খাদ্যশৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন্ ঘটনাটি ঘটে? (a) জীববিবর্ধন (b) ইউট্রিফিকেশন (c) বিশ্ব উষ্ণায়ন (d) বধিরত্ব
উত্তর: (a) জীববিবর্ধন
1.15 বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হল— (a) ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইসিস (b) হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, বধিরতা (c) ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার (d) ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া
উত্তর: (c) ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার
আরো পড়ুন
Madhyamik ABTA Test Paper Solution 2026
Bengali (বাংলা) Page 9 🔹 English (Second Language) Page 14 🔹 History (ইতিহাস) Page 35 🔹 Geography (ভূগোল) Page 41 🔹 Life Science (জীবন বিজ্ঞান) Page 31🔹 Physical Science (ভৌত বিজ্ঞান) Page 25
বিভাগ-‘খ’
2. নির্দেশ অনুসারে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রপ্নের উত্তর লেখো : 1×21=21
নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ-বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো (যেকোনো পাঁচটি) : 1×5=5
2.1 আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়।
2.2 মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়।
2.3 মৌমাছিদের 8 অক্ষরের মতো নাচকে ওয়াগেল নৃত্য (Waggle dance) বলে।
2.4 একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে।
2.5 সুন্দরবন ও নীলগিরি উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ।
2.6 অ্যামাইটোসিস কোশ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যেকোনো পাঁচটি) : 1×5=5
2.7 সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়।
উত্তর: সত্য।
2.8 ‘X’ ক্রোমোজোমে হলানড্রিক জিন অবস্থান করে।
উত্তর: মিথ্যা (এটি Y ক্রোমোজোমে থাকে)।
2.9 ক্রায়োসংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196°C উষ্ণতা ব্যবহার করা হয়।
উত্তর: সত্য।
2.10 শব্দদূষণের কারণে COPD হয়।
উত্তর: মিথ্যা।
2.11 পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে।
উত্তর: সত্য।
2.12 চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে।
উত্তর: মিথ্যা।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যেকোনো ছয়টি) : 1×6=6
2.13 বিসদৃশ শব্দটি বেছে লেখো:
উত্তর: অক্সিটোসিন (বাকি তিনটি করোটীয় স্নায়ু)।
2.14 কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী?
উত্তর: হিমোফিলিয়ার জিনটি X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন। পুরুষদের একটিমাত্র X ক্রোমোজোম থাকায় প্রচ্ছন্ন জিনটি এককভাবে থাকলেই (হেমিজাইগাস দশা) রোগের প্রকাশ ঘটে।
2.15 শব্দ জোড়টির সম্পর্ক বুঝে শূন্যস্থান পূরণ করো: ক্লিভেজ : প্রাণীকোশ :: কোশপাত (Cell plate) : উদ্ভিদকোশ।
2.16 আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায়।
2.17 পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব লেখো।
উত্তর: বায়ুথলি পায়রার দেহকে হালকা করে উড়তে সাহায্য করে এবং ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেনের জোগান দেয়।
2.18 চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টির অন্তর্গত: ইন্দো-বার্মা, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, হটস্পট, সুন্দাল্যান্ড। (অর্থাৎ, অন্য তিনটিই হলো জীববৈচিত্র্যের হটস্পট)।
2.19 মায়োলিন সিদ্-এর কাজ কী?
উত্তর: এটি অ্যাক্সনকে সুরক্ষা দেয়, তড়িৎ অপরিবাহী আবরণ হিসেবে কাজ করে এবং স্নায়ুস্পন্দন দ্রুত পরিবহনে সাহায্য করে।
2.20 উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট লেখো।
উত্তর: উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার এবং নিউক্লিয়াসযুক্ত হয়।
A-স্তম্ভতে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভতে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধাণ করে উভয় স্তম্তের ক্রমিক নং উল্লেখসহ জোড়ুটি পুনরায় লেখে (যেকোনো পাঁচটি) : 1×5=5
| A-স্তম্ভ | B-স্তম্ভ |
| 2.21 জগদীশচন্দ্র বসু | (b) ক্রেসকোগ্রাফ (উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র) |
| 2.22 Y ক্রোমোজোম | (e) অ্যালোজোম (লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম) |
| 2.23 পীতবিন্দু | (a) ফোবিয়া সেন্ট্রালিস (দৃষ্টির তীক্ষ্ণতা এখানে সবচেয়ে বেশি) |
| 2.24 ১ : ১ | (f) টেস্ট ক্রস (মনোহাইব্রিড টেস্ট ক্রসের অনুপাত) |
| 2.25 দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড | (c) মাছ (মাছের হৃৎপিণ্ডে একটি অলিন্দ ও একটি নিলয় থাকে) |
| 2.26 এন্ডেমিক প্রজাতি | (d) হটস্পট (হটস্পটে প্রচুর এন্ডেমিক প্রজাতি দেখা যায়) |
বিভাগ-‘গ’
3. নীচের 17টি প্রশ্ন থেকে যে কোন 12টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো। 2×12=24
3.1 জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদগম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে?
উত্তর:
বীজের অঙ্কুরোদগম: জিব্বেরেলিন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এটি বীজের অ্যালিয়ুরোন স্তরকে উদ্দীপ্ত করে অ্যামাইলেজ সহ অন্যান্য উৎসেচক ক্ষরণ ঘটায়, যা সঞ্চিত শ্বেতসারকে দ্রবীভূত শর্করায় রূপান্তরিত করে এবং ভ্রূণকে শক্তি জোগায়, ফলে অঙ্কুরোদগম ঘটে।
দৈর্ঘ্য বৃদ্ধি: এটি কাণ্ডের পর্বমধ্যের কোশগুলির সংখ্যা বৃদ্ধি ও কোশ বিভাজনে সাহায্য করে, যার ফলে উদ্ভিদের অযথাযথ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে।
3.2 উদ্ভিদের ট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর:
ট্যাকটিক চলন: উদ্দীপকের প্রকৃতির (আলো, রাসায়নিক পদার্থ ইত্যাদি) প্রভাবে উদ্ভিদদেহের সমগ্র অংশ বা কোশ স্থান পরিবর্তন করলে তাকে ট্যাকটিক চলন বলে।
উদাহরণ: শৈবাল জাতীয় উদ্ভিদ ক্ল্যামাইডোমোনাস আলোর প্রভাবে স্থান পরিবর্তন করে। একে ফটোট্যাকটিক চলন বলে।
3.3 ‘ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে যুক্তি দাও।
উত্তর:
বিপরীত ক্রিয়া: ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন দুটি যকৃৎ ও পেশিকোশের ওপর ক্রিয়া করে রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এদের ক্রিয়া বিপরীত।
ইনসুলিন: রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় (গ্লকোজকে গ্লাইকোজেনে পরিণত করে)।
গ্লুকাগন: রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় (গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে)।
3.4 অ্যাক্সনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো যা ডেনড্রনে অনুপস্থিত।
অ্যাক্সনের দুটি গঠনগত বৈশিষ্ট্য যা ডেনড্রনে অনুপস্থিত
উত্তর:
১. মায়োলিন সিদ্: অ্যাক্সন প্রায়শই মায়োলিন সিদ্ নামক চর্বিজাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে, যা ডেনড্রনে থাকে না।
২. ব্র্যানভিয়ারের পর্ব: মায়োলিন সিদ্-এর আবরণীর মাঝে মাঝে যে অনাবৃত স্থান থাকে, তাকে ব্যানভিয়ারের পর্ব বলে, যা ডেনড্রনে থাকে না।
৩.৫ স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়?
উত্তর:
স্পাইরোগাইরা: স্পাইরোগাইরার অযৌন জনন খণ্ডীভবন বা খস্তিভবন (Fragmentation) পদ্ধতিতে সম্পন্ন হয়। পরিণত দেহ ভেঙে প্রতিটি খণ্ড থেকে নতুন উদ্ভিদ জন্মায়।
প্ল্যানেরিয়া: প্ল্যানেরিয়ার অযৌন জনন পুনরুৎপাদন (Regeneration) বা খন্ডীভবন পদ্ধতিতে সম্পন্ন হয়। দেহের কোনো অংশ বিচ্ছিন্ন হলেও তা থেকে সম্পূর্ণ নতুন প্ল্যানেরিয়া সৃষ্টি হয়।
3.6 কৌশচক্রের চেকপয়েন্ট কাকে বলে?
উত্তর:
চেকপয়েন্ট: কোশচক্রের যে স্থানগুলিতে আভ্যন্তরীণ ও বাহ্যিক সংকেতের মাধ্যমে কোশের বিভাজন প্রক্রিয়া শুরু হবে কিনা, সেটি নিয়ন্ত্রিত হয় এবং কোনো ত্রুটি থাকলে বিভাজন স্থগিত রাখা হয়, তাকে কোশচক্রের চেকপয়েন্ট বলে।
গুরুত্ব: এটি কোশের অনিয়ন্ত্রিত বিভাজন (যেমন- ক্যান্সার) প্রতিরোধ করে এবং নতুন সৃষ্ট কোশে সঠিক সংখ্যক ক্রোমোজোম নিশ্চিত করে।
3.7 স্টক ও সিয়ন বলতে কী বোঝ।
উত্তর:
স্টক (Stack): জোড় কলমের সময় মাটির সঙ্গে যুক্ত নির্গ্রন্থ যে উদ্ভিদটির মূলতন্ত্র ব্যবহার করা হয়, তাকে স্টক বলে। স্টকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়।
সিয়ন (Scion): জোড় কলমের সময় যে উন্নত গুণসম্পন্ন উদ্ভিদ অংশের কাক্ষিক মুকুল বা শাখাটিকে স্টকের ওপর স্থাপন করা হয়, তাকে সিয়ন বলে। সিয়নের উন্নত গুণাবলী নতুন উদ্ভিদে পাওয়া যায়।
3.8 থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতুর আধিক্য ঘটে এবং কেন?
উত্তর:
ধাতুর আধিক্য: থ্যালাসেমিয়া রোগীর দেহে লৌহ (Iron) ধাতুর আধিক্য ঘটে।
কারণ: এই রোগীদের বারবার রক্তাল্পতার কারণে বাইরে থেকে রক্ত (Blood Transfusion) নিতে হয়। প্রতিবার রক্ত নেওয়ার ফলে রক্তে অতিরিক্ত লোহা জমা হয়, যা স্বাভাবিকভাবে দেহ থেকে নির্গত হতে পারে না। এই অবস্থাকে হিমোসিডারোসিস বলে।
৩.৯ মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে Y-ক্রেমোজোমের ভূমিকা কী?
উত্তর:
মানুষের ক্ষেত্রে স্ত্রীদেহে XX ক্রোমোজোম এবং পুরুষদেহে XY ক্রোমোজোম থাকে। পিতা থেকে আগত Y-ক্রোমোজোম যুক্ত শুক্রানু (Y) যদি ডিম্বাণুর (X) সঙ্গে মিলিত হয়, তবে সৃষ্ট সন্তানের লিঙ্গ পুরুষ (XY) হয়। অর্থাৎ, পুরুষের Y-ক্রোমোজোমটিই লিঙ্গ নির্ধারণের প্রধান নিয়ামক, কারণ এটি SRY জিন বহন করে যা পুং বৈশিষ্ট্যের বিকাশে সহায়ক।
3.10 ‘বেঁটে মটর গাছগুলি সব সময় খাঁটি উক্তিটির তাৎপর্য লেখো।
উত্তর:
মটর গাছের বেটে বৈশিষ্ট্যটি (1) একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সব সময় হোমোজাইগাস অবস্থাতেই (অর্থাৎ 11) প্রকাশিত হয়। যদি একটিও প্রকট জিন (T) উপস্থিত থাকত, তবে গাছটি লম্বা (T) হতো। তাই, যেহেতু একটি হেঁটে মটর গাছের জিনোটাইপ নিশ্চিতভাবে । হয়, সেহেতু বেঁটে মটর গাছগুলি সব সময় হাঁটি প্রচ্ছন্ন প্রকৃতির হয়।
3.11 রুইমাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী?
উত্তর:
প্লবতা রক্ষা: পটকা গ্যাসপূর্ণ থাকায় এটি প্লবতার কেন্দ্র হিসেবে কাজ করে। মাছকে জলে সহজে ভেসে থাকতে বা নির্দিষ্ট গভীরতায় ডুবতে সাহায্য করে।
আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ: গ্যাস নিঃসরণ বা গ্যাস গ্রহণ করে পটকার আয়তন পরিবর্তনের মাধ্যমে মাছ তার আপেক্ষিক গুরুত্ব পরিবর্তন করতে পারে, যার ফলে অল্প পরিশ্রমে মাছ উপরে বা নিচে ওঠানামা করতে পারে।
3.12 আচরণ ও অভিব্যক্তির সম্পর্ক কী?
উত্তর:
আচরণ ও অভিব্যক্তি: আচরণ হলো কোনো পরিবেশে জীবের সাড়াপ্রদান করার ধরণ। এটি অভিব্যক্তির একটি চালিকাশক্তি।
সম্পর্ক: নতুন কোনো আচরণ (যেমন— শিকারের নতুন কৌশল, নতুন খাদ্যাভ্যাস) কোনো পরিবেশে একটি জীবগোষ্ঠীকে বেঁচে থাকতে ও বংশবিস্তার করতে সাহায্য করলে, সেই আচরণটি প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হয়। সময়ের সাথে সাথে সেই আচরণ এবং তার সঙ্গে যুক্ত শারীরিক পরিবর্তনগুলি বংশ পরস্পরায় সঞ্চারিত হয়ে অভিব্যক্তিতে সহায়তা করে।
3.13 অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অম্লের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর:
নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব: নিষ্ক্রিয় অঙ্গ হলো পূর্বপুরুষে কার্যকরী অঙ্গের ব্যবহারহীন, ক্ষুদ্র ও অকেজো রূপ।
অভিব্যক্তির প্রমাণ: এই অঙ্গগুলি প্রমাণ করে যে জীবটি অতীতে ঐ অঙ্গ ব্যবহার করত। এটি বিভিন্ন প্রজাতির মধ্যে বংশগত সম্পর্ক এবং অভিব্যক্তির ধারা প্রমাণ করতে | সাহায্য করে (যেমন — মানুষের অ্যাপেন্ডিক্স)।
3.14 হট স্পট নির্ধারণের দুটি শর্ত লেখো।
উত্তর:
জীববৈচিত্র্য হটস্পট (Biodiversity Hotspot) নির্ধারণের দুটি প্রধান শর্ত:
১. এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য: সেই অঞ্চলে অন্তত ১৫০০ বা তার বেশি সংখ্যক স্থানীয় বা আঞ্চলিক (Endemic) সপুষ্পক উদ্ভিদ প্রজাতি থাকতে হবে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না।
২. আবাসস্থলের বিনাশ: সেই অঞ্চলের অন্তত ৭০ শতাংশ আদিম ও স্বাভাবিক উদ্ভিদগোষ্ঠী ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত বা বিনাশপ্রাপ্ত হতে হবে।
3.15 লেগহিমোগ্লোবিন কী? এর গুরুত্ব কী?
উত্তর:
লেগহিমোগ্লোবিন: এটি হলো শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অবস্থিত অর্বুদে থাকা একটি লোহিত-গোলাপি রঞ্জক পদার্থ। এটি হিমোগ্লোবিনের মতো দেখতে।
গুরুত্ব: এই রঞ্জকটি অক্সিজেন গ্রাহক হিসেবে কাজ করে এবং নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়ামকে অতিরিক্ত অক্সিজেনের হাত থেকে রক্ষা করে। নিশ্চিত করে যে নাইট্রোজেন সংবন্ধনের জন্য প্রয়োজনীয় অ্যানঅ্যারোবিক (অ-অক্সিজেনযুক্ত) পরিবেশ বজায় থাকে।
3.16 বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে?
উত্তর:
১. মানুষের সমস্যা: জলতলের উচ্চতা বাড়লে নদী ও সমুদ্রের জল মিষ্টি জলের উৎসগুলিতে প্রবেশ করে পানীয় জলের সঙ্কট সৃষ্টি করবে এবং বহু মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে।
২. জীববৈচিত্র্যের সমস্যা: ম্যানগ্রোভ অরণ্য এবং তার বাস্তুতন্ত্র সমুদ্রের নোনা জল এবং জোয়ারের ফলে ডুবে যাবে ও ধ্বংস হবে, ফলে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার সহ বহু উভচর, সরীসৃপ ও মাছের বাসস্থান নষ্ট হবে।
3.17 জৈব সঞ্চয়ন বা জৈব পুঞ্জীভবন কাকে বলে?
উত্তর:
জৈব সঞ্চয়ন (Bioaccumulation): পরিবেশ থেকে কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ (যেমন— DDT, পারদ) জীবের দেহের মধ্যে ক্রমশ জমা হওয়াকে জৈব স্যান বলো
এই পদার্থগুলি পরিবেশে খুবই কম পরিমাণে থাকলেও জীবদেহে তা বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে মেদকলায় বা চর্বিতে সঞ্চিত হয়, ফলে সময়ের সাথে সাথে এদের ঘনত্ব বাড়তে থাকে।
আরো পড়ুন
Life Science (জীবন বিজ্ঞান) Page 31
Madhyamik ABTA Test Paper Solution 2026
Bengali (বাংলা) Page 9 🔹 English (Second Language) Page 14 🔹 History (ইতিহাস) Page 35 🔹 Geography (ভূগোল) Page 41 🔹 Physical Science (ভৌত বিজ্ঞান) Page 25
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।