লু ও আঁধি বায়ুর পার্থক্য ?

লু ও আঁধি বায়ুর মধ্যে একটি তুলনামূলক আলােচনা করাে।  Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

লু ও আঁখির তুলনা : লু ও আঁধির মধ্যে প্রধান তুলনাগুলি হল—

বিষয়লুআঁধি
প্রভাবিত অঞ্চল লু নামক স্থানীয় বায়ু উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান ও তৎসংলগ্ন রাজ্যসমূহে প্রবাহিত হয়।আঁধি নামক স্থানীয় বায়ু শতদ্রুগঙ্গা সমভূমির উত্তর-পশ্চিম অংশে প্রবাহিত হয়।
প্রকৃতিলু একটি শক্তিশালী, উষ্ণ ও শুষ্ক বায়ু। আঁধি একটি তীব্র, ঝােড়াে ও ধূলিকণাপূর্ণ বায়ু। 
আগমনকাল লু বায়ুর আগমনকাল হল গ্রীষ্মঋতু।আঁধি বায়ুর আগমন হয় বসন্তের শেষ দিকে।
উষ্ণতালু বায়ুপ্রবাহের সময় উষ্ণতা বেড়ে 45°-50 °সে পর্যন্ত হয় lআঁধি বায়ুপ্রবাহের সময় উষ্ণতা কমে 32°-35 °সে পর্যন্ত হয়।
প্রবাহকালদুপুরবেলায় লু বায়ু প্রবাহিত হয়।আঁধি বায়ু বিকেলবেলায় প্রবাহিত হয়।
আকাশের অবস্থালু প্রবাহের সময় আকাশ মেঘমুক্ত ও রােদ ঝলমলে থাকে।আঁধি প্রবাহের সময় আকাশ কালাে হয়ে অন্ধকার ঘনিয়ে আসে। 
প্রভাবশুষ্ক ও উত্তপ্ত লু বায়ু অনেকসময় গাছপালাকে পুড়িয়ে বাদামি রঙের করে তােলে।আঁধি বায়ুর ফলে গাছের পাতায় ধুলাে জমে সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!