Suggestion Madhyamik Suggestion 2025 Madhyamik Geography Suggestion 2025 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ | Wbbse

Madhyamik Geography Suggestion 2025 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ | Wbbse

মাধ্যমিক ২০২৫ এ তোমরা কম সময়ে যাতে ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য আমরা এখানে Madhyamik Geography Suggestion 2025 নিয়ে এসেছি। এখানে সম্ভাব্য প্রশ্নগুলি দিয়ে দেওয়া হল। আশা করি মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। ধন্যবাদ

মাধ্যমিক – ২০২৫

ভূগোল সাজেশন


বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিকা

প্রশ্নমান – ২
১) পর্যায়ন, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় কাকে বলে?

প্রশ্নমান – ৩
১) আরোহন ও অবরোহনের পার্থক্য?

নদীর কার্য

প্রশ্নমান – ২
১) জলবিভাজিকা, নদী অববাহিকা, ধারণ অববাহিকা কাকে বলে ?

প্রশ্নমান – ৩
১) গিরিখাত ও ক্যানিয়ন এর পার্থক্য?
২) নদীর ক্ষয় কার্যের প্রক্রিয়া গুলি লেখ?
৩) ব-দ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ?
৪) সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখ?

প্রশ্নমান – ৫
১) নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ?
২) নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ?

হিমবাহের কাজ

প্রশ্নমান – ২
১) হিমরেখা,হিমশৈল,বার্গস্রুন্ড,ক্রেভাস,মহা দেশীয় হিমবাহ,পাদদেশীয় হিমবাহ,পার্বত্য/উপত্যকা হিমবাহ কাকে বলে?

প্রশ্নমান – ৩

১) ড্রামলিন ও রসে মতানের পার্থক্য?
২) নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য?

প্রশ্নমান – ৫
১) হিমবাহের ক্ষয়/সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ?
২) হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টভুমিরূপ?

বায়ুর কাজ

প্রশ্নমান – ২

১) লোয়েস সমভূমি, পেডিমেন্ট, বাজাদা, মরুদ্যান কাকে বলে?

প্রশ্নমান – ৩
১) বার্খান ও সিফ বালিয়াড়ির পার্থক্য?

বায়ু মন্ডল

প্রশ্নমান – ২

১) এরোসল,এলবেডো,সমোষ্ণরেখা,এলন নো, স্থানীয়বয়ু,জেট বায়ু,অশ্ব অক্ষাংশ, গর্জনশীলা চল্লিশা, বৈপরীত্য উত্তাপ, ডোলড্রাম, ITCZ কাকে বলে?

প্রশ্নমান – ৩
১) ওজন হ্রাসের প্রভাব লেখ?

২) স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য?

৩) অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য?

প্রশ্নমান – ৫
১) উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমন্ডলের স্তর বিন্যাস করো?
২) বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ লেখ?
৩) নিয়তবায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক লেখ?
৪) বিভিন্ন প্রকার নিয়ত বায়ুপ্রবাহের পরিচয় দাও?
৫) বিভিন্ন প্রকার বায়ুচাপ বলয়ের পরিচয় দাও?
৬) বৃষ্টিপাতের শ্রেনিবিভাগ করো?
৭) বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বা প্ৰক্ৰিয়া লেখ?

বারিমন্ডল

প্রশ্নমান – ২
১) মগ্নচড়া,শৈবাল সাগর,হিমপ্রাচীর, সিজিগি,বানডাকা কাকে বলে?
প্রশ্নমান – ৩
১) সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের পার্থক্য?
২) মুখ্য ও গৌন জোয়ারের পার্থক্য?
৩) মরা ও ভরা কোটালের পার্থক্য?

প্রশ্নমান – ৫
১) জোয়ার ভাটার কারন ও ফলাফল লেখ?
২)সমুদ্রস্রোত সৃষ্টির কারণ লেখ?

বর্জ্য ব্যবস্থাপনা

প্রশ্নমান – ২
১) নিষ্কাশন পদ্ধতি(তরল বর্জ্য), স্ক্রাবার, বর্জ্য পদার্থ, বর্জ্য ব্যবস্থাপনার,ই-বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে?
২) গৃহস্থলির বর্জ্য,শিল্প বর্জ্য, কৃষি বর্জ্য, পৌরসভার বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য,তেজস্ক্রিয় বর্জ্যের উৎস লেখ?
প্রশ্নমান – ৩
১) বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা?
২) কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি (কম্পোস্টিং,ল্যন্ডফিল,বর্জ্য পৃথকীকরণ)?
৩) ভাগিরথী ও হুগলী নদীতে বর্জ্যের প্রভাব লেখ?
৪) বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা/উদ্দেশ্য ?
৫)বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা কী ?

ভারতের ভূপ্রকৃতি

প্রশ্নমান – ২
১) দ্যুন, মরুস্থলি, কয়াল, ডেকানট্রাপ, মালনাদ, কারেওরা কাকে বলে?

প্রশ্নমান – ৩
১) পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট পর্বতের মধ্যে পার্থক্য?
২) ভাঙ্গর ও খাদারের পার্থক্য?

প্রশ্নমান – ৫
১) পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো?
২) প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেনিবিভাগ করে আলোচনা করো?
৩) পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য?

ভারতের জল সম্পদ

প্রশ্নমান – ২
১) বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে?

প্রশ্নমান – ৩

১) অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব বা কুফল?

২) বৃষ্টির জল সংরক্ষনের উপায় বা পদ্ধতি?
৩) পশ্চিমবাহিনী নদীর ব-দ্বীপ গড়ে ওঠে না কেনো?

প্রশ্নমান – ৫
১) উত্তর ও দক্ষিণ ভারতের নদ-নদীর পার্থক্য ?

ভারতের জলবায়ু

প্রশ্নমান – ২
১) কালবৈশাখী, মৌসুমি বিস্ফোরণ, লু, আঁধি, আশ্বিনের ঝড়, পশ্চিমি ঝঞ্জা, আম্রবৃষ্টি কাকে বলে?

প্রশ্নমান – ৩
১) মৌসুমি বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক?

প্রশ্নমান – ৫
১) ভারতের জলবায়ু বৈশিষ্ট্য?
২) ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক লেখ?
৩) ভারতের জলবায়ুতে মৌসুমিবায়ুর প্রভাব ।

ভারতের মৃত্তিকা

প্রশ্নমান – ৩

১) মরু মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা,পলি মৃত্তিকা ও পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য ?

স্বাভাবিক উদ্ভিদ

প্রশ্নমান – ৩

১) স্বাভাবিক বনসৃজন ও কৃষি বনসৃজনের সংজ্ঞা লেখ?
২) অরণ্য সংরক্ষনের উপায় বা পদ্ধতি?

ভারতের কৃষিকাজ

প্রশ্নমান – ২

১) জীবিকাভিত্তিক কৃষি,বাগিচা কৃষি, উদ্যান কৃষি,বানিজ্যিক কৃষি ও সবুজ বিপ্লব কাকে বলে?

প্রশ্নমান – ৩
১) রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য ?

প্রশ্নমান – ৫
১) গম,কার্পাস,ধান,চা ও কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ?
২) পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলে কৃষির উন্নতির কারণ?

ভারতের শিল্প

প্রশ্নমান – ২
১) ভারতের উদীয়মান শিল্প, ভারতের রূঢ়, অটোমোবাইল শিল্প, SAIL কাকে বলে ?

প্রশ্নমান – ৫
১) পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ?
২) পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের উন্নতির কারন।
৩) ভারতের মটরগাড়ি শিল্পের উন্নতির কারণ?
৪) ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ?

ভারতের জনসংখ্যা

প্রশ্নমান – ২
১) ধারনযোগ্য উন্নয়ন, জনঘনত্ব, শহর, মহানগর বা মেগাসিটি কাকে বলে?

প্রশ্নমান – ৫
১) শহর গড়ে ওঠার কারণ?
২) ভারতের শহর বা নগরায়নের সমস্যা?
৩) ভারতের জনসংখ্যা অসমবন্টনের কারণ?

পরিবহন ও যোগাযোগ

প্রশ্নমান – ২
১) সোনালী চতুর্ভূজ,হীরক চতুর্ভূজ, শিপিং লেন ও শিপিং লাইন কি?

প্রশ্নমান – ৩
১) আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টানেটের গুরুত্ব লেখ?
২) পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য?

উপগ্রহ চিত্র

প্রশ্নমান – ২

১) পিক্সেল,ব্যান্ড, সেন্সর, সক্রিয় ও নিস্ক্রিয় সেন্সর, মিলিয়ন শিট, ডিগ্রি শিট, ইঞ্চি শিট, হাফ ইঞ্চি শিট, G.T.S, E.C.C কাকে বলে?

প্রশ্নমান – ৩
১) ভূ-সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য?
২) উপগ্রহ চিত্রের সুবিধা (গুরুত্ব/ব্যবহার) ও অসুবিধা বা সমস্যা l
৩) উপগ্রহ চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ?
৪) ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের (টোপোগ্রাফিক্যাল ম্যাপ) সংজ্ঞা ও গুরুত্ব লেখ?

আরো পড়ুন

Madhyamik Bengali Suggestion 2025 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ | Wbbse

Madhyamik Life Science Suggestion 2025 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৫ | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!