Class 10 Class 10 Life Science Madhyamik ABTA Test Paper 2026 Life Science Page 31 Solution | মাধ্যমিক জীবন বিজ্ঞান ABTA টেস্ট পেপার সমাধান পেজ ৩১

Madhyamik ABTA Test Paper 2026 Life Science Page 31 Solution | মাধ্যমিক জীবন বিজ্ঞান ABTA টেস্ট পেপার সমাধান পেজ ৩১

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Madhyamik ABTA Test Paper 2026 Life Science Page 31 Solution নিয়ে এসেছি। তোমরা যারা ২০২৬ এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই সমাধানটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সহায়তা করবে।

LIFE SCIENCE
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)


বিভাগ-‘ক’

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো: (1×15=15)

1.1 সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে – এটি –
(a) সিসমোনাস্টি (b) থার্মোনাস্টি (c) ফোটোনাস্টি (d) কেমোনাস্টি চলন।
উত্তর: (d) কেমোনাস্টি চলন।

1.2 মহিলাদের ক্ষেত্রে FSH ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় –
(a) TSH (b) ADH (c) ইস্ট্রোজেন (d) ACTH।
উত্তর: (c) ইস্ট্রোজেন।

1.3 মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায়? –
(a) অ্যানাফেজ (b) প্রোফেজ (c) মেটাফেজ (d) টেলোফেজ।
উত্তর: (b) প্রোফেজ।

1.4 নিচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত? –
(a) 1:2:1 (b) 3:1 (c) 9:3:3:1 (d) 2:1:2:1।
উত্তর: (a) 1:2:1।

1.5 প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? –
(a) নন্দীপুর (b) সিমলিপাল (c) সুন্দরবন (d) কানহা।
উত্তর: (c) সুন্দরবন।

1.6 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? –
(a) রোলার জিভ (b) হিমোফিলিয়া (c) থ্যালাসেমিয়া (d) কানের যুক্ত লতি।
উত্তর: (b) হিমোফিলিয়া।

1.7 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ণ পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে? –
(a) 3:1 (b) 2:1:1 (c) 9:3:3:1 (d) 1:2:1।
উত্তর: (d) 1:2:1।

1.8 ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন্ দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? –
(a) প্রোথ্যালাস (b) সোরাস (c) রেণুস্থলী (d) রেণুমাতৃকোশ।
উত্তর: (a) প্রোথ্যালাস।

1.9 কোনো একটি খাদ্যশৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন্ ঘটনাটি ঘটে? –
(a) জীব বিবর্ধন (b) ইউট্রোফিকেশন (c) বিশ্ব উষ্ণায়ন (d) বহিরাগত।
উত্তর: (a) জীব বিবর্ধন।

1.10 ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? –
(a) অস্তিত্বের জন্য সংগ্রাম (b) প্রকরণের উৎপত্তি (c) অর্জিত গুণের বংশানুসরণ (d) প্রাকৃতিক নির্বাচন।
উত্তর: (c) অর্জিত গুণের বংশানুসরণ।

1.11 নিচের কোনটি অস্থিময় মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? –
(a) রেট্রাঙ্গি (b) অগ্রপ্রকোষ্ঠ (c) গ্যাস্ট্রিক গ্রন্থি (d) রেটিয়ামিরাবিলি।
উত্তর: (d) রেটিয়ামিরাবিলি।

1.12 পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল –
(a) লায়ন টেল্ড ম্যাকাক (b) ওরাংওটাং (c) রেড পান্ডা (d) নীলগিরি থর।
উত্তর: (c) রেড পান্ডা।

1.13 নিচের কোন্ জীবাণুটি নাইট্রীফিকেশনে অংশগ্রহণ করে? –
(a) নাইট্রোসোমোনাস (b) অ্যাজোটোব্যাক্টার (c) সিউডোমোনাস (d) থায়োব্যাসিলাস।
উত্তর: (a) নাইট্রোসোমোনাস।

1.14 উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হল –
(a) বেলনাকার লোহিত রক্ত কণিকা (b) গোলাকার লোহিত রক্ত কণিকা (c) ডিম্বাকার লোহিত রক্ত কণিকা (d) ঘনকাকার লোহিত রক্ত কণিকা।
উত্তর: (c) ডিম্বাকার লোহিত রক্ত কণিকা।

1.15 পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল –
(a) হাইড্রোজেন (b) অক্সিজেন (c) মিথেন (d) অ্যামোনিয়া।
উত্তর: (b) অক্সিজেন।

বিভাগ – ‘খ’

2. নিচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো: (1×21=21)

নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি): (1×5=5)

2.1 আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন।

2.2 মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হত, তবে অপত্য সন্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা হত 44

2.3 মানুষের পপুলেশনে ‘X’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হল হিমোফিলিয়া/বর্ণান্ধতা

2.4 আধুনিক ঘোড়ার ক্ষুর হল তাদের পূর্বপুরুষের 3য় নং আঙুলের রূপান্তর।

2.5 নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন পর্যায়ে অ্যামোনিয়া কতক ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়।

2.6 বাজারে বহুল বিক্রীত বোতলজাত ঠাণ্ডা পানীয় প্রস্তুত করতে বিশুদ্ধ জলের প্রচুর অপচয় ঘটে।

2.7 ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। উত্তর: সত্য

2.8 মাইটোসিস কোশ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। উত্তর: মিথ্যা

2.9 মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। উত্তর: মিথ্যা

2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। উত্তর: সত্য

2.11 নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। উত্তর: মিথ্যা

2.12 কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। উত্তর: মিথ্যা

‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরুদ্ধার লেখো: (যেকোনো পাঁচটি): (1×5=5)

উত্তর:

A-স্তম্ভB-স্তম্ভ
2.13 জিব্বেরেলিন(d) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে
2.14 শাখা কলম(g) গোলাপ
2.15 সমসংস্থ অঙ্গ(e) গঠন এক কিন্তু কাজ ভিন্ন
2.16 কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ(a) rrYY
2.17 জলাভূমি(b) ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ
2.18 থাইমিন ও ইউরাসিল(c) পিরামিডিন ক্ষারক
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: (যেকোনো ছয়টি): (1×6=6)

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো: গুরুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পনস, থ্যালামাস।
উত্তর: পনস।

2.20 স্বোয়ান কোশ কোথায় থাকে?
উত্তর: নিউরোন বা স্নায়ুকোশের অ্যাক্সন-কে বেষ্টন করে থাকে।

2.21 নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস : ভ্রণমূল :: মিয়োসিস : ______।
উত্তর: রেনু মাতৃকোষ।

2.22 মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন?
উত্তর: স্বাধীন বিন্যাস সূত্র

2.23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও।
উত্তর: রোলার জিভ (অথবা: কানের মুক্ত লতি, জিভের ভাঁজ)।

2.24 সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কী?
উত্তর: দেহ থেকে অতিরিক্ত লবণ রেচন করা।

2.25 নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: SPM, বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ।
উত্তর: বায়ুদূষণ (কারণ SPM, গ্রিনহাউস গ্যাস এবং ফুসফুসের রোগ — এই তিনটিই বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত)।

2.26 স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। উত্তর: যৌথ বন পরিচালন ব্যবস্থাপনা (Joint Forest Management বা JFM)

বিভাগ-গ’

3. নীচের ১৭টি প্রশ্ন থেকে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো: (2×12=24)

3.1 নীচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো। ● যখন শ্বাসনালিতে খাদ্য কণা ঢুকে পড়ে ● যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে।
উত্তর:

প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব : মানুষের প্রাত্যহিক জীবনে উপরোক্ত প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব নিম্নরূপ:

শ্বাসনালিতে খাদ্য কথা প্রবেশ: যখন শ্বাসনালিতে খাদ্য কণা ঢুকে পড়ে, তখন কাশি নামক প্রতিবর্ত ক্রিয়া শুরু হয়। এর গুরুত্ব হলো শ্বাসনালি থেকে খাদ্য কণাকে দ্রুত বের করে দিয়ে শ্বাসরোধের হাত থেকে জীবন রক্ষা করা।

নাকের মধ্যে বিজাতীয় বস্তু প্রবেশ: নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু (যেমন- ধূলিকণা) ঢুকলে হাঁচি নামক প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এর গুরুত্ব হলো দ্রুত বেগে বাতাস নির্গত করে শ্বাসপথে ঐ বস্তুটি প্রবেশে বাধা দেওয়া এবং শ্বাসতন্ত্রকে সুরক্ষিত রাখা।

3.2 চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়?
উত্তর:

দৃষ্টিজনিত ত্রুটি ও লেন্স : দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য যে লেন্স ব্যবহার করা হয়:

অবতল লেন্স: এই লেন্সযুক্ত চশমা ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া (Myopia) ত্রুটি সংশোধনের জন্য ব্যবহার করা হয়। এতে দূরের বস্তু ঝাপসা দেখায়।

উত্তল লেন্স: এই লেন্সযুক্ত চশমা দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া (IHypermetropia) ত্রুটি সংশোধনের জন্য ব্যবহার করা হয়। এতে কাছের বস্তু ঝাপসা দেখায়।

3.3 নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে DNA ও RNA এর মধ্যে পার্থক্য নিরূপণ করো : • পিরিমিডিন ক্ষারক • S-C যুক্ত শর্করা।
উত্তর:

বিষয়DNA (ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড)RNA (রাইবোনিউক্লিক অ্যাসিড)
পিরিমিডিন ক্ষারকসাইটোসিন ও থাইমিনাসাইটোসিন ও ইউরাসিলা
5-C যুক্ত শর্করাডি-অক্সিরাইবোজ শর্করারাইবোজ শর্করা

3.4 ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে?
উত্তর: ঘোড়ার বিবর্তনে যে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে, তা হলো:

1. আকার ও উচ্চতার বৃদ্ধি: Eohippus-এর তুলনায় আধুনিক ঘোড়া (SEquuss) অনেক বড় এবং উঁচু।

2. পায়ের আঙুলের সংখ্যা হ্রাস: আদি ঘোড়ার চারটি কার্যকরী আঙুল থেকে আধুনিক ঘোড়ায় কেবলমাত্র তৃতীয় আঙুলটি ঘুরে পরিণত হয়েছে।

3. পাদান্তির দীর্ঘতা বৃদ্ধি: দৌড়ানোর সুবিধার জন্য মধ্যমা বা মেটাকারপাল। মেটাটারসাল অস্থি দীর্ঘ হয়েছে।

4. দাঁতের পরিবর্তন: ঘাস খাওয়ার জন্য দাঁতের মুকুট (Crown) লম্বা হয়েছে এবং সিমেন্টের আস্তরণ দেখা দিয়েছে।

3.5 কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের ভূমিকা:

ফলন বৃদ্ধি: কৃত্রিম অক্সিন (যেমন— NAA, IBA) প্রয়োগ করে বীজবিহীন ফল (যেমন- টম্যাটো) উৎপাদন করা যায়। এছাড়া, কৃত্রিম জিব্বেরেলিন প্রয়োগে আঙ্গুর গাছের ফলন ও আকার বৃদ্ধি করা যায়।

আগাছা সমস্যার সমাধান: ২৪-ডাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড (২.৪-D) নামক কৃত্রিম অক্সিন ব্যবহার করে একবীজপত্রী ফসলের (যেমন- ধান, গম) ক্ষতি না করে দ্বিবীজপরী আগাছাগুলি ধ্বংস করা যায়।

3.6 কোশচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো।
উত্তর:
কোশচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্কটি হলো:

➤ কোশচক্রের প্রতিটি ধাপ নির্দিষ্ট কিছু চেকপয়েন্ট বা নিয়ন্ত্রণ বিন্দু দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি কোনো কারণে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, তবে কোশগুলি অনিয়ন্ত্রিতভাবে এবং অস্বাভাবিক হারে বিভাজিত হতে থাকে।

➤ এই অনিয়ন্ত্রিত কোশ বিভাজনের ফলেই কোশের সংখ্যা বৃদ্ধি পেয়ে টিউমার বা অর্বুদ সৃষ্টি হয়। এই টিউমার যদি অন্যান্য কলা বা অঙ্গে ছড়িয়ে পড়ার ক্ষমতা অর্জন করে, তখন তাকে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার বলা হয়।

3.7 মটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগযোগী হওয়ায় মেন্ডেল কী কী সুবিধা পেয়েছিলেন?
উত্তর:
মটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগযোগী হওয়ায় মেন্ডেল যে সুবিধাগুলি পেয়েছিলেন:

1. বিশুদ্ধ বংশ বজায় রাখা: স্বপরাগম থাকায় তিনি সহজে বিশুদ্ধ উদ্ভিদ (হোমোজাইগাস) পেতে পারতেন এবং প্রয়োজন না হলে বংশপরম্পরায় বৈশিষ্ট্যগুলি অপরিবর্তিত থাকত।

2. সংকরায়ণ ঘটানো: উভলিঙ্গ ফুল হওয়ায় তিনি প্রয়োজন মতো ইমাস্কুলেশন (পরাগধানী কেটে বাদ দেওয়া) করে সহজেই ইচ্ছামতো পর-নিষেধ বা সংকরায়ণ ঘটাতে পারতেন।

3.8 কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যেতে পারে?
উত্তর: সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে যে সংগ্রাম দেখা যেতে পারে:

1. আন্তঃপ্রজাতি সংগ্রাম: মাংস খাওয়ার জন্য একই প্রজাতির প্রাণীদের (যেমন— একদল হায়েনা বা নেকড়েদের মধ্যে) মধ্যে সংগ্রাম দেখা যেতে পারে।

2. আন্তঃপ্রজাতি সংগ্রাম: বিভিন্ন প্রজাতির প্রাণীদের (যেমন- হায়েনা ও শকুন অথবা চিতাবাঘ ও নেকড়ের মধ্যে) মধ্যে শিকারের মাংস দখলের জন্য সংগ্রাম দেখা যেতে পারে।

3.9 একটি রুইমাছ কীভাবে জলের ওপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়?
উত্তর:
একটি রুইমাছ পটকার সাহায্যে নিম্নলিখিতভাবে জলের ওপরে ভেসে ওঠে বা গভীরে ডুবে যায়: emy

1. উপরে ভেসে ওঠা: পটকার গ্যাস উৎপাদনকারী রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে পটকার ভেতরে গ্যাসের পরিমাণ বাড়ে এবং মাছের আপেক্ষিক ঘনত্ব কমে যায়। ফলে মাছটি জলের ওপরে ভেসে ওঠে।

2. জলের গভীরে ডুবে যাওয়া: পটকার গ্যাস শোষণকারী রেটিয়া মিরাবিলি নামক রক্তজালক পটকা থেকে গ্যাস শোষণ করে নিলে পটকার ভেতরে গ্যাসের পরিমাণ কমে যায় এবং মাছের আপেক্ষিক ঘনত্ব বেড়ে যায়। ফলে মাছটি জলের গভীরে ডুবে যায়।

3.10 জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো।
উত্তর:

বিক্রিয়ক পদার্থ (আদি পৃথিবীর পরিবেশে)উৎপন্ন পদার্থ (প্রাথমিক জৈব অণু)
মিথেন (CH4), অ্যামোনিয়া (NH3), হাইড্রোজেন (H2), জলীয় বাষ্প (H2O)অ্যামিনো অ্যাসিড (যেমন — প্রোটিন, অ্যালানিন)

3.11 স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়?
উত্তর:
স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন পদ্ধতি:

স্পাইরোগাইরা (Spirogyra): এই শৈবালটি মূলত গণ্ডীভবন (Fragmentation) পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে।

প্ল্যানেরিয়া (Planaria): এই প্রাণীটি পুনরুৎপাদন (Regeneration) বা খণ্ডীভবন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে।

3.12 মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো।
উত্তর:
মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন:

দৃষ্টিশক্তি সংক্রান্ত: লেন্সের স্থিতিস্থাপকতা কমে যাওয়ায় প্রেসবায়োপিয়া (চালশে) দেখা যায় এবং দৃষ্টিশক্তি হ্রাস পায়। লেন্স অস্বচ্ছ হয়ে গেলে চোখের ছানি (Cataract) পড়ে।

অস্থি সংক্রান্ত: ক্যালসিয়ামের অভাব এবং হরমোনের কারণে অস্থি দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। এই অবস্থাকে অস্টিওপোরোসিস (Osteoporosis) বলে।

3.1.3 মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি ব্রুসের সাহায্যে দেখাও।
উত্তর:

গ্যামেটX (পিতার)Y (পিতার)
X (মাতার)XX (কন্যা)XY (পুত্র)

• মাতৃদেহে কেবলমাত্র X ক্রোমোজোম থাকে।
• পিতৃদেহ থেকে X ক্রোমোজোম এলে সন্তান কন্যা XX) হবে।
• পিতৃদেহ থেকে Y ক্রোমোজোম এলে সন্তান পুত্র (XY) হবে।
• সুতরাং, সন্তানের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণরূপে পিতার শুক্রাণু (X বা Y) উপর নির্ভরশীল।

3.14 মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালিতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
উত্তর: মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালিতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম:
1. মেরুদণ্ডে অবস্থিত: কক্সিস বা পুচ্ছাস্থি (Merudandor Niche Sthit Pucchasti), যা লেজের অবশিষ্টাংশ।
2. খাদ্যনালিতে অবস্থিত: অ্যাপেন্ডিক্স বা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স (Vermiform Appendix)।

3.15 ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমাণের হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কী কী হতে পারে?
উত্তর: ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমাণের হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম:

জলবায়ু পরিবর্তন ও বন্যা: জলাভূমি ভূগর্ভস্থ জল সঞ্চয় করে এবং বন্যার জল শোষণ করে। জলাভূমি ধ্বংস হলে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যায় এবং বন্যার প্রকোপ বৃদ্ধি পায়।

জীববৈচিত্র্য হ্রাস: জলাভূমি ও কৃষিজমি অনেক জলজ ও স্থলজ প্রাণীর বাসস্থান। এই জমিগুলি ধ্বংস হওয়ায় সেখানকার জীববৈচিত্র্য নষ্ট হয় এবং খাদ্যশৃঙ্খল ব্যাহত হয়।

3.16 ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা পাশের জীবগুলোর বিপন্নতার কারণ কী কী হতে পারে তা নির্ধারণ করো।
উত্তর:

জীবসম্ভাব্য বিপন্নতার কারণ
ইলিশমাত্রাতিরিক্ত আহরণ (Overfishing), নদীতে দূষণ এবং বাঁধ নির্মাণের ফলে প্রজনন ক্ষেত্রে বাধা
মৌমাছিকৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, আবাসস্থল ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন
পেঙ্গুইনবিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে এদের খাদ্যের উৎস (মাছ ও ক্রিল) হ্রাস এবং বাসস্থান (বরফ) ধ্বংস
সর্পগন্ধাঅতিরিক্ত ও অপরিকল্পিত আহরণ (ঔষধ তৈরির জন্য) এবং বাসস্থান ধ্বংস

3.17 বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যেকোনো চারটি তালিকাভুক্ত করো।
উত্তর:
বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যেকোনো চারটি:
1. বন্যপ্রাণী শিকার বা ধরা।
2. গাছ কাটা বা বনের কোনো ক্ষতি করা।
3. পশুপালন বা পশুচারণ করা।
4. বনজ সম্পদ (যেমন— কাঠ, ফল) সংগ্রহ করা।

আরো পড়ুন

মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৬ | Madhyamik Bengali MCQ Suggestion 2026 | Wbbse

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment