Class 10 Life Science Suggestion 2022 | Chapter 1 will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ এর প্রথম অধ্যায় – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি Madhyamik Life Science Suggestion 2022 | Chapter 1 এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 Life Science Suggestion 2022 এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ । Madhyamik Life Science Suggestion 2022
প্রথম অধ্যায় – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
* সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.যে যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন যে উদ্ভিদের প্রাণ আছে সেটি হলাে—
A) আর্ক ইন্ডিকেটর
B) ক্রেস্কোগ্রাফ
C) মাইক্রোস্কোপ
D) টেলিস্কোপ
Ans : B) ক্রেস্কোগ্রাফ
2.নিচের কোনটি অন্তক্ষরা গ্রন্থি –
A) অশ্রুগ্রন্থি
B) শ্বেদগ্রন্থি
C) লালাগ্রন্থি
D) থাইরয়েড গ্রন্থি
Ans : D) থাইরয়েড গ্রন্থি
3.থাইরয়েড গ্রন্থির অবস্থান হলাে—
A) মস্তিস্কে
B) গ্রীবাদেশে
C) বৃক্কের উপরে
D) দেহ গহ্বরে
Ans : B) গ্রীবাদেশে
4.“আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স” থাকে —
A) গ্রীবাদেশে ট্রাকিয়ায়
B) মস্তিস্কে
C) অগ্নাশয়ে
D) শুক্রাশয়ে
Ans : C) অগ্নাশয়ে
5.ADH এর অভাবে যে রােগটি হয়—
A) ডায়াবেটিস মিলাইটাস
B) ডায়াবেটিস ইনসিপিডাস
C) (i) ও (ii) উভয়ই
D) কোনােটিই নয়
Ans : B) ডায়াবেটিস ইনসিপিডাস
6.গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে বলে—
A) গ্লাইকোলাইসিস
B) গ্লাইকোজেনেসিস
C) নিওগ্লুকোজেনেসিস
D) কোনটি নয়
Ans : B) গ্লাইকোজেনেসিস
7.অ্যান্টিডায়াবেটিক হরমােনটি হলাে—
A) থাইরক্সিন
B) ACTH
C) অ্যাডিনালিন
D) ইনসুলিন
Ans : D) ইনসুলিন
8.জরুরিকালীন বা সংকটকালীন হরমােনটি হলাে –
A) অ্যাড্রিনালিন
B) থাইরক্সিন
C) ইস্ট্রোজেন
D) নর-অ্যাড্রিনালিন
Ans : A) অ্যাড্রিনালিন
9.নালিবিহীন গ্রন্থিকে বলে—
A) অন্তক্ষরা গ্রন্থি
B) বহিঃক্ষরা গ্রন্থি
C) মিশ্রগ্রন্থি । |
D) কোনােটি নয়।
Ans : A) অন্তক্ষরা গ্রন্থি
10.অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয়প্রকার কাজ করে—
A) অন্তক্ষরা গ্রন্থি
B) বহিঃক্ষরা গ্রন্থি
C) মিশ্রগ্রন্থি
D) কোনােটি নয়
Ans : C) মিশ্রগ্রন্থি
11.যে হরমােনটি BMR এবং রক্তচাপ বৃদ্ধি করে সেটি হলাে—
A) ইনলুলিন
B) গ্লুকাগােন
C) অ্যাড্রিনালিন
D) STH
Ans : C) অ্যাড্রিনালিন
12.ক্যালােরিজেনিক হরমােনটি হলাে—
A) ACTH
B) FSH
C) অ্যাডিনালিন
D) থাইরক্সিন
Ans : D) থাইরক্সিন
13.যে যে হরমােনটি শ্বাসকষ্ট লাঘবে ব্যবহার হয় সেটি হলাে—
A) থাইরক্সিন
B) অ্যাড্রেনালিন
C) প্রােল্যাকটিন
D) কোনােটি নয়
Ans : B) অ্যাড্রেনালিন
14.রসস্ফীতির তারতম্যে চলন দেখা যায়—
A) সূর্যমুখী গাছে
B) বনচাঁড়াল গাছে
C) আম গাছে
D) পদ্মে
Ans : B) বনচাঁড়াল গাছে
15.আলােক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলে—
A) ফটোট্রপিক চলন
B) জিওট্রপিক চলন
C) হাইড্রোট্রপিক চলন
D) ট্যাকটিক চলন
Ans : A) ফটোট্রপিক চলন
16.প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়সাধনের কাজ করে—
A) নিউরােন
B) উৎসেচক
C) হরমােন
D) রক্ত
Ans : C) হরমােন
17.সুপ্রিম কমান্ডার হলাে—
A) পিটুইটারি
B) হাইপােথ্যালামাস
C) থাইরয়েড
D) অ্যাড্রিনাল গ্রন্থি
Ans : B) হাইপােথ্যালামাস
18.নীচের যে হরমােনটি বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে সেটি হলাে—
A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) সাইটোকাইনিন
D) ইথিলিন
Ans : A) অক্সিন
19.বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে —
A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) সাইটোকাইনিন
D) ইথিলিন
Ans : B) জিব্বেরেলিন
20.অগ্রন্থ প্রকটতায় সাহায্যকারী হরমােনটি হলাে—
A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) সাইটোকাইনিন
D) আবসেসিক অ্যাসিড
Ans : A) অক্সিন
21.বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে—
A) আবসেসিক অ্যাসিড
B) জিব্বেরেলিন
C) অক্সিন
D) সাইটোকাইনিন
Ans : A) অক্সিন
22.হরমােন হলাে এক ধরনের —
A) ভৌত সমন্বয়ক
B) উৎসেচক
C) ভিটামিন
D) রাসায়নিক সমন্বয়ক
Ans : D) রাসায়নিক সমন্বয়ক
21.প্রাকৃতিক অক্সিন হলাে—
A) IAA
B) IPA
C) IBA
D) 2, 4-D
Ans : A) IAA
22.উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে—
A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) সাইটোকাইনিন
D) ইথিলিন
Ans : A) অক্সিন
23.সঠিক জোড়াটি নির্বাচন করাে—
A) অক্সিন হরমােন—অগ্রন্থ প্রকটতা ঘটায়
B) জিব্বেরেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে
C) সাইটোকাইনিন—উদ্ভিদের কোশ বিভাজন ঘটায়
D) উপরের সবক’টি সঠিক
Ans : D) উপরের সবক’টি সঠিক
24.‘ক’ স্তম্ভ ও ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তর নির্বাচন করাে।
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(A) আলফা কোশ | (i) ইনসুলিন |
(B) বিটা কোশ | (ii) গ্লুকাগন |
(C) ডেলটা কোশ | (iii) সােমাটোস্টেটিন |
(A) A-III, B-I, C-II,
(B) A-II, B-I, C-III,
(C) A-I, B-III, C-II,
(D) A-II, B-III, C-I,
Ans : (B) A-II, B-I, C-III,
25.হরমােন সম্পর্কিত নীচের যে বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করাে—
A) অ্যাড্রিনালিন ব্রংকিওলগুলিকে প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে
B) টেস্টোস্টেরন পুরুষদেহের গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে
C) প্রােজেস্টেরন স্ত্রীদেহে অমরা গঠনে ও ডিম্ব উৎপাদনে বাধা দেয়
D) ইস্টোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়
Ans : C) প্রােজেস্টেরন স্ত্রীদেহে অমরা গঠনে ও ডিম্ব উৎপাদনে বাধা দেয়
26.নীচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করাে—
A) থাইরক্সিন হরমােন ক্রেক্সচক্রের সক্রিয়তা বাড়ায়
B) অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়
C) অ্যাড্রিনালিন হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায়
D) উপরের সবক’টি সঠিক
Ans : D) উপরের সবক’টি সঠিক
27.প্রভুগ্রন্থি (Master gland) বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হলাে—
A) পিটুইটারি
B) হাইপােথ্যালামাস
C) প্যানক্রিয়াস
D) থাইরয়েড
Ans : A) পিটুইটারি
28.‘আপৎকালীন বা জরুরিকালীন হরমােন’ হরমােন হলাে—
A) STH
B) থাইরক্সিন
C) অ্যাড্রিনালিন
D) কোনােটিই নয়
Ans : C) অ্যাড্রিনালিন
29.ক্যালােরিজেনিক হরমােনটি হলাে—
A) ইনসুলিন।
B) ACTH
C) থাইরক্সিন
D) অ্যাড্রিনালিন
Ans : C) থাইরক্সিন
30.গয়টার রােগের কারণ হলাে—
A) থাইরক্সিন কম ক্ষরণ
B) থাইরক্সিন বেশি ক্ষরণ
C) ইনসুলিন বেশি ক্ষরণ
D) কোনােটিই নয়
Ans : B) থাইরক্সিন বেশি ক্ষরণ
31. BMR নিয়ন্ত্রণ করে—
A) STH
B) ACTH
C) থাইরক্সিন
D) গ্লুকাগন
Ans : C) থাইরক্সিন
32. ইনসুলিন ক্ষরিত হয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের —
A) আলফা কোশ থেকে
B) বিটা কোশ থেকে
C) ডেলটা কোশ থেকে
D) সবক’টি থেকে
Ans : B) বিটা কোশ থেকে
33. ADH-এর অভাবে যে রােগটি হয়—
A) ডায়াবেটিস মিলাইটাস
B) ডায়াবেটিস ইনসিপিডাস
C) (i) ও (ii) উভয়ই
D) কোনােটিই নয়
Ans : B) ডায়াবেটিস ইনসিপিডাস
34. রক্তে শর্করার পরিমাণ কমাতে যে হরমােনটি সাহায্য করে সেটি হলাে—
A) ইস্ট্রোজেন
B) প্রােজেস্টেরন
C) ইনসুলিন
D) গ্লুকাগন
Ans : C) ইনসুলিন
35. মানুষের করােটিক স্নায়ুর সংখ্যা হলাে—
A) 12টি
B) 12 জোড়া
C) 31টি
D) 31 জোড়া
Ans : B) 12 জোড়া
36. মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা হলাে—
A) 12টি
B) 31টি
C) 12 জোড়া
D) 31 জোড়া
Ans : D) 31 জোড়া
37. মস্তিষ্কের আবরণকে বলে—
A) মেনিনজেস
B) পুরা
C) পেরিকাডিয়াম
D) পেটিটোনিয়াম
Ans : A) মেনিনজেস
38.র্যানভিয়ারের পর্ব দেখা যায় স্নায়ুকোশের —
A) অ্যাক্সনে
B) ড্রেনড্রোনে
C) কোশদেহে
D) কোনােটি নয়
Ans : A) অ্যাক্সনে
39.গুরুমস্তিষ্কের যােজকটির নাম হলাে—
A) করপাস ক্যালােসাম
B) ভারমিস
C) ফোরেমনের ছিদ্র
D) থ্যালামাস
Ans : A) করপাস ক্যালােসাম
40.চোখের প্রতিবিম্ব গঠিত হয়—
A) লেন্সে
B) রেটিনাতে
C) কর্নিয়াতে
D) ফ্লুেরাতে
Ans : B) রেটিনাতে
41.প্রাণীদেহে ভৌত সমন্বয়সাধনে সাহায্য করে—
A) উৎসেচক
B) স্নায়ুতন্ত্র
C) হরমােন
D) রক্ত
Ans : B) স্নায়ুতন্ত্র
42.স্নায়ুতন্ত্রের ধারক কোশের নাম হলাে—
A) নিউরােন
B) রডকোশ
C) নিউরােগ্লিয়া কোশ
D) নেফ্রন
Ans : C) নিউরােগ্লিয়া কোশ
43.দুটি নিউরােনের সংযােগস্থলকে বলে—
B) সাইন্যাপসিস
B) সাইন্যাপটিক নব
C) সাইন্যাপস
D) অ্যাক্সন হিলক
Ans : C) সাইন্যাপস
44.মায়ােলিন আবরণ গঠনে সাহায্য করে —
A) কোশদেহ
B) সােয়ান কোশ
C) ডেনড্রন
D) কোনটি নয়
Ans : B) সােয়ান কোশ
45.মায়ােলিন আবরণ (মায়ােলিন সিদ) থাকে –
A) কোশদেহে
B) অ্যাক্সনে
C) ড্রেনড্রোনে
D) সবকটিতে
Ans : A) কোশদেহে
46.গুরুমস্তিস্কের কাজ হলাে—
A) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ
B) স্মৃতি, বুদ্ধি, চিন্তা ইত্যাদি নিয়ন্ত্রণ
C) দেহের ভারসাম্য নিয়ন্ত্রন
D) সবকটি
Ans : B) স্মৃতি, বুদ্ধি, চিন্তা ইত্যাদি নিয়ন্ত্রণ
47.হৃৎস্পন্ধন ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে—
A) পনস
B) গুরুমস্তিস্ক
C) লঘুমস্তিষ্ক
D) সুষম্নশীর্ষক
Ans : D) সুষম্নশীর্ষক
48.মানুষের মস্তিস্কে স্নায়ুকোশের সংখ্যা প্রায় —
A) 10 লক্ষ
B) 10 কোটি
C) 10 শত কোটি
D) কোনােটি নয়
Ans : C) 10 শত কোটি
49.প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলাে—
A) ক্ষণপদ
B) মাংসলপদ
C) সিলিয়া
D) ফ্লাজেলা
Ans : C) সিলিয়া
50.ফ্লাজেলার মাধ্যমে গমনকে বলে –
A) অ্যামিবয়েড গমন
B) ফ্লাজেলীয় গমন
C) সিলিয়ারি গমন
D) কোনােটিই নয়
Ans : B) ফ্লাজেলীয় গমন
51.গমনে অক্ষম প্রাণী হলাে—
A) কেঁচো
B) শামুক
C) প্রবাল
D) সবকটি
Ans : C) প্রবাল
52.পাখির ডানায় পালকের সংখ্যা হলাে—
A) 23টি
B) 23 জোড়া
C) 12টি
D) 12 জোড়া
Ans : A) 23টি
53.উদ্ভিদ হরমােনকে বলে—
A) ফাইটোহরমােন
B) উৎসেচক
C) ভিটামিন
D) কোনটিই নয়
Ans : A) ফাইটোহরমােন
54.উদ্ভিদ হরমােন ক্ষরিত —
A) মূল থেকে
B) কাণ্ড থেকে
C) ভাজক কলা থেকে
D) স্থায়ী কলা থেকে
Ans : C) ভাজক কলা থেকে
55.প্রথম আবিস্কৃত উদ্ভিদ হরমােনটি হলাে—
A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) সাইটোকাইনিন
D) ইথিলিন
Ans : A) অক্সিন
56.নিচের কোনটি কৃত্রিম অক্সিন হরমােন —
A) NAA
B) IBA
C) 2, 4-D
D) সবগুলি
Ans : D) সবগুলি
57.জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয়—
A) সংবেদন
B) উত্তেজিত
C) উদ্দীপক
D) সবগুলিই
Ans : B) উত্তেজিত
58.উদ্ভিদরাও প্রাণীদের মতাে সংবেদনশীল—কথাটি প্রথম বলেন—
A) মেডেল
B) ডারউইন।
C) জগদীশচন্দ্র বসু
D) রবার্ট হুক
Ans : C) জগদীশচন্দ্র বসু
59.পরিবেশের যে সকল পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাদের বলে —
A) উদ্দিপক
B) উৎসেচক
C) সংবেদন
D) অনুঘটক
Ans : A) উদ্দিপক
60.নিচের কোনটি হাইপােথ্যালামাস হইতে নিঃসৃত হয় —
A) GHRH
B) GnRH
C) TRH
D) সবকটি
Ans : D) সবকটি
Class 10 Life Science Suggestion 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
*দু-একটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১)
1.কবজা বা হি সন্ধি (Hings Joint) মানবদেহে কোথায় দেখা যায় ?
Ans : কবজা বা হিঞ্জ সন্ধি মানবদেহের কনুই ও হাঁটুতে দেখা যায়।
2.বল ও সকেট সন্ধি মানবদেহে কোথায় দেখা যায় ?
Ans : বল ও সকেট সন্ধি মানবদেহে কঁধ ও কোমরে দেখা যায়।
3.কঙ্কাল পেশি কোথায় থাকে ?
Ans : কঙ্কাল পেশি কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে।
4.একটি ফ্লেক্সন পেশির উদাহরণ দাও।
Ans : বাইসেপস পেশি হলাে ফ্লেক্সন পেশির উদাহরণ।
5.অক্সিন হরমােনের রাসায়নিক নাম কী ?
Ans : ইন্ডােল অ্যাসেটিক অ্যাসিড (Indol Acetic Acid)।
6.ডাবের জলে (নারকেলে) কোন হরমােন থাকে ?
Ans : সাইটোকাইনিন বা কাইনিন।
7.“উদ্ভিদেরাও প্রাণীর মতাে সংবেদনশীল” – কথাটি কে বলেন?
Ans : জগদীশচন্দ্র বসু।
8.চোখের কোন রােগে কাছের দৃষ্টি ব্যাহত হয় ?
Ans : হাইপার মেট্রোপিয়া।
9.মানুষের চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখাে।
Ans : অপটিক স্নায়ু।
10.কোন হরমােন লােহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে?
Ans : থাইরক্সিন।
11.কোন হরমােন মৌল বিপাকীয় হার (BMR) নিয়ন্ত্রণ করে ?
Ans : থাইরক্সিন।
12.মায়ােপিয়ার ত্রুটি দূরীকরণে কোন লেন্স ব্যবহূত হয়?
Ans : অবতল লেন্স।
13.সন্তান প্রসবে সাহায্যকারী হরমােনের নাম লেখাে।
Ans : অক্সিটোসিন।
14.কোন কোশ অঙ্গাণু না থাকায় স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না?
Ans : সেন্ট্রোজোম না থাকায় স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না।
15.কোন প্রকার স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায় ?
Ans : সংজ্ঞাবহ স্নায়ু (Sensory Nerves)।
16.কোন প্রকার স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে প্রেরণ করে?
Ans : চেষ্টীয় স্নায়ু (Motor Nerves)।
17.একটি মিশ্র স্নায়ুর নাম লেখাে।
Ans : ভ্যাগাস হলাে একটি মিশ্র স্নায়ু (Mixed Nerves)।
18.মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
Ans : সেরিবেলাম বা লঘুমস্তিস্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
19.প্রেরক কেন্দ্র বা Relay Centre মস্তিস্কের কোন অংশ ?
Ans : থ্যালামাসকে প্রেরক কেন্দ্র বা রিলে সেন্টার বলে।
20.গুরুমস্তিষ্কের (সেরিব্রাম) কাজ লেখাে।
Ans : স্মৃতি, বুদ্ধি, চিন্তা ইত্যাদি মানসিক বােধ নিয়ন্ত্রণ করে।
21.মস্তিষ্কের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে?
Ans : সুষুম্নাকাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
22.মানুষের অক্ষিগােলকের আলােকসুবেদী স্তরটির নাম কী ?
Ans : অক্ষিগােলকের আলােকসুবেদী স্তরটি হলাে রেটিনা (Retina)
23.অক্ষিগােলকের কোন অংশে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় ?
Ans : পীতবিন্দুতে (Yellow spot) স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়।
24.পাখির গমন অঙ্গের নাম কী ?
Ans : পাখির গমন অঙ্গের নাম ডানা ও পা।
25.কোন পাখনা মাছকে জলে ভাসতে সাহায্য করে ?
Ans : বক্ষ পাখনা ও শ্রেণি পাখনা মাছকে জলে ভাসতে সাহায্য করে।
26.গমনের সময় মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?
Ans : গমনের সময় লঘুমস্তিষ্ক (Cerebellum) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
27.প্রাণীদেহে ভৌত সমন্বয়কের নাম কী ?
Ans : স্নায়ুতন্ত্র হলাে প্রাণীদের ভৌত সমন্বয়ক।
28.স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কী বলে?
Ans : স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরােন বা স্নায়ুকোশ বলে।
29.নিউরােনের দীর্ঘ প্রবর্ধককে কী বলে ?
Ans : নিউরােনের দীর্ঘ প্রবর্ধককে অ্যাক্সন বলে ।
30.নিউরােনের ক্ষুদ্র ও শাখাপ্রশাখাযুক্ত প্রবর্ধককে কী বলে?
Ans : নিউরােনের ক্ষুদ্র ও শাখাপ্রশাখাযুক্ত প্রবর্ধককে ডেনড্রন বলে।
31.দুটি নিউরােনের সংযােগস্থলকে কী বলে ?
Ans : দু’টি নিউরােনের সংযােগস্থলকে সাইন্যাপস বলে।
32.নিউরােনের যে অংশ থেকে অ্যাক্সন উৎপন্ন হয় তাকে কী বলে ?
Ans : অ্যাক্সন হিলক বলে।
Madhyamik Life Science Suggestion 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
* শূন্যস্থান পূরণ করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.মানুষের গমন পদ্ধতিকে …………… বলে।
Ans : দ্বিপদগমন
2. ICSH ………… গ্রন্থি থেকে ক্ষরিত হয়।
Ans : পিটুইটারি
3. ………….. হরমােন BMR নিয়ন্ত্রণ করে।
Ans : থাইরক্সিন
4. ……….. গ্রন্থি হলাে প্রভু গ্রন্থির প্রভু।
Ans : হাইপােথ্যালামাস
5. হরমােনকে ……….. সমন্বয়ক বলা হয়।
Ans : রাসায়নিক
6. ………..লেন্সের চশমা হাইপারমেট্রোপিয়াতে ব্যবহার করা হয়।
Ans : উত্তল
7. রড কোশ ………. আলােতে দেখতে সাহায্য করে।
Ans : মৃদু
Class 10 Life Science Suggestion 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
* সত্য অথবা মিথ্যা নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.ইনসুলিন অ্যান্টিডায়াবেটিক হরমােন।
Ans : সত্য
2.অস্থিসন্ধিগুলি লিগামেন্ট নামক বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে।
Ans : সত্য
3.মানুষের দৃষ্টি হলাে দ্বিনেত্র দৃষ্টি।
Ans : সত্য
4.ACTH -কে গ্রোথ হরমােন বলে।
Ans : মিথ্যা
5.থাইরক্সিন কম ক্ষরণে সাধারণ গলগণ্ড রােগ হয়।
Ans : সত্য
6.নিউরােনের কোশদেহকে নিউরােসাইটন বলে।
Ans : সত্য
7.নিউরােন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর উপাদানটি হলাে নিউরােগ্লিয়া।
Ans : সত্য
8.রেটিনার পীতবিন্দুতে সবচেয়ে ভালাে প্রতিবিম্ব সৃষ্টি হয়।
Ans : সত্য
9.গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়।
Ans : সত্য
10.প্রাণীদের গমনের জন্য চলন অবশ্যই দরকার।
Ans : সত্য
11.রসস্ফীতির তারতম্যের জন্য বাড়ালের পাতার পার্শ্বপত্রক ওঠা-নামা করে।
Ans : সত্য
* স্তম্ভ মেলাও
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1.অগ্রন্থ প্রকটতা ঘটায় | (a) সাইটোকাইনিন |
2.বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে | (b) ফ্লোরিজেন |
3.কোশ বিভাজন ঘটায় | (c) অক্সিন |
4.ফুল ফোটাতে সাহায্য করে | (d) ইথিলিন |
5.ফল পাকাতে সাহায্য করে | (e) জিব্বেবেলিন |
6. | (f) অ্যাবসেসিক অ্যাসিড |
Ans : 1→ c, 2 → e, 3 → a, 4 → b, 5 → d
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1.দেহে সর্বত্র পাওয়া যায় যে হরমােন | (a) ADH বা ভেসােপ্রেসিন |
2.হদে উৎপাদন বাড়ায় | (b) মিশ্রগ্রন্থি |
3.বৃক্কীয় নালিকার পুনরকোষন সাহায্যকারী | (c) প্রােটোগ্লান্ডিন |
4.অনাল ও সনাল উভয়প্রকার গ্রান্থর কাজ করে | (d) অ্যাড্রিনালিন |
5.প্রথম আবিস্কৃত হরমােন | (e) সিক্রেটিন |
(f) STH |
Ans : 1→ C, 2 → D, 3→ A, 4 → B, 5 → E
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1.দূরের দৃষ্টি ব্যাহত হয় | (a) অবতল লেন্স ব্যবহারে |
2.কাছের দৃষ্টি ব্যাহত হয় | (b) উত্তল লেন্স ব্যবহারে |
3.মায়ােপিয়া ত্রুটি দূর হয় | (c) মায়ােপিয়া রােগে |
3.হাইপার মেট্রোপিয়া ত্রুটি দুর হয় | (d) বাইফোকাল সেন্স ব্যবহার |
4.প্রেসবায়ােপিয়ার ত্রুটি দুর হয় | (e) ছানি পড়া রােগে |
(f) হাইপার মেট্রোপিয়াতে |
Ans : 1 → c, 2 → f, 3 → a, 4 → b, 5 → d
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1.অ্যান্টিডায়াবেটি হরমােন | (a) থ্যাইরক্সিন |
2.অ্যান্টি ডাই ইউরেটিক | (b) ইনসুলিন |
3.ক্যালােরিজেনিক হরমােন | (c) প্রােল্যাকটিন |
4.ইমারজেন্সি হরমােন | (d) ভেসােপ্রেসিন |
5.মাতৃ দুদ্ধক্ষরণকারী হরমােন | (e) অ্যাড্রিনালিন |
(f) STH |
Ans :1 → B, 2 → D, 3 → A, 4 → e, 5 → C
* পুরাে নাম লেখাে
IAA | ইন্ডােল অ্যাসিটিক অ্যাসিড |
IBA | ইন্ডােল বিউটারিক অ্যাসিড |
IPA | ইন্ডােল প্রােপিয়ােনিক অ্যাসিড |
NAA | ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড |
2,4 – D | 2, 4 – ডাইক্লোরােফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড |
2,4,5 – T | 2, 4, 5 ট্রাইক্লোরােফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড |
GA | জিব্বেরেলিক অ্যাসিড |
ABA | অ্যাবসেসিক অ্যাসিড |
STH | সােমাটোট্রপিক হরমােন। |
TSH | থাইরয়েড স্টিমুলেটিং হরমােন। |
GH | গ্রোথ হরমােন। |
ACTH | অ্যাড্রিনাে কটিকোট্রপিক হরমােন। |
FSH | ফলিকুলার স্টিমুলেটিং হরমােন। |
ICSH | ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমােন। |
LH | লিউটিনাইজিং হরমােন। |
ADH | অ্যান্টি ডাইইউরেটিক হরমােন। |
LTH | লিউটোট্রপিক হরমােন। |
GTH | গােনাডােট্রপিক হরমােন। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।