মধ্য প্রস্তর যুগে আদিম মানবের জীবনযাত্রার সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা : মধ্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য গুলি লেখ।
উত্তর:
ভূমিকা: খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়কে “মধ্য প্রস্তর যুগ” বলা হয়। আজ থেকে 17 হাজার বছর আগে অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মের 15 হাজার বছর আগে এই যুগের সূচনা হয় এবং সমাপ্তি ঘটে আজ থেকে 12 হাজার বছর আগে অর্থাৎ 10000 খ্রিস্টপূর্বাব্দে।
বাসস্থান: প্রাচীন প্রস্তর যুগের ন্যায় মধ্য প্রস্তর যুগেও মানুষ ছিল মূলত গুহাবাসী এবং যাযাবর প্রকৃতির। তবে এই যুগের শেষ ভাগে মানুষ লতাপাতা, গাছের ডাল এবং পশুর চামড়া দিয়ে বাসস্থান তৈরির কৌশল আয়ত্ত কবে।
জীবিকা: মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল বনের ফলমূল সংগ্রহ করা, বন্য পশু শিকার করা ও মাছ ধরা। এ যুগে মানুষ পশুপালন করতে শেখে।
খাদ্য: এই যুগের মানুষের প্রধান খাদ্য ছিল বনের ফলমূল, হরিণ, শূকর, গােরু, ভেড়া, প্রভৃতি পশুর মাংস, মাছ ও শামুক।
হাতিয়ার: মধ্য প্রস্তর যুগের মানুষের হাতিয়ারগুলি প্রাচীন প্রস্তর যুগের থেকে উন্নত ও আকারে ক্ষুদ্র ছিল। পাথর ছাড়াও এই সময়ে মানুষ জীবজন্তুর হাড় ও দাঁত দিয়ে বিভিন্ন হাতিয়ার তৈরি করে। বর্শা, তীরধনুক, বড়শি, চারকোনা ছুরি প্রভৃতি হাতিয়ার ব্যবহার করত। এই হাতিয়ারগুলি আকারে ক্ষুদ্র ছিল বলেই এই যুগকে ‘ক্ষুদ্র প্রস্তরের যুগ বলা হয়।
যানবাহন: মধ্যপ্রস্তর যুগে মানুষ যানবাহনের ব্যবহার শেখে। বরফের ওপর চলাচলের জন্য কুকুরে টানা স্লেজ গাড়ি এবং জলপথে চলাচলের জন্য গাছের গুড়ি দিয়ে নৌকা তৈরি করে।
ধর্মীয় জীবন: মধ্য প্রস্তর যুগে ধর্মীয় কারণে কোন অলৌকিক শক্তিকে প্রসন্ন করার জন্য গুহার দেওয়ালে বৃত্তাকার, চতুষ্কোণ, ত্রিকোণাবৃত্তি চিত্র আঁকত। বিভিন্ন ধরনের হাতিয়ার, হরিণের শিং ও মাথা, মাছ ধরার ছবিও গুহাগুলিতে ছিল।
সভ্যতার প্রাপ্তিস্থান: সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া প্রভৃতি পূর্ব ইউরােপের বিভিন্ন স্থানে এবং ভারতবর্ষের গুজরাট, রাজস্থান ও পাঞ্জাবে মধ্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে।
সুতরাং দেখা যায় মধ্য প্রস্তর সংস্কৃতির সময়কাল স্বল্প কিন্তু সংস্কৃতির পরিবর্তন ছিল তাৎপর্যবহ। প্রস্তর যুগ থেকে সভ্যতার পথে অগ্রসর হওয়ার এই পর্বকে সভ্যতার উষালগ্ন বলা যায়। মধ্য প্রস্তর যুগের বিবর্তন ব্যতিরেকে পরবর্তী নব্য প্রস্তর যুগ অনুধাবন করা কষ্টসাধ্য।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।