দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography লু বলতে কী বােঝ?

লু বলতে কী বােঝ?

লু বলতে কী বােঝ? Class 10 | Geography | 3 Marks

উত্তর: ধারণা: উত্তর-পশ্চিম ভারতের একপ্রকার স্থানীয় বায়ুর নাম ‘লু। 

বায়ুপ্রবাহের দিক ও সময়: গ্রীষ্মকালে মে-জুন মাসে দিনেরবেলা উত্তর-পশ্চিম ভারতের স্থলভাগ প্রচণ্ড উত্তপ্ত হয়। ওই উঃ ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে বায়ুমণ্ডলের নিম্নস্তরের বায়ুও প্রচণ্ড উত্তপ্ত হয় এবং দুপুর। ও অপরাহ্নের দিকে তাপপ্রবাহ রূপে প্রবল বেগে ভূপৃষ্ঠের সমান্তরালভাবে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়। 

বৈশিষ্ট্য: 1) এই বাতাসের উষ্ণতা থাকে গড়ে 45 °সে-এরও বেশি। 2) এটি উষ্ণ, শুষ্ক ও ঝােড়াে প্রকৃতির।

ভারতে প্রভাবিত অঞ্চল: উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিহারে লু’ বায়ু প্রবাহিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “লু বলতে কী বােঝ?”

Leave a Comment