Dear students, Madhyamik History Question Paper 2024 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা Madhyamik History Question Paper 2024 নিয়ে এসেছি।
Madhyamik History Question Paper 2024 Answer Set
Madhyamik Question Paper 2024
History (ইতিহাস)
Full Marks – 90 | Time – 3 Hours 15 Minutes
Madhyamik History Question Paper 2024 Solved
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ × ২০ = ২০
১.১ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন—
(ক) শহরের ইতিহাসে
(খ) থানীয় ইতিহাসে
(গ) শিল্পচর্চার ইতিহাসে
(ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
উত্তর : (ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
১.২ ‘নদীয়া কাহিনী’ – গ্রন্থটি রচনা করেন —
(ক) নিখিলনাথ রায়
(খ) কুমুদরঞ্জন মল্লিক
(গ) সতীশচন্দ্র মিত্র
(ঘ) কুমুদনাথ মল্লিক
উত্তর : (ঘ) কুমুদনাথ মল্লিক
১.৩ ‘কাউন্সিল অফ এডুকেশন’ গঠিত হয় —
(ক) ১৮১৩ খ্রিঃ
(খ) ১৮২৩ খ্রিঃ
(গ) ১৮৩৫ খ্রিঃ
(ঘ) ১৮৪২ খ্রিঃ
উত্তর : (ঘ) ১৮৪২ খ্রিঃ
১.৪ গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি প্রকাশিত হয় –
(ক) ১৮১৭ খ্রিঃ
(খ) ১৮২২ খ্রিঃ
(গ) ১৮২৩ খ্রিঃ
(ঘ) ১৮৩৫ খ্রিঃ
উত্তর : (খ) ১৮২২ খ্রিঃ
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন –
(ক) স্যার রমেশচন্দ্র মিত্র
(খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়
(গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(ঘ) স্যার জেমস উইলিয়াম কোলভিল
উত্তর : (গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
১.৬ ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮ খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল ―
(ক) সাঁওতাল হুল
(খ) মুণ্ডা বিদ্ৰোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) রম্পা বিদ্রোহ
উত্তর : (খ) মুণ্ডা বিদ্ৰোহ
১.৭ নীলবিদ্রোহের দু’জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল –
(ক) পাবনা জেলায়
(খ) খুলনা জেলায়
(গ) নদিয়া জেলায়
(ঘ) ফরিদপুর জেলায়
উত্তর : (গ) নদিয়া জেলায়
১.৮ ব্রিটিশ পার্লামেন্ট ‘উন্নততর ভারতশাসন আইন’ পাশ করেছিল —
(ক) ১৫ জুলাই, ১৮৫৮ খ্রিঃ
(খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ
(গ) ১০ অক্টোবর, ১৮৫৮ খ্রিঃ
(ঘ) ৫ ডিসেম্বর, ১৮৫৮ খ্রিঃ
উত্তর : (খ) ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল —
(ক) ভারত সভা
(খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(গ) ল্যাণ্ড হোল্ডার্স সোসাইটি
(ঘ) ভারতের জাতীয় কংগ্রেস
উত্তর : (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১০ নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার —
(ক) সভাপতি
(খ) সহ-সভাপতি
(গ) সম্পাদক
(ঘ) সহ-সম্পাদক
উত্তর : (ঘ) সহ-সম্পাদক
১.১১ বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু,অধ্যাপক ছিলেন –
(ক) গণিত শাস্ত্রের
(খ) রসায়ন শাস্ত্রের
(গ) পদার্থ বিদ্যার
(ঘ) জীববিদ্যার
উত্তর : (গ) পদার্থ বিদ্যার
১.১২ বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন –
(ক) উইলিয়ম কেরি
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(ঘ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
উত্তর : (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.১৩ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন —
(ক) বাবা রামচন্দ্র
(খ) এন. জি. রঙ্গ
(গ) স্বামী সহজানন্দ
(ঘ) ফজলুল হক
উত্তর : (গ) স্বামী সহজানন্দ
১.১৪ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) বিহারে
(খ) গুজরাটে
(গ) রাজস্থানে
(ঘ) যুক্তপ্রদেশে
উত্তর : (গ) রাজস্থানে
১.১৫ গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল —
(ক) ১৯১৮ খ্রিঃ
(খ) ১৯২২ খ্রিঃ
(গ) ১৯২৮ খ্রিঃ
(ঘ) ১৯৩২ খ্রিঃ
উত্তর : (ক) ১৯১৮ খ্রিঃ
১.১৬ ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) ভোগেশ্বরী ফুকোননী শহীদ হয়েছিলেন —
(ক) গুজরাটে
(খ) পাঞ্জাবে
(গ) আসামে
(ঘ) উড়িষ্যায়
উত্তর : (গ) আসামে
১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন ―
(ক) শচীন্দ্র প্রসাদ বসু
(খ) কৃষ্ণকুমার মিত্র
(গ) চিত্তরঞ্জন দাস
(ঘ) আনন্দমোহন বসু
উত্তর : (ক) শচীন্দ্র প্রসাদ বসু
১.১৮ বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যান্সী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন —
(ক) ১৯২৮ খ্রিঃ
(খ) ১৯৩০ খ্রিঃ
(গ) ১৯৩২ খ্রিঃ
(ঘ) ১৯৩৬ খ্রিঃ
উত্তর : (গ) ১৯৩২ খ্রিঃ
১.১৯ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন –
(ক) হৃদয়নাথ কুঞ্জরু
(খ) বল্লভ ভাই প্যাটেল
(গ) পত্তি শ্রীরামালু
(ঘ) পট্টভি সীতারামাইয়া
উত্তর : (গ) পত্তি শ্রীরামালু
১.২০ গোয়া ভারতভুক্ত হয় —
(ক) ১৯৪৭ খ্রিঃ
(খ) ১৯৫৬ খ্রিঃ
(গ) ১৯৬১ খ্রিঃ
(ঘ) ১৯৭১ খ্রিঃ
উত্তর : (গ) ১৯৬১ খ্রিঃ
বিভাগ – খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) ১ × ১৬ = ১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪
২.১.১ কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় ?
উত্তর : ৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসরূপে উদযাপন করা হয় ।
২.১.২ সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয় ?
উত্তর : সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত হয় |
২.১.৩ কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে (২২ জুন) নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়।
২.১.৪ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো : ১ × ৪ = ৪
২.২.১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে
উত্তর : ভুল
২.২.২ নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।
উত্তর : ঠিক
২.২.৩ ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা ।
উত্তর : ভুল
২.২.৪ ‘দি বেঙ্গলী’ পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
উত্তর : ঠিক
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১ × ৪ = ৪
উত্তর :
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো : ১ × ৪ = ৪
২.৪.১ চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) এলাকা ।
২.৪.২ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্ৰ – কানপুর ।
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – দিল্লী ।
২.৪.৪ পুনর্গঠিত রাজ্য – কেরল।
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )
শূন্যস্থান পূরণ করো : ১ × ৪ = ৪
২.৪.১ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন _________।
২.৪.২ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় _________ খ্রিস্টাব্দে।
২.৪.৩ ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন _________।
২.৪.৪ হরিসিং ছিলেন কাশ্মীরের _________।
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : ১ × ৪ = ৪
২.৫.১ বিবৃতি : হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুশাস্ত্রে শিক্ষাদান করা ।
ব্যাখ্যা ২ : এটি ছিল হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য একটি সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান।
ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।
উত্তর : ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।
২.৫.২ বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ১৯২৮ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১ : এটি ছিল কারখানার মালিকশ্রেণির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির একটি আন্দোলন ৷
ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল ঋণ-দাস কৃষিশ্রমিকদের ধনী কৃষকশ্রেণির শোষণ-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন।
উত্তর : ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।
২.৫.৩ বিবৃতি : দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা।
ব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ২ : তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বাংলায় ভারতছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ।
উত্তর : ব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
২.৫.৪ বিবৃতি : ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস রূপে পালিত হয়।
ব্যাখ্যা ১ : রসিদ আলি ছিলেন ‘ভারত ছাড়ো’ আন্দোলনের জনৈক শহীদ।
ব্যাখ্যা ২ : রসিদ আলি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা।
ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।
উত্তর : ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।
বিভাগ – গ
৩। দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি) : ২×১১=২২
৩.১ পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায় ?
উত্তর : প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানবসমাজের ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথষ্ক্রিয়ার ইতিহাস সুদীর্ঘ। এই মিথষ্ক্রিয়ার ইতিহাস পরিবেশের ইতিহাস নামে পরিচিত।
৩.২ আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী ?
উত্তর : বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে—[1] আত্মজীবনী থেকে অনেক সময় সমকালীন সময়ের রাজনৈতিক ঘটনাবলির কথা জানা যায়। [2] আত্মজীবনীতে উল্লিখিত সমকালীন সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। [3] আত্মজীবনীতে উল্লিখিত সমকালীন আর্থসামাজিক ঘটনাবলিও ইতিহাস রচনায় ব্যবহৃত হতে পারে। [4] আত্মজীবনীতে উল্লিখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধিগুলি ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কাজে লাগতে পারে।
৩.৩ আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা-বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?
উত্তর : শিক্ষাক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দের সনদের গুরুত্ব ছিল যে, এর দ্বারা—[1] কোম্পানি প্রতি বছর ১ লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেয়। [2] ভারতে জনশিক্ষার নীতি নির্ধারণের উদ্দেশ্যে ১৮২৩ খ্রিস্টাব্দে ‘জনশিক্ষা কমিটি’ বা ‘কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন’ গঠিত হয়৷
৩.৪ ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন ?
উত্তর : ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয়, কারণ—[1] ভারতীয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় ইউরোপীয় চিকিৎসাশাস্ত্র বিষয়ে শিক্ষাদান, [2] জাতি-বর্ণনির্বিশেষে ভারতীয় যুবকদের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় দক্ষ করে তোলা, [3] দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়মিত দক্ষ ডাক্তার ও নার্স জোগান দেওয়া প্রভৃতি উদ্দেশ্যে ১৮৩৬ খ্রিস্টাব্দে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
৩.৫ ‘পাইক’ কাদের বলা হত ?
উত্তর : ঔপনিবেশিক আমলে মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম প্রভৃতি স্থানের জমিদারের অধীনস্থ যে রক্ষী বাহিনী, তাদের ‘পাইক’ বলা হত। তারা বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত।
৩.৬ ‘হেদায়তী’ নামে কারা পরিচিত ছিল ?
উত্তর : বাংলায় ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা তিতুমিরের অনুগামীরা ‘হেদায়তি’ নামে পরিচিত ছিল।
৩.৭ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল ?
উত্তর : স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’ গ্রন্থটি ভারতবাসীর মধ্যে স্বদেশচেতনা ও দেশপ্রেম জাগ্রত করে, সামাজিক অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথা দূর করার আবেদন জানিয়ে, পাশ্চাত্যকে অন্ধ অনুকরণ না করে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে, দেশের জন্য আত্মবলিদানের পরামর্শ দিয়ে ভারতের জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল।
৩.৮ গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?
উত্তর : উনিশ শতকের বাংলা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে ঔপনিবেশিক সমাজ ও ব্রিটিশ শাসনের বর্বরতা, নিপীড়ন প্রভৃতি নেতিবাচক দিকগুলি তুলে ধরতেন। সে যুগে ব্যঙ্গচিত্রের মাধ্যমে এই ধারণা অন্য কোনো চিত্রকর এতটা সাফল্যের সঙ্গে তুলে ধরেননি| তাই তাঁকে ‘বাংলা ব্যঙ্গচিত্রের জনক’ বলা হয়।
৩.৯ ‘বিদ্যাসাগর সাট’ বলতে কী বোঝায় ?
উত্তর : শিক্ষা ও সমাজ সংস্কারের সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর ছাপাখানার জগতেও তাঁর প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি বাংলা মুদ্রণের জন্য অক্ষরবিন্যাসের এক বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেন। এই পদ্ধতিই ‘বিদ্যাসাগর সাট’ নামে পরিচিত।
৩.১০ বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?
উত্তর : বাংলা ভাষায় বই ছাপার প্রথম পর্বে উনিশ শতকে উত্তর কলকাতার বটতলা প্রেস থেকে ধর্ম সাহিত্য, পঞ্জিকা, নীচুমানের সাহিত্য প্রভৃতি বহু সুলভ বইপত্র প্রকাশিত হত। এই প্রকাশনার গুরুত্বগুলি ছিল — [1] বাঙালি পাঠকের কাছে সুলভে বই পৌঁছে দিয়ে তাদের মধ্যে জ্ঞানের প্রসার ঘটানো, [2] বাংলা মুদ্রণ শিল্পের বিকাশ, [3] বাংলা ভাষার বিকাশ, জাতীয়তাবাদের বিকাশ প্রভৃতি কাজে সহায়তা করা।
৩.১১ কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?
উত্তর : গান্ধিজির নেতৃত্বে কংগ্রেসের অহিংস অসহযোগ আন্দোলন চলাকালীন বাবা রামচন্দ্রের নেতৃত্বে উত্তরপ্রদেশে কৃষকদের অংশগ্রহণে ‘একা আন্দোলন’ শক্তিশালী হয়ে ওঠে। বাবা রামচন্দ্র জওহরলাল নেহরুকে গ্রামে এসে কৃষকদের দুর্দশা সচক্ষে দেখার অনুরোধ জানান (১৯২০)।
৩.১২ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি ছিল— [1] আন্তর্জাতিক শ্রমিক সংগঠনে ভারতীয় সংগঠনের সদস্যপদ গ্রহণ করা, [2] ব্রিটিশ সাম্রাজ্যবাদ- বিরোধী আন্দোলনের মধ্যেই সংগঠিত শ্রমিক আন্দোলন গড়ে তোলা। [3] শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া আদায় করা প্রভৃতি।
৩.১৩ জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরাণীর কীরূপ ভূমিকা ছিল ?
উত্তর : সরলাদেবী চৌধুরানী [1] পত্রিকা ও সংগঠনের মাধ্যমে নারীদের জীবনে নবজাগরণের সূচনা করেন, [2] স্বদেশি আন্দোলনের সময় বয়কট ও স্বদেশি আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন, [3] নারীশিক্ষার প্রসারে সহায়তা করেন, [4] সামাজিক কুসংস্কার দূর করার উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেন। এইসকল কাজের জন্য তাঁকে ‘বাংলার নারীজাতির জননী’ বলা হয় |
৩.১৪ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ‘ইণ্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল ?
উত্তর : বিপ্লবী সূর্য সেন কর্তৃক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (IRA) ছিল ব্রিটিশ ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠন [1] ভারতের সম্পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্য নেয়, [2] সশস্ত্র সংগ্রামকে লড়াইয়ের পন্থা হিসেবে গ্রহণ করে, [3] ব্রিটিশ কর্মকর্তা, পুলিশ ও সরকারি লুণ্ঠন, লাহোরে স্থাপনার উপর সশস্ত্র আক্রমণ চালায়, [4] চট্টগ্রাম অস্ত্রাগার সন্ডার্স-এর হত্যা, বাংলার গভর্নরের উপর আক্রমণ প্রভৃতির মাধ্যমে তারা ব্রিটিশ শাসকদের আতঙ্কিত করে।
৩.১৫ সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ কেন বলা হয় ?
উত্তর : ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়, কারণ — [1] তিনি ছিলেন সর্বদা নীতি ও আদর্শে অটল। [2] তিনি অনমনীয় দৃঢ়তার সঙ্গে স্বাধীন ভারতে অধিকাংশ দেশীয় রাজ্যের ভারতভুক্তি ঘটান।
৩.১৬ উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায় ?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগ ও ভারতের স্বাধীনতা লাভের পর পাকিস্তানের অসংখ্য সংখ্যালঘু হিন্দু ও শিখ নিজেদের মাতৃভূমি ছেড়ে নিঃস্ব অবস্থায় ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়৷ ফলে বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে কর্মসংস্থান, খাদ্যসংস্থান প্রভৃতি ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সরকারও আগত উদ্বাস্তুদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হিমসিম খায়। এর ফলে যে সমস্যা সৃষ্টি হয় তা উদ্বাস্তু সমস্যা নামে পরিচিত।
বিভাগ – ঘ
৪ । সাত বা আটটি বাক্যে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) : ৪ × ৬ = ২৪
উপবিভাগ : ঘ.১
৪.১ উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে ‘বামাবোধিনী পত্রিকা’র ভূমিকা বিশ্লেষণ করো।
৪.২ ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো ।
উপবিভাগ : ঘ. ২
৪.৩ মহাবিদ্রোহ (১৮৫৭)কে কী ‘সামন্ততান্ত্রিক বিদ্রোহ’ বলা যেতে পারে ?
৪.৪ উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ‘ভারতমাতা’ চিত্রটির অবদান কী ছিল ?
উপবিভাগ : ঘ.৩
৪.৫ একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও ।
৪.৬ কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
উপবিভাগ : ঘ.৪
8.৭ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো ।
8.৮ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ – ঙ
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
৫.১ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ? ৫+৩
৫.২ ‘সভা-সমিতির যুগ’ বলতে কী বোঝায় ? উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দুমেলার কীরূপ অবদান ছিল ? ৩+৫
৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । ৮
[ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
বিভাগ – চ
৬। ৬.১ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) : ১×৪=৪
৬.১.১ ‘গ্রামবার্তা প্রকাশিকা’র সম্পাদক কে ছিলেন ?
৬.১.২ কোন বৎসর সাধারণ ব্রাত্মসমাজ প্রতিষ্ঠিত হয় ?
৬.১.৩ ‘হুল’ শব্দের অর্থ কী ?
৬.১.৪ ‘বসুবিজ্ঞান মন্দির’ কে প্রতিষ্ঠা করেন ?
৬.১.৫ কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় ?
৬.১.৬ দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
৬.২ দু’টি অথবা তিনটি বাক্যে নীচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) : ২×৩=৬
৬.২.১ ‘মেকলে মিনিট’ কী ?
৬.২.২ তিতুমির স্মরণীয় কেন ?
৬.২.৩ মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?
৬.২.৪ ‘ভারত সভা’ প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো ।
৬.২.৫ কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ গড়ে ওঠে ?
আরো পড়ুন
Madhyamik Geography Question Paper 2024 With Answer | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৪ | WBBSE
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।