Class 10 Life Science Suggestion 2022 | Chapter 2 will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ এর দ্বিতীয় অধ্যায় – জীবনের প্রবহমানতা থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি Madhyamik Life Science Suggestion 2022 | Chapter 2 এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 Life Science Suggestion 2022 এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ । Madhyamik Life Science Suggestion 2022
দ্বিতীয় অধ্যায় – জীবনের প্রবহমানতা
* সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1. হ্রাস বিভাজন বলে—
A) অ্যামাইটোসিস
B) মাইটোসিস
C) মিয়ােসিস
D) কোনােটি নয়
Ans : C) মিয়ােসিস
2. মানবদেহের দেহকোশে ক্রোমােজোমের সংখ্যা হলাে –
A) 46টি
B) 44টি
C) 23টি
D) 22টি
Ans : A) 46টি
3. দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে উৎপন্ন কোশটিকে বলে —
A) গ্যামেট
B) গেমিউল
C) জাইগােট
D) জাইগােস্পাের
Ans : C) জাইগােট
4. মাইটোসিস কোশ বিভাজনের যে দশায় ক্রোমােটিড দুটি আলাদা হয় সেটি হলাে—
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D টেলােফেজ
Ans : C) অ্যানাফেজ
5. নীচের কোন উদ্ভিদ অর্ধবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে?
A) কচুরিপানা
B) আদা
C) পাথরকুচি
D) জবা
Ans : A) কচুরিপানা
6. কোশ বিভাজনের যে দশায় নিউক্লিওপৰ্দা বিলুপ্ত হয় সেটি হলাে—
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলােফেজ
Ans : A) প্রফেজ
7. যে নাইট্রোজেন বেসটি DNA-তে থাকে না, RNA-তে থাকে সেটি হলাে—
A) অ্যাডেনিন
B) গুয়ানিন
C) থাইমিন
D) ইউরাসিল
Ans : D) ইউরাসিল
8. যৌন জননের একক হলাে –
A) রেণু
B) গ্যামেট
C) শুক্রাশয়
D) ডিম্বাশয়
Ans : B) গ্যামেট
9. নীচের কোন প্রাণীতে কোরকোদগম দেখা যায় ?
A) হাইড্রা
B) অ্যামিবা
C) চ্যাপ্টাকৃমি
D) প্যারামেসিয়াম
Ans : A) হাইড্রা
10. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয় ?
A) প্রােফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলােফেজ
Ans : B) মেটাফেজ
11. মিয়ােসিস কোশ বিভাজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়?
A) মিয়ােসিস কোশ বিভাজন জনন কোশ সৃষ্টির সময় ঘটে l
B) এই প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড জনন কোশ সৃষ্টি হয়।
C) মিয়ােসিস কোশ বিভাজনকে সমবিভাজন বলে।
D) এই প্রক্রিয়ায় জনন মাতৃকোশটি দু’বার বিভাজিত হয়।
Ans : C) মিয়ােসিস কোশ বিভাজনকে সমবিভাজন বলে।
12. নিম্নলিখিত কোনটি যৌন জননের বৈশিষ্ট্য ?
A) জনিতু জীবের সংখ্যা একটি
B) অপত্য জীব জিনগতভাবে জনিতৃ জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়
C) এইপ্রকার জননে মাইটোসিস কোশ বিভাজন ঘটে
D) অপত্য জীব জিনগতভাবে জনিতৃ জীবের অনুরূপ হয়
Ans : B) অপত্য জীব জিনগতভাবে জনিতৃ জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়
13. কোশচক্রের যে দশায় DNA সংশ্লেষ ঘটে সেটি হলাে –
A) G1
B) S
C) G2
D) M দশা
Ans : B) S
14. নীচের কোনটি পক্ষীপরাগী উদ্ভিদ ?
A) ধান
B) আম
C) পাতাঝাঝি
D) শিমুল
Ans : D) শিমুল
15. ক্রোমােজোমের মুখ্য উপাদান হলাে—
A) নিউক্লিক অ্যাসিড (DNA ও RNA)
B) হিস্টোন প্রােটিন
C) রাইবােনিউক্লিক অ্যাসিড
D) নিউক্লিক অ্যাসিড ও প্রােটিন
Ans : D) নিউক্লিক অ্যাসিড ও প্রােটিন
16. DNA-র দ্বিতন্ত্রী নকশা আবিষ্কার করেন—
A) ওয়াটশন ও ক্রিক
B) স্যাটন ও বােভেরী
C) রবার্টহুক
D) ওয়ালডেয়ার
Ans : A) ওয়াটশন ও ক্রিক
17. নীচের কোনটি সঠিক পর্যায় ?
A) প্রফেজ, অ্যানাফেজ , টেলােফেজ, মেটাফেজ
B) প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলােফেজ
C) অ্যানাফেজ, প্রফেজ, মেটাফেজ, টেলােফেজ
D) অ্যানাফেজ, মেটাফেজ, প্রফেজ, টেলােফেজ
Ans : B) প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলােফেজ
18. মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে ?
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলােফেজ
Ans : D) টেলােফেজ
19. কোশচক্রের সঠিক ক্রমটি হলাে
A) M → G1 S→ G2
B) S → G1 → G2 → M
C) G1 →S → G2 → M
D) G1 → G2 S → M
Ans : C) G1 →S → G2 → M
20. মেটাসেন্ট্রিক ক্রোমােজোম কোশ বিভাজনের অ্যানাফেজ দশায় কেমন দেখায় ?
A) V-আকৃতির
B) L-আকৃতির
C) J-আকৃতির
D) I-আকৃতির
Ans : A) V-আকৃতির
21.বয়ঃসন্ধিকালের বয়সসীমা হলাে—
A) 5-10 বছর
B) 12-20 বছর
C) 20-30 বছর
D) 30-40 বছর
Ans : B) 12-20 বছর
22. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হলাে—
A) ব্যারােমিটার
B) ক্রেসকোগ্রাফ
C) মাইক্রোস্কোপ
D) অক্সানােমিটার
Ans : D) অক্সানােমিটার
23. পাখির মাধ্যমে পরাগ সংযােগকে বলে –
A) অ্যানিমােফিলি
B) অরনিথােফিলি
C) হাইড্রোফিলি
D) এন্টোমােফিলি
Ans : B) অরনিথােফিলি
24.বায়ুর মাধ্যমে পরাগসংযােগকে বলে –
A) এন্টোমােফিলি
B) অরনিথােফিলি
C) অ্যানিমােফিলি
D) হাইড্রোফিলি
Ans : C) অ্যানিমােফিলি
25.কীটপতঙ্গের মাধ্যমে পরাগসংযােগকে বলে –
A) অরনিথােফিলি
B) এন্টোমােফিলি
C) অ্যানিমােফিলি
D) হাইড্রোফিলি
Ans : B) এন্টোমােফিলি
26.অনিষিক্ত ডিম্বাণু থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টিকে বলে—
A) অঙ্গজ জনম
B) অযৌন জনন
C) যৌন জনন
D) অপুংজনি
Ans : D) অপুংজনি
27.পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট-এর মিলনকে বলে—
A) জাইগােট
B) নিষেক
C) গ্যামেটোজেনেসিস
D) হাইড্রোফিলি
Ans : B) নিষেক
28.নিষিক্ত ডিম্বাণুকে বলে –
A) জাইগােট
B) নিষেক
C) স্পাের
D) ডিম্বাণু
Ans : A) জাইগােট
29.বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে—
A) প্লানেরিয়া
B) হাইড্রা
C) ইস্ট
D) প্লাসমােডিয়াম
Ans : D) প্লাসমােডিয়াম
30.মিয়ােসিস কোশ বিভাজন সম্পন্ন হয়—
A) দেহকোশে
B) জনন মাতৃকোশে
C) স্নায়ুকোশে
D) পেশিকোশে
Ans : B) জনন মাতৃকোশে
31.মানববিকাশের মুখ্য বৃদ্ধিকাল বলে—
A) শৈশব দশাকে
B) বয়ঃসন্ধিকালকে
C) পরিণত দশা
D) বার্ধক্য দশা
Ans : B) বয়ঃসন্ধিকালকে
32.যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে বলে—
A) উপচিতি বিপাক
B) অপচিতি বিপাক
C) বিকাশ
D) বৃদ্ধি
Ans : A) উপচিতি বিপাক
33.যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে তাকে বলে—
A) উপচিতি বিপাক
B) অপচিতি বিপাক
C) বিভেদন
D) বার্ধক্য
Ans : B) অপচিতি বিপাক
34.যে দশায় মানবদেহের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে সেটি হলাে—
A) সদ্যোজাত
B) শৈশব
C) বয়ঃসন্ধিকাল
D) বার্ধক্য
Ans : C) বয়ঃসন্ধিকাল
35. DNA এর গঠনগত একককে বলে—
A) নিউক্লিওটাইড
B) নিউক্লিওসাইড
C) শর্করা
D) নিউক্লিওজোম
Ans : A) নিউক্লিওটাইড
36.ক্ষারীয় প্রােটিন যে অ্যামাইনাে অ্যাসিড থাকে সেটি হলাে—
A) আর্জিনিন
B) হিস্টিডিন
C) লাইসিন
D) উপরের সবকটি
Ans : D) উপরের সবকটি
37.মাইটোসিস কোষ বিভাজনের যে দশাই নিউক্লিও লাসের বিলুক্তি হয়—
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলােফেজ
Ans : A) প্রফেজ
38.অ্যানাফেজ চলনের সময় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমােজোম যেমন দেখাই তা হলাে—
A) V-আকৃতির
B) L-আকৃতির
C) J-আকৃতির
D) I-আকৃতির
Ans : B) L-আকৃতির
39.টেলােসেন্ট্রিক ক্রোমােজোম কোশ বিভাজনের অ্যানাকেজ দশাই কেমন দেখায়।
A) V-আকৃতির
B) L-আকৃতির
C) J-আকৃতির
D) I-আকৃতির
Ans : D) I-আকৃতির
40.নিউক্লিয়াসের বিভাজনকে বলে—
A) সাইটোকাইনেসিস
B) ক্যারিওকাইনেসিস
C) ইন্টারকাইনেসিস
D) কোনােটিই নয়
Ans : B) ক্যারিওকাইনেসিস
41.অযৌন জননের একক হলাে—
A) রেণু
B) গ্যামেট
C) শুক্রাশয়
D) ডিম্বাশয়
Ans : A) রেণু
42.কোরকদগম দেখা যায়—
A) অ্যামিবাতে
B) হাইড্রা
C) চ্যাপ্টাকৃমি
D) প্যারামেসিয়াম
Ans : B) হাইড্রা
43.বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে—
A) স্পাইরােগাইরা
B) হাইড্রা
C) অ্যামিবা
D) প্লানেরিয়া
Ans : C) অ্যামিবা
44.বহুবিভাজন পদ্ধতিতে জননসম্পন্ন করে—
A) প্লানেরিয়া
B) হাইড্রা
C) ইস্ট
D) প্লাসমােডিয়াম
Ans : D) প্লাসমােডিয়াম
45.জীবদেহের কোনাে কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলে—
A) বহুবিভাজন
B) রেণু উৎপাদন
C) পুনরুৎপাদন
D) কোরকোদগম
Ans : C) পুনরুৎপাদন
46.খণ্ডিভবন দেখা যায়—
A) অ্যামিবাতে
B) হাইড্রাতে
C) স্পাইরােগাইরা
D) চ্যাপ্টাকৃমি
Ans : C) স্পাইরােগাইরা
47.পুনরুৎপাদন দেখা যায়—
A অ্যামিবাতে
B) হাইড্রাতে
C) প্লানেরিয়াতে
D) স্পাইরােগাইরাতে
Ans : C) প্লানেরিয়াতে
48.বহিঃনিষেক ঘটে–
A) মানুষে
B) পায়রাতে
C) ব্যাং-এ
D) বাঘে
Ans : C) ব্যাং-এ
49.মাছের নিষেক পদ্ধতি হলাে—
A) অস্তঃনিষেক
B) বহিঃনিষেক
C) উভয়প্রকার
D) কোনটি নয়
Ans : B) বহিঃনিষেক
50.অনিষিক্ত ডিম্বাণু থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টিকে বলে –
A) অঙ্গজ জনম
B) অযৌন জনন
C) যৌন জনন
D) অপুংজনি
Ans : D) অপুংজনি
51.যৌন জননের একক হলাে –
A) স্পাের
B) জাইগােট
C) গ্যামেট
D) সস্য
Ans : C) গ্যামেট
52.জীবদেহের বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে বন্ধ হলে তাকে বলে—
A) নিয়তবৃদ্ধি
B) সমানুপাতী বৃদ্ধি
C) জননগতবৃদ্ধি
D) কোনটি নয়
Ans : A) নিয়তবৃদ্ধি
53.এককোশী জীবকোশে সংখ্যা বৃদ্ধি করে।
A) বৃদ্ধি
B) বিভাজন
C) বিভেদন
D) কোনটি নয়
Ans : B) বিভাজন
54.মানুষের বিকাশের কটি দশা—
A) 3 টি
B) 5 টি
C) 7 টি
D) 9 টি
Ans : B) 5 টি
55.সদ্যজাতের বয়স হলাে—
A) 0-3 বছর
B) 4-11 বছর
C) 3-7 বছর
D) 7-11 বছর
Ans : A) 0-3 বছর
*দু-একটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১)
1. মানুষের শুক্রাণুতে ক্রোমােজোম সংখ্যা কত ?
Ans : 23টি।
2. প্রাথমিক বা মুখ্য খাঁজ কী ?
Ans : ক্রোমােজোমের মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার সংলগ্ন খাঁজকে প্রাথমিক খাঁজ বলে।
3. কাইনেটোকোর কোথায় থাকে ?
Ans : কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে।
4. জনুক্রম দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখাে।
Ans : মােনােসিস্টিসে জনুক্রম দেখা যায়।
5. রেণু উৎপাদন পদ্ধতিকে কী বলে ?
Ans : রেণু উৎপাদন পদ্ধতিকে স্পােরুলেশন বলে।
6. উদ্ভিদদেহে কোন অঙ্গে রেণু উৎপন্ন হয় ?
Ans : উদ্ভিদদেহে রেণুস্থলীতে বা স্পােরানজিয়ামে রেণু বা স্পাের উৎপন্ন হয়।
7. DNA ছাড়া আর কোন পদার্থ জিন হিসাবে কাজ করে?
Ans : DNA ছাড়া RNA জিন হিসাবে কাজ করে।
8. ক্রোমােজোম কী নিয়ে গঠিত ?
Ans : ক্রোমােজোম প্রধানত নিউক্লিক অ্যাসিড (DNA ও RNA) এবং প্রােটিন নিয়ে গঠিত।
9. দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমােজোমকে কী বলে?
Ans : অটোজোম বলে।
10. লিঙ্গ নির্ধারণকারী ক্রোমােজোমকে কী বলে?
Ans : লিঙ্গ নির্ধারণকারী ক্রোমােজোমকে অ্যালােজোম বা সেক্স ক্রোমােজোম বলে।
11. পুরুষ মানুষের সেক্স ক্রোমােজোমগুলি কী ?
Ans : X ও Y.
12. স্ত্রীলােকের সেক্স ক্রোমােজোমগুলি কী ?
Ans : স্ত্রীলােকের সেক্স ক্রোমােজোমগুলি হলাে X ও X.
13. উদ্ভিদের দ্রুত বংশবিস্তারের জন্য কোন পদ্ধতি ব্যবহার হয় ?
Ans : অনুবিস্তরণ বা মাইক্রোপ্রােপাগেশন।
14. স্বপরাগযােগী ফুলের উদাহরণ দাও।
Ans : সন্ধ্যামালতি, শিম প্রভৃতি ফুলে স্বপরাগযােগ দেখা যায়।
15. ইতর পরাগযােগ ফুলের উদাহরণ দাও।
Ans : তাল, পেপে, লাউ ইত্যাদিতে ইতর পরাগযােগ দেখা যায়।
16. দুটি বায়ু পরাগী পুষ্পের উদাহরণ দাও।
Ans : ধান ও গম।
17. দুটি জল পরাগী ফুলের উদাহরণ দাও।
Ans : পাতাশাত্তল ও পাতাঝাঁঝি।
18. দুটি পতঙ্গপরাগী ফুলের উদাহরণ দাও।
Ans : আম ও সূর্যমুখী।
19. দুটি পক্ষিপরাগী ফুলের উদাহরণ দাও।
Ans : শিমুল ও পলাশ
20. মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ দাও।
Ans : রাঙা আলু বা লাল আলু মূলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে।
21. জোড়কলমে যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানাে হয় তাকে কী বলে ?
Ans : স্টক (Stock) বলে।
22. জোড়কলমে যে গাছটির শাখা জোড়া হয় তাকে কী বলে?
Ans : সিয়ন।
23. অযৌন জননে উৎপন্ন অপত্য জীব কেমন হয় ?
Ans : অযৌন জননে উৎপন্ন অপত্য জীব দেখতে জনিতৃ জীবের মতাে হয়।
24. কোন প্রকারের পরাগযােগে বাহকের দরকার হয় না ?
Ans : স্বপরাগযােগে বাহকের দরকার হয় না।
25. নিষেকের ফলে উৎপন্ন কোশকে কী বলে?
Ans : নিষেকের ফলে উৎপন্ন কোশকে জাইগােট বলে।
26. পরিণত ও পরিপক্ক ডিম্বাশয়কে কী বলে?
Ans : পরিণত ও পরিপক্ক ডিম্বাশয়কে ফল বলে।
27. সপুষ্পক উদ্ভিদের কোথায় নিষেক সম্পন্ন হয় ?
Ans : সপুষ্পক উদ্ভিদের ভ্ৰূণস্থলীতে নিষেক সম্পন্ন হয়।
28. গর্ভাধান কী ?
Ans : পুংজনন কোশ ও স্ত্রীজনন কোশের মিলনকে গর্ভাধান বা নিষেক বা ফার্টিলাইজেশন বলে l
29. জাইগােট কোন কোশ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন অপত্য উৎপন্ন করে ?
Ans : মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতিতে।
30. জিনের রাসায়নিক প্রকৃতি কিরূপ?
Ans : জিনের রাসায়নিক প্রকৃতি হলাে DNA
31. DNA পুরাে নাম কী ?
Ans : DNA -র পুরােনাম হলাে—ডি অক্সিরাইবাে নিউক্লিক অ্যাসিড।
32. ক্রোমােজোমের মুখ্য উপাদনগুলি কি কি ?
Ans : ক্রোমােজোমের মুখ্য উপাদান হলাে – নিউক্লিক অ্যাসিড এবং প্রােটিন।
33. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম লেখাে।
Ans : অ্যামিবা অযৌন জনন সম্পন্ন করে।
34. পাতার মাধ্যমে অঙ্গজ জননের উদাহরণ দাও।
Ans : পাথরকুচি, বিগােনিয়া প্রভৃতি উদ্ভিদে পাতার মাধ্যমে অগজ জনন হয়।
35. কৃত্রিম অঙ্গজ জননের দুটি পদ্ধতির নাম লেখাে।
Ans : জোড়কলম (grafting) ও শাখাকলম (cutting)
36. মাইক্রোপ্রােপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ অংশের নাম কী ?
Ans : মাইক্রোপ্রােপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ অংশকে এক্সপ্লান্ট বলে।
37. মাইক্রোপ্রােপাগেশনে বা টিস্যু কালচারে ব্যবহৃত দুটি উদ্ভিদ হরমােনের নাম লেখাে।
Ans : মাইক্রোপ্রােপাগেশনব্যেবহুত উদ্ভিদ হরমােন হলাে অক্সিন ও সাইটোকাইনিন।
38. মাইক্রোপ্রােপাগেশন বা অনুবিস্তারনের একটি গুরুত্ব লেখাে।
Ans : এই পদ্ধতির সাহায্যে দ্রুত রােগজীবাণু মুক্ত উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব।
* শূন্যস্থান পূরণ করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1. ________ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব হয়।
Ans : টেলােফেজ
2. দু’টি গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলনকে বলে ________ l
Ans : নিষেক।
3. নিষেকের পর ________ফলে পরিণত হয়।
Ans : ডিম্বাশয়
4. ________ বিভাজনে প্রজাতির ক্রোমােজোম সংখ্যা ধ্রুবক থাকে।
Ans : মিয়ােসিস
5. কোশচক্রের ________ দশায় কোশ বিভাজন বন্ধ থাকে।
Ans : G0
6. নিষেকের পর ডিম্বাশয় ________পরিণত হয়।
Ans : ফলে
7. ইউক্রোমাটিক ক্রোমােজোমের উপাদান DNA, RNA ও ________ l
Ans : প্রােটিন
* সত্য অথবা মিথ্যা নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1. DNA অণু দ্বিতন্ত্রী হয়।
Ans : সত্য l
2. উদ্ভিদের বৃদ্ধি নিয়ত।
Ans : মিথ্যা l
3. বােলতা অপুংজনি পদ্ধতিতে বংশবিস্তার করে। |
Ans : সত্য l
4. যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব একই প্রকারের হয়।
Ans : মিথ্যা l
5. ডিপ্লয়েড সেট ক্রোমােজোমকে জিনম বলে।
Ans : মিথ্যা l
6. পুরুষদেহে দুই প্রকার সেক্স ক্রোমােজোম থাকে।
Ans : সত্য l
7. একলিঙ্গ প্রাণীর নিষেক প্রক্রিয়াকে পরনিষেক বলে।
Ans : সত্য l
8. অটোজোম জীবের দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
Ans : সত্য l
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।