Madhyamik Physical Science Suggestion 2022 Chapter 5 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ | পদার্থবিদ্যা চলতড়িৎ MCQ, অতিসংক্ষিপ্ত

Madhyamik Physical Science Suggestion 2022 Chapter 5 পদার্থবিদ্যাচলতড়িৎ will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ এর একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় পদার্থবিদ্যা চলতড়িৎ থেকে MCQ, অতিসংক্ষিপ্ত,সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 2022 (Madhyamik / WB Madhyamik / MP Exam / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) Physical Science Exam (ভৌতবিজ্ঞান পরীক্ষায়) আশা করি এখান থেকেই তোমরা 80% কমন পেয়ে যাবে। Madhyamik Physical Science (মাধ্যমিক ভৌতবিজ্ঞান) এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করুন

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২

পদার্থবিদ্যাচলতড়িৎ

MCQ, অতিসংক্ষিপ্ত, প্রশ্ন উত্তর (মান ১)

Madhyamik Physical Science Suggestion 2022 Chapter 5

MCQ Questions and Answers (বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ১

তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার সাথে নিম্নের কোন সম্পর্কে সম্পর্কিত (যখন রােধ ও সময় অপরিবর্তিত থাকে)? 

A) HαI

B) Hα I

C) Hα I2

D) Hα I3

Ans : C) Hα I2

কোন পরিবাহীতে প্রবাহমাত্রা থেকে 2করা হলে পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ –

A) দ্বিগুণ হবে 

B)  তিন গুণ হবে 

C) চার গুণ হবে 

D) অর্ধেক হবে 

Ans : C) চার গুণ হবে 

যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হয় – 

A) বালোচক্রে 

B) বৈদ্যুতিক মােটরে 

C) জেনারেটরে

D) ট্রান্সফরমারে

Ans : C) জেনারেটরে

রােধের এস আই একক কোনটি ?

A) ভােল্ট 

B) অ্যাম্পিয়ার 

C) কুলম্ব 

D) ওহম

Ans : D) ওহম

একটি উপাদানের রােধ নির্ভর করে –

A) তাপমাত্রা 

B) পরিবাহীর দৈর্ঘ্য 

C) পরিবাহীর প্রস্থচ্ছেদ 

D) সবকটি

Ans : D) সবকটি

ফিউজ তার কোন ধাতুর তৈরি?

A) টিন 

B) সিসা 

C) সিসা ও টিনের সংকর ধাতু 

D) অ্যালুমিনিয়াম

Ans : C) সিসা ও টিনের সংকর ধাতু 

এক Wh = x জুল, x-এর মান হলাে – 

A) 360 

B) 36000

C) 36 

D) 3600

Ans : D) 3600

নীচের কোন সম্পর্কটি সঠিক? 

A) 1 ওয়াট = 1 ভােল্ট ×1 অ্যাম্পিয়ার 

B) 1 ওয়াট = 1 অ্যাম্পিয়ার ×1 ওহম 

C) 1 ওয়াট = 1 ভােল্ট2 ×1 ওহম 

D) 1 ওয়াট = 1 ভােল্ট ×1 ওহম

Ans : A) 1 ওয়াট = 1 ভােল্ট ×1 অ্যাম্পিয়ার 

ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম-এ মধ্যমা –

A) তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে

B) চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে 

C) পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে 

D) কোনােটিই নয়

Ans : A) তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে

তড়িৎচুম্বকের ক্ষমতা বৃদ্ধি করা যাবে না –

A) কুণ্ডলীর পাক সংখ্যা বাড়লে 

B) তড়িৎ প্রবাহমাত্রা বাড়লে 

C) তামার বদলে ইস্পাতের তার নিলে 

D) উষ্ণতা বাড়লে

Ans : C) তামার বদলে ইস্পাতের তার নিলে 

r ওহম রােধের n সংখ্যক তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরােধের মান হবে—

A) nr 

B) `\frac{n}{r}`

C) n2 r

D) `\frac{r}{n}`

Ans : D)

তড়িৎ ক্ষমতা P, বিভব V, রােধ R-এর সম্পর্ক –

A) PR = V 

B) V = P2

C) P = `\frac{V}{R}`

D) P = `\frac{V^{2}}{R}`

Ans : D)

নীচের কোন বালবটির রােধ সবচেয়ে কম? 

A) 220V 25w 

B) 220V 40W 

C) 220V 60W 

D) 220V 100w

Ans : D) 220V 100w

1 BOT = ওয়াট ঘণ্টা। 

A) 1000 

B) 100 

C) 10 

D) 1 

Ans : A) 1000 

শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে বিবেচিত হয় নীচের কোনটি? 

A) ওহমের সূত্র 

B) ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম 

C) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম 

D) লেনজের সূত্র

Ans : D) লেনজের সূত্র

একটি ইলেকট্রিক হিটার-এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলাে, উৎপন্ন তাপ হবে –

A) অর্ধেক 

B) দ্বিগুণ 

C) এক-চতুর্থাংশ 

D) চার গুণ 

Ans : D) চার গুণ 

4Ω ও 12Ω দু’টি রােধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যরােধ কত ওহম? 

A) 4Ω

B) 2Ω 

C) 3Ω

D) 1Ω

Ans : C) 3Ω

নীচের কোনটি তড়িৎ বিভবের একক? 

A) ডােল্ট 

B) কুলম্ব 

C) ওয়াট 

D) জুল 

Ans : A) ডােল্ট 

কোনাে বিন্দুর বিভব V, ওই বিন্দুতে +q আধান আনতে কত কাজ করতে হবে? 

A) V/q 

B) Vq

C) q/v 

D) q2V

Ans : B) Vq

তড়িৎকোশের EMF পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি হলাে – 

A) অ্যামমিটার 

B) ভােল্টমিটার 

C) পােটেনশিওমিটার

D) গ্যালভানােমিটার

Ans : C) পােটেনশিওমিটার

কোনাে পরিবাহীর রােধাঙ্কের মান নির্ভর করে পরিবাহীর – 

A) দৈর্ঘ্য 

B) প্রস্থ 

C) উপাদান 

D) সবকটিই 

Ans : C) উপাদান 

গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে?

A) শ্রেণি সমবায় 

B) সমান্তরাল সমবায় 

C) শ্রেণি এবং সমান্তরাল সমবায় 

D) শ্রেণি সমবায় অথবা সমান্তরাল সমবায় 

Ans : B) সমান্তরাল সমবায় 

তড়িৎ ক্ষমতার SI একক কোনটি?

A) ভােল্ট 

B) ওয়াট 

C) কুলম্ব 

D)অ্যাম্পিয়ার

Ans : B) ওয়াট 

বার্লো চক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? 

A) ফ্লেমিং-এর ডান হস্ত নিয়ম 

B) দক্ষিণ মুষ্টি নীতি 

C) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম 

D) ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম 

Ans : D) ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম 

তড়িৎচ্চালক বলের সঙ্গে নীচের কোন ভৌতরাশি সংগতিপূর্ণ? 

A) বল 

B )ভর 

C) বেগ 

D) ত্বরণ

Ans : A) বল 

একটি 240 V, 60 W বাতির রােধ – 

A) 480 ওহম 

B) 960 ওহম

C) 240 ওহম 

D) 720 ওহম 

Ans : B) 960 ওহম

রােধের একক হলাে – 

A) ভােল্ট 

B) এম্পিয়ার 

C) কুলম্ব 

D) ওহম

Ans : D) ওহম

রােধের কোন প্রকার সমবায়ে তুল্য রােধের মান সমবায়ের প্রতিটি রােধের তুলনায় বেশি হয়? 

A) শ্রেণি সমবায় 

B) সমান্তরাল সমবায় 

C) মিশ্র সমবায় 

D) শ্রেণি অথবা সমান্তরাল  

Ans : A) শ্রেণি সমবায় 

সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় – 

A) ভাস্বর বাতি 

B) CFL 

C) LED ল্যাম্প 

D) সবকয়টি 

Ans : C) LED ল্যাম্প 

পরিবাহীর রােধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হয় –

A) দ্বিগুণ 

B) চার গুণ 

C) তিন গুণ 

D) পাঁচ গুণ 

Ans : B) চার গুণ 

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউটাল তারের বর্ণ হয় – 

A) হালকা নীল 

B) বাদামি 

C) হলুদ 

D) কালাে

Ans : A) হালকা নীল 

ওহমীয় পরিবাহীর লেখচিত্র কোনটি ?

Ans :

একটি 10 বৈদ্যুতিক হিটার 110 V সরবরাহ লাইনে যুক্ত করলে এতে তাপ উৎপাদনের হার হবে— 

A) 1310 W 

B) 670 W 

C) 810 W 

D) 1210 W

Ans : D) 1210 W

একটি ইলেকট্রিক ইস্ত্রির গায়ে লেখা আছে 220 V 1100 W। ইস্ত্রির রােধ কত ? 

A) 22  

B) 44

C) 66

D) 100

Ans : B) 44

বৈদ্যুতিক হিটার-এর কুণ্ডলীর — 

A) উচ্চ রােধ ও নিম্ন গলনাঙ্ক 

B) নিম্ন রােধ ও উচ্চ গলনাঙ্ক 

C) উচ্চ রােধ ও উচ্চ গলনাঙ্ক 

D) নিম্ন রােধ ও নিম্ন গলনাঙ্ক 

Ans : C) উচ্চ রােধ ও উচ্চ গলনাঙ্ক 

গৃহস্থালির তড়িৎ বর্তনীতে ফিউজ সংযুক্ত করা  হয় – 

A) লাইভ তারে 

B) নিউট্রাল তারে 

C) আর্থিং তারে 

D) পাইপ লাইনে

Ans : A) লাইভ তারে 

পারদজনিত দূষণ ঘটে – 

A) ভাস্বর বাতিতে 

B) CFL বাতিতে 

C) LED বাতিতে 

D) সবক’টিতে 

Ans : B) CFL বাতিতে

Short Question and Answers (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ১ 

আমাদের AC মেইনের কম্পাঙ্ক কত? 

Ans : আমাদের AC মেইনের কম্পাঙ্ক 50 হার্জ।

1 ভােন্ট বলতে কী বােঝাে? 

Ans : এক কুলম্ব তড়িৎ আধান পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে এক জুল কার্য করা হলে ওই বিন্দুর দু’টির বিভব প্রভেদ হবে 1 ভােল্ট।

কোন যন্ত্র দিয়ে তড়িৎপ্রবাহ মাপা হয় ?

Ans : অ্যামমিটার।

1 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহমাত্রার সংজ্ঞা লেখাে।

Ans : কোনাে পরিবাহীর যেকোনাে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হলে সেই প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে।

অ্যামিটারকে বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? 

Ans : শ্রেণি সমবায়ে।

একটি আদর্শ অ্যামমিটারের রােধ কত হওয়া উচিত?

Ans : শূন্য।

ওহমের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী?

Ans : উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা। 

ওহমিও পরিবাহী কাকে বলে?

Ans : যে-সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের ওহমিও পরিবাহী বলে।

সম দৈর্ঘ্যের একটি সরু তার ও একটি মোটা তারের মধ্যে কার রােধ বেশি?

Ans : সরু তারের রােধ বেশি।

একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট লম্বা তার না ছােটো তারের রােধ বেশি?

Ans : লম্বা তারের রােধ বেশি।

কোনাে তারের রােধ 8Ω, তারটি কেটে অর্ধেক করা হলে তার নতুন রােধ কত হবে?

Ans : তারকে কেটে অর্ধেক করা হলে তাদের দৈর্ঘ্য অর্ধেক হবে। যেহেতু তারের রােধ তারের দৈর্ঘ্যের সমানুপাতিক তাই তারটিকে নতুন রােধ হবে 4 ওহম।

বৈদ্যুতিক মােটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? 

Ans : বৈদ্যুতিক মােটরে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে? 

Ans : লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করে। 

কুলম্বের সূত্র লেখাে। 

Ans : দু’টি আধানের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 

60 ওয়াট ও 100 ওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বাল্ব একই শ্রেণি সমবায়ে যুক্ত থাকলে কোনটি উজ্জ্বল আলাে দেবে? 

Ans : 60 ওয়াট বালটি বেশি আলাে দেবে। 

আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ লেখাে।

Ans : নিউট্রাল তারের বর্ণ হালকা নীল।

DC-এর পরিবর্তে AC তড়িৎপ্রবাহ পাঠালে বার্লো চক্রের ঘূর্ণনের কী হবে? 

Ans : বার্নো চক্র ঘুরবে না।

তড়িৎ বিভব কী রাশি? 

Ans : তড়িৎ বিভব স্কেলার রাশি।

উষ্ণতা ও ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রােধের কী পরিবর্তন হবে? 

Ans : তারের রােধ পূর্বের দ্বিগুণ হবে।

ফিউজ তারের উপাদানগুলি লেখাে। 

Ans : ফিউজ তারের উপাদান হলাে টিন ও সিসা। 

উষ্ণতা বাড়লে রােধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখাে।

Ans : উষ্ণতা বাড়লে রােধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম সিলিকন।

এমন একটি ধাতুর নাম লেখাে যার উপর আলাে পড়লে রােধ কমে যায়। 

Ans : সেলেনিয়াম।

মােটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা হয়?

Ans : ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম। 

 1 esu বিভব = কত ভোল্ট? 

Ans : 1 esu বিভব = 300 ভােল্ট 

ফ্লেমিং-এর ডান হস্ত নিয়ম অনুসারে মধ্যমা কীসের দিক নির্দেশ করে? 

Ans : মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে। 

ওহমের সূত্রের I-V লেখচিত্রের প্রকৃতি কী? 

Ans : ওহমের সূত্রের I – V লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা। 

ওয়াট ঘণ্টা কোন ভৌতরাশির একক?

Ans : ওয়াট ঘণ্টা তড়িৎ শক্তি পরিমাপের একক। 

পরিবাহীর রােধ কী কী বিষয়ের উপর নির্ভর করে? 

Ans : পরিবাহীর রােধ পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে।

অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম-এর সাহায্যে কী নির্ণয় করা যায়? 

Ans : অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম-এর সাহায্যে তড়িৎপ্রবাহের ফলে চৌম্বকশলাকার বিক্ষেপের দিক নির্ণয় করা যায়।

LED-এর পুরাে নাম লেখাে। 

Ans : LED-এর পুরাে নাম লাইট এমিটিং ডায়ােড।

CFL-এর পুরাে নাম লেখাে। 

Ans : CFL-এর পুরাে নাম কম্প্যাক্ট ফ্লুরােসেন্ট ল্যাম্প। 

ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে?

Ans : ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মে তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে।

বার্লে চক্রে কোন নিয়মের প্রয়ােগ দেখা যায় ?

Ans : বালো চক্রে ফ্লেমিং-এর বামহস্ত নিয়মের প্রয়ােগ দেখা যায়।

কোশের অভ্যন্তরীণ রােধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

Ans : কোশের অভ্যন্তরীণ রােধের মান তড়িৎবিশ্লেষ্যর প্রকৃতির উপর নির্ভর করে।

AC ডায়নামােতে স্লিপ রিং-এর পরিবর্তে DC ডায়নামােতে কী ব্যবহার করা হয়?

Ans : AC ডায়নামােতে স্লিপ রিং-এর পরিবর্তে DC ডায়নামাের স্পিট রিং ব্যবহার করা হয়।

নষ্ট ভােল্ট কী?

Ans : কোশের অভ্যন্তরীণ রােধের বিভব পতনকে নষ্ট ভােল্ট বলে।

পরিবাহীর রােধ কী হবে যদি উয়তা বৃদ্ধি পায় ? 

Ans : উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রােধ বৃদ্ধি পাবে।

 সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী? 

Ans : সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক esu

একটি ফিউজ তারকে মুল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়। 

Ans : ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণিসমবায়ে যুক্ত করা হয়।

একটি আদর্শ ভােল্ট মিটারের রােধ কত হওয়া উচিত? 

Ans : অসীম।

অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মান 2

চৌম্বক ক্ষেত্র ও তড়িৎপ্রবাহের অভিমুখ একসঙ্গে উল্টে দিলে বার্লো চক্রের ঘূর্ণনের কী পরিবর্তন হবে? 

তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখাে। ফিউজ তার বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয় ? 

60 W এবং 40 W বাল্ব দুটিকে 220 ভোেল্ট লাইনে যুক্ত করলে কোন বাল্ব উজ্জ্বলভাবে জ্বলবে এবং এর কারণ ব্যাখ্যা করাে।

তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখাে। ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি কী? 

ওয়াট ঘণ্টা কাকে বলে? একটি পরিবাহীর রােধ অপরটির দ্বিগুণ, পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভেদ সমান হলে তাদের ভিতর দিয়ে তড়িৎপ্রবাহের অনুপাত কত হবে?

ওহমের সূত্রটি বিবৃত করাে। ডায়নামাে ও মােটর-এর দু’টি পার্থক্য লেখাে? BOT কীসের একক? 

I দৈর্ঘ্যের R রােধের তারকে দুই ভাগে ভাগ করে সমান্তরালে যুক্ত করলে সমবায়ের তুল্য রােধ কত হবে? 

প্রমাণ করাে যে তড়িৎ ক্ষমতা P = I2PR যেখানে I = প্রবাহমত্রা, R = রােধ। রােধাঙ্কের একক কী? 

DC অপেক্ষা AC ব্যবহারের দুটি সুবিধা লেখাে। বার্লো চক্রের ঘূর্ণনের কী পরিবর্তন দেখা যায় যদি AC প্রবাহ ব্যবহার করা হয়?

একটি কোশের অভ্যন্তরীণ রােধ-এর ওপর প্রভাবগুলি কী আলােচনা করাে।

অতিরিক্ত গাণিতিক প্রশ্নাবলি {মান 3}

দুটি অজানা রােধকে একবার শ্রেণি সমবায়ে ও আরেকবার সমান্তরালে সমবায় যুক্ত করলে তুল্য রােধের মান হয় যথাক্রমে 12 ওহম ও 2.25 ওহম। রােধ দু’টির মান নির্ণয় করাে।

একটি তড়িৎকোশের তড়িচ্চালক বল 6 ভােল্ট, অভ্যন্তরীণ রােধ 2 ওহম। তড়িৎকোশটিকে ৪ ওহম মানের একটি রােধের সাথে যুক্ত করে ২১ সেকেন্ড ধরে তড়িৎপ্রবাহ পাঠালে কত ক্যালােরি তাপ শক্তি উৎপন্ন হবে? 

40 ওহম রােধের তারকে সমান চার ভাগে ভাগ করে তাদের মধ্যে দুটি ভাগকে নিয়ে একটি সমান্তরাল সমবায় গঠন করলে তুল্য রােধ কত হবে? 

দু’টি ধাতব তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রােধাঙ্কের প্রতিটির অনুপাত 1:2 হলে তার দুটির রােধের অনুপাত কত? 

একটি বাড়িতে 2টি 60 ওয়াট বাতি এবং 2টি ৪০ ওয়াটের পাখা আছে। বাতিগুলি ও পাখাগুলি দৈনিক 5 ঘণ্টা ধরে চললে 1 মাসে কত টাকার বিল জমা দিতে হবে। ধরে নাও 1 মাস = 30 দিন। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 7 টাকা

সমান্তরাল সমবায়ে যুক্ত ৪ ওহম ও 24 ওহম রােধ দুটির তুল্যাঙ্ক বােধ নির্ণয় করাে। কিলােওয়াট ঘণ্টা দিয়ে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়।

3 ওহম-এর তিনটি রােধকে প্রথমে শ্রেণি সমবায়ে ও পরে সমান্তরাল | সমবায়ে যুক্ত করা হলাে। দুই ক্ষেত্রে তুল্য রােধের অনুপাত কত হবে?

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment